মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন (আমেরিকান --> মার্কিন বা মার্কিনী), অন্যান্য সংশোধন
১৩ নং লাইন:
}}
 
'''মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র''' একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ [[পেনসিলভানিয়া]] প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়। এর মাধ্যমে [[গ্রেট ব্রিটেন|ব্রিটেনেরযুক্তরাজ্যের]] সাথে যুদ্ধরত তেরটি আমেরিকানমার্কিন কলোনিউপনিবেশ<ref>কলোনিউপনিবেশ তেরটি হচ্ছে: [[ডেলাওয়ার]], [[পেনসিলভানিয়া]], [[নিউ জার্সি]], [[জর্জিয়া]], [[কানেক্টিকাট]], [[ম্যাসাচুসেটস]], [[ম্যারিল্যান্ড]], [[সাউথ ক্যারলাইনা]], [[নর্থ ক্যারলাইনা]], [[ভার্জিনিয়া]], [[নিউ হ্যাম্পসায়ারহ্যাম্পশায়ার]], [[নিউ ইয়র্ক]], [[রোড আইল্যান্ড]]</ref> নিজেদের বৃটিশব্রিটিশ শাসনের বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং [[যুক্তরাষ্ট্র]] নামে নতুন রাষ্ট্র গঠন করে। পাঁচ সদস্যের একটি কমিটি কংগ্রেসে ভোটাভুটির জন্য আগেই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার একটি খসড়া প্রস্তুত করে রেখেছিলেন। <nowiki>"স্বাধীনতার ঘোষণা"</nowiki> এই শব্দটি আসল দলিলে উল্লেখ নেই।
 
[[জন অ্যাডামস]] দলিলটির মূল খসড়া প্রণয়নের জন্য [[থমাস জেফারসন]] কে নির্বাচিত করতে কমিটির কাছে তদবির করেন<ref name="digitalhistory">[http://www.digitalhistory.uh.edu/active_learning/explorations/revolution/revolution_declaringindependence.cfm "Declaring Independence"], ''Revolutionary War'', Digital History, University of Houston. From Adams' notes: "Why will you not? You ought to do it." "I will not." "Why?" "Reasons enough." "What can be your reasons?" "Reason first, you are a Virginian, and a Virginian ought to appear at the head of this business. Reason second, I am obnoxious, suspected, and unpopular. You are very much otherwise. Reason third, you can write ten times better than I can." "Well," said Jefferson, "if you are decided, I will do as well as I can." "Very well. When you have drawn it up, we will have a meeting."</ref>।যেটা কংগ্রেস সম্পাদন করে চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করবে। [[আমেরিকানমার্কিন বিপ্লবী যুদ্ধ]] শুরুর ১ বছরেরও বেশি সময় পরে কেন ২ জুলাই কংগ্রেস [[গ্রেট ব্রিটেন]] থেকে স্বাধীনতা ঘোষণার জন্য ভোট দান করে তার একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা এই ঘোষণা। পরবর্তী দিন [[জন অ্যাডামস]] তার স্ত্রী [[আবিগালি অ্যাডামস|আবিগালিকে]] লিখেন,<nowiki>"১৭৭৬ সালের জুলাই এর দ্বিতীয় দিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে স্বরণীয় দিন হবে"</nowiki><ref>[http://www.masshist.org/digitaladams/archive/doc?id=L17760703jasecond আবিগালি অ্যাডামসের কাছে জন অ্যাডামসের চিঠি, ৩ জুলাই ১৭৭৬]</ref>। কিন্তু আমেরিকা [[যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস]] পালন করা হয় জুলাইয়ের ৪ তারিখ, যে তারিখে '''স্বাধীনতার ঘোষণাপত্র''' অনুমোদিত হয়।
 
৪ তারিখে অনুমোদনের পর কংগ্রেস বেশ কয়েকটি ফর্মে(আকারে) স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রকাশ করে। প্রাথমিকভাবে এটি মুদ্রিত(ডানল্যাপ ব্রডসাইড) আকারে প্রকাশিত হয়। এই সংস্করণটি ব্যাপকভাবে বিতরণ ও প্রচার করা হয়। মুদ্রণে ব্যবহৃত মূল কপিটি হারিয়ে গেছে, সম্ভবত এটি [[থমাস জেফারসন|জেফারসনের]] হাতের কপি ছিল<ref name=":0">Boyd (1976), ''The Declaration of Independence: The Mystery of the Lost Original'', ৪৩৮ পৃষ্ঠা</ref>।
৪২ নং লাইন:
{{quote|text=বিশ্বাস করুন, জনাব: ব্রিটিশ সাম্রাজ্যে এমন কোনো লোক নেই যিনি আমার চেয়ে আন্তরিকভাবে গ্রেট ব্রিটেনের সাথে জোটকে ভালবাসে। কিন্তু, স্রষ্টার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, ব্রিটিশ পার্লামেন্টের প্রস্তাবিত শর্তে এমন একটি সম্পর্ক মেনে নেওয়ার পূর্বে আমার যেন মরণ হয়; এবং এর মাধ্যমে, আমি মনে করি, আমেরিকার অনুভূতিই প্রকাশ করি।|sign=[[থমাস জেফারসন]], নভেম্বর ২৯, ১৭৭৫<ref>Hazelton, ''Declaration History'', ১৯।</ref>}}
 
১৭৭৬ সালের জুলাইতে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময়, [[তের কলোনিউপনিবেশ]] ও [[গ্রেট ব্রিটেন]] এক বছরেরও বেশি সময় পরস্পরের সাথে যুদ্ধরত ছিল। ১৭৬৩ সাল থেকেই কলোনিসমূহউপনিবেশসমূহ এবং মাতৃদেশের মধ্যকার সম্পর্কের অবনতি হতে শুরু করেছিল। [[ব্রিটিশ পার্লামেন্ট]] কলোনিসমূহউপনিবেশসমূহ থেকে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করে যেমন ১৭৬৫ সালের স্ট্যাম্প অ্যাক্ট ও ১৭৬৭ সালের টাউনশেন্ড অ্যাক্টস। ব্রিটিশ পার্লামেন্ট মনে করেছিল এসব পদক্ষেপ কলোনিসমূহকেউপনিবেশসমূহকে [[ব্রিটিশ সাম্রাজ্য|ব্রিটিশ সাম্রাজ্যে]] রাখতে তাদেরকে তাদের নায্য হিস্যা প্রদানে বাধ্য করার বৈধ পন্থা<ref>Christie and Labaree, ''Empire or Independence'', ৩১।</ref>।
 
তথাপি অনেক ঔপনিবেশিক সাম্রাজ্য সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করে। কলোনিসমূহেরউপনিবেশসমূহের পার্লামেন্টে সরাসরি কোন প্রতিনিধিত্ব ছিল না। ঔপনিবেশিকরা যুক্তি দেখায় যে তাদের উপর কর আরোপের কোন অধিকার পার্লামেন্টের ছিল না। কর বিতর্ক মূলত [[ব্রিটিশ সংবিধান|ব্রিটিশ সংবিধানের]] ব্যাখ্যা ও কলোনিসমূহেরউপনিবেশসমূহের উপর পার্লামেন্টের কর্তৃত্বের সীমা নিয়ে বিরাজমান মতানৈক্যেরই অংশ ছিল<ref>Bailyn, ''Ideological Origins'', পৃ:১৬২</ref>। ১৬৮৮ সালের [[গৌরবময় বিপ্লব]] থেকে প্রচলিত সনাতন ব্রিটিশ দৃষ্টিভঙ্গি ছিল সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যে পার্লামেন্ট-ই সর্বোচ্চ কর্তৃপক্ষ। সুতরাং সংঙ্গানুসারে পার্লামেন্ট যা করে তা-ই সাংবিধানিক<ref>Bailyn, ''Ideological Origins'', পৃ:২০০-০২</ref>। তদসত্তেও কলোনিসমূহেউপনিবেশসমূহে এ ধারণা তৈরি হয় যে [[ব্রিটিশ সংবিধান]] কতিপয় [[মৌলিক অধিকার]] স্বীকার করে যা কোন সরকার এমনকি পার্লামেন্টও লঙ্ঘন করতে পারে না<ref>Bailyn, ''Ideological Origins'', পৃ:১৮০-৮২</ref>। টাউনশেন্ড অ্যাক্টস পাসের পর কতিপয় লেখক কলোনিসমূহেরউপনিবেশসমূহের উপর পার্লামেন্টের আদৌ কোন বৈধ কর্তৃত্ব আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন<ref>Middlekauff, ''Glorious Cause'', পৃ:২৪১</ref>। [[ব্রিটিশ কমনওয়েলথ|ব্রিটিশ কমনওয়েলথের]] পরিকল্পনা<ref>Bailyn, ''Ideological Origins'', পৃ: ২২৪-২৫।</ref> অনুমান করে ১৭৭৪ সালে কতিপয় আমেরিকানমার্কিন লেখক যেমন- [[স্যামুয়েল অ্যাডামস]], [[জেমস উইলসন]], [[থমাস জেফারসন]] তর্ক করেন যে পার্লামেন্ট শুধুমাত্র গ্রেট ব্রিটেনের আইনসভা এবং কলোনিসমূহউপনিবেশসমূহ, যাদের নিজেদের আইনসভা আছে, শুধুমাত্র রাজার প্রতি আনুগত্যের মাধ্যমে সাম্রাজ্যের অন্যান্য অংশের সাথে যুক্ত<ref>Middlekauff, ''Glorious Cause'', ২৪১-৪২। The writings in question include Wilson's ''Considerations on the Authority of Parliament'' and Jefferson's ''A Summary View of the Rights of British America'' (উভয়ই ১৭৭৪), as well as Samuel Adams's ১৭৬৮ Massachusetts Circular Letter।</ref>।
 
===কংগ্রেসীয় অধিবেশনের সূচনা===
কলোনিসমূহেউপনিবেশসমূহে পার্লামেন্টের কর্তৃত্বের বিষয়টি একটি সংকটে পরিণত হয় যখন পার্লামেন্ট ১৭৭৩ সালের বোস্টন টি পার্টির জন্য ম্যাসাচুসেটস প্রদেশকে শাস্তি দেওয়ার জন্য ১৭৭৪ সালে কোয়ার্সিভ অ্যাক্ট (কলোনিতেউপনিবেশগুলিতে অসহিষ্ণু আইন হিসেবে পরিচিত) পাস করে। অনেক উপনিবেশিক কোয়ার্সিভ অ্যাক্টকে ব্রিটিশ সংবিধানের লংঘন হিসেবে দেখে। সুতরাং তা সমস্ত ব্রিটিশ আমেরিকানদেরমার্কিনদের স্বাধীনতার প্রতি হুমকি হিসেবে গন্যগণ্য করে। এর পাল্টা জবাব সমন্বয়ের জন্য ১৭৭৪ সালের সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ায় ১ম কন্টিনেন্টাল কংগ্রেসের অধিবেশন শুরু হয়। কংগ্রেস ব্রিটিশ পণ্য বর্জনের কর্মসূচী পালন করে এবং উক্ত আইনসমূহ রদের জন্য রাজার কাছে আবেদন করে। রাজা জর্জ এবং প্রধানমন্ত্রী লর্ড নর্থ পার্লামেন্টের কর্তৃেত্বেরকর্তৃত্বের প্রশ্নে পিছুটান না হওয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ থাকায় এসব কর্মসূচী ব্যর্থতায় পর্যবসিত হয়। যেমনটি রাজা ১৭৭৪ সালের নভেম্বরে নর্থকে লিখেন "নিয়তি অবশ্যই ঠিক করে দেবে তারা এ দেশের অধীন থাকতে চায় নাকি স্বাধীন হতে চায়"।<ref>Middlekauff, ''Glorious Cause'', ১৬৮; Ferling, ''Leap in the Dark'', ১২৩-২৪।</ref>
 
অধিকাংশ উপনিবেশিক তখনো এমনকি ১৭৭৫ সালের এপ্রিলে লেক্সিংটন ও কনকর্ডে [[আমেরিকার বিপ্লবী যুদ্ধ]] শুরু হওয়ার পরও গ্রেট ব্রিটেনের সাথে সমঝোতার আশা করেছিল।<ref>Hazelton, ''Declaration History'', ১৩; Middlekauff, ''Glorious Cause'', ৩১৮।</ref> [[দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস|২য় কন্টিনেন্টাল কংগ্রেসের]] অধিবেশন ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া আইন পরিষদে ১৭৭৫ সালের মে মাসে শুরু হয়। এই অধিবেশনে কিছু প্রতিনিধি চূড়ান্ত স্বাধীনতার প্রত্যাশা করেছিল কিন্তু কেউ তা ঘোষণার প্রবক্তা ছিলেন না।<ref>Middlekauff, ''Glorious Cause'', ৩১৮।</ref> তারপর অনেক উপনিবেশিক তাদের উপর পার্লামেন্টের সার্বভৌমত্বের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে, যদিও তারা রাজা জর্জের প্রতি আনুগত্য প্রকাশ করতে থাকে, যাকে তারা ভরসা করেছিল তাদের পক্ষে সমঝোতা করবে। ১৭৭৫ সালের শেষের দিকে তারা হতাশ হন যখন রাজা কংগ্রেসের ২য় আবেদন(অলিভ ব্রান্চ পিটিশন/জলপাই শাখা আবেদন) প্রত্যাখান করেন, প্রক্লেমেশন অব রিবেলিয়ন(বিদ্রোহের প্রজ্ঞাপন) জারি করেন এবং ২৬ অক্টোবর পার্লামেন্টে জানান যে তিনি বিদ্রোহ দমনের জন্য "বিদেশী সাহায্যের বন্ধুসুলভ প্রস্তাব" বিবেচনা করছেন।<ref>Maier, ''American Scripture'', ২৫। ১৭৭৫ সালের রাজার ভাষণ হল [http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/rbpe:@field(DOCID+@lit(rbpe1440150a)) online], আমেরিকান মেমোরি প্রকল্প কর্তৃক প্রকাশিত।</ref> একটি আমেরিকা সমর্থক সংখ্যালঘু দল পার্লামেন্টে সতর্কীকরণ করে যে সরকার কলোনিসমূহকেউপনিবেশসমূহকে স্বাধীনতার দিকে ধাবিত করছে।<ref>Maier, ''American Scripture'', ২৫।</ref>
 
==স্বাধীনতার পথে==
[[থমাস পাইন|থমাস পাইনের]] পুস্তিকা "[[কমন সেন্স(পুস্তিকা)|কমন সেন্স" ১৭৭৬ সালের জানুয়ারীতে প্রকাশিত হয়, যখন এটা পরিষ্কার হয়ে যায় যে রাজা মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করতে অনিচ্ছুক<ref>Rakove, ''Beginnings of National Politics'', পৃ: ৮৮-৯০।</ref>। পাইন তখন সাম্রতিক ইংল্যান্ড থেকে কলোনিতেউপনিবেশতে এসেছেন। তিনি কলোনিরউপনিবেশর স্বাধীনতার পক্ষে কথা বলেন। রাজতন্ত্র ও পুরুষানুক্রমিক শাসনের বিকল্প হিসেবে তিনি প্রজাতন্ত্রনীতি সমর্থন করেন<ref>Christie and Labaree, ''Empire or Independence'', ২৭০; Maier, ''American Scripture'', ৩১-৩২।</ref>। "কমন সেন্স" নতুন কোন ধারণা দেয় নি<ref>Jensen, ''Founding'', পৃ: ৬৬৭।</ref> এবং কংগ্রেসের স্বাধীনতা বিষয়ে চিন্তাভাবনার উপর সম্ভবত খুব কম প্রভাব ফেলেছিল। এর গুরুত্ব ছিল এমন একটি বিষয়ে জনবিতর্ক তুঙ্গে দেয়াতে যা পূর্বে খুব কম লোকই খোলাখুলি আলোচনার সাহস করত<ref>Rakove, ''Beginnings of National Politics'', পৃ: ৮৯; Maier, ''American Scripture'', পৃ: ৩৩।</ref>। পাইনের ব্যাপকভাবে জনপ্রিয় পুস্তিকা প্রকাশের পর গ্রেট ব্রিটেন থেকে পৃথকীকরণের জন্য জনসমর্থন ক্রমে বৃদ্ধি পায়<ref>Maier, ''American Scripture'', পৃ: ৩৩-৩৪।</ref>।
[[Image:Independence Hall Assembly Room.jpg|thumb|left|ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলের সমাবেশ কক্ষ যেখানে ২য় কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে]]
কিছু ঔপনিবেশিক তখনো সমঝোতার আশা করত কিন্তু ১৭৭৬ সালের প্রথম দিকের ঘটনাপ্রবাহ স্বাধীনতার পক্ষে জনসমর্থনকে আরো শক্তিশালী করে। ১৭৭৬ সালের ফেব্রুয়ারীতে উপনিবেশিকরা পার্লামেন্ট কর্তৃক প্রহিবিটরি অ্যাক্ট(নিষেধমূলক আইন) পাসের কথা জানতে পারে যার মাধ্যমে আমেরিকার বন্দরগুলোতে অবরোধ এবং আমেরিকার জাহাজকে শত্রু নৌযিন হিসেবে ঘোষণা করা হয়। [[জন অ্যাডামস]] যিনি স্বাধীনতার কট্টোর সমর্থক ছিলেন, বিশ্বাস করতেন যে কংগ্রেসের পূর্বেই পার্লামেন্ট কার্যত আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে। অ্যাডামস প্রহিবিটরি অ্যাক্টকে "ব্রিটিশ সাম্রাজ্যের সম্পূর্ণ বিভাজন" উল্লেখ করে, "ইনডিপেনডেন্সী অ্যাক্ট(স্বাধীনতার আইন)" হিসেবে অভিহিত করেন<ref>Hazelton, ''Declaration History'', ২০৯; Maier, ''American Scripture'', ২৫-২৭।</ref>। স্বাধীনতা ঘোষণার পক্ষে সমর্থন আরো বেড়ে যায় যখন এটা সুনিশ্চিত হয় যে রাজা জর্জ তার আমেরিকানমার্কিন প্রজাদের বিরুদ্ধে জার্মানির সৈন্যদের ভাড়া করেন<ref>Friedenwald, ''Interpretation'', ৬৭।</ref>।
 
স্বাধীনতার পক্ষে ক্রমবর্ধমান সমর্থন সত্তেও তা ঘোষণার জন্য কংগ্রেসের স্পষ্ট এখতিয়ারের অভাব ছিল। কংগ্রেসের প্রতিনিধিগন তেরটি ভিন্ন সরকার কর্তৃক নির্বাচিত হয়েছিলেন যার মধ্যে আইন বহির্ভূত অধিবেশন, বিশেষ কমিটি ও নির্বাচিত পরিষদ অন্তর্ভুক্ত ছিল এবং তারা তাদের কাছে পাঠানো নির্দেশনা মানতে বাধ্য ছিল। তাদের ব্যক্তিগত অভিমত যাই হোক না কেন তারা স্বাধীনতা ঘোষণার জন্য ভোট দিতে পারে না যদিনা তাদের কাছে পাঠানো নির্দেশনা তা অনুমোদন করে<ref>Friedenwald, ''Interpretation'', ৭৭।</ref>।
প্রকৃতপক্ষে কতিপয় কলোনিউপনিবেশ তাদের প্রতিনিধিকে গ্রেট ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো পদক্ষেপ নিতে স্পষ্টভাবে বারণ করে, অন্যান্য কলোনিরউপনিবেশর প্রতিনিধির কাছে এই বিষয়ে দ্যর্থক নির্দেশনা ছিল।<ref>Maier, ''American Scripture'', ৩০।</ref> গ্রেট ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে জনসমর্থন বাড়ায় স্বাধীনতার সমর্থকগোষ্ঠী কংগ্রেসীয় নির্দেশনা পুনর্বিবেচনা করার দাবি জানান। কংগ্রেসে স্বাধীনতা ঘোষণার জন্য অধিকাংশ সদস্যেকে তাদের কলোনিউপনিবেশ থেকে অনুমতি নিতে হবে এবং কমপক্ষে একটি কলোনিকেউপনিবেশকে তার প্রতিনিধিকে কংগ্রেসে স্বাধীনতার প্রস্তাব উপস্থাপনের জন্য সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিতে হবে। এটি সফল করার জন্য ১৭৭৬ সালের এপ্রিল ও জুলাইয়ের মধ্যে একটি জটিল রাজনৈতিক যুদ্ধ<ref>Maier, ''American Scripture'', 59.</ref> ঘোষিত হয়।<ref>Jensen, ''Founding'', 671; Friedenwald, ''Interpretation'', ৭৮।</ref>
<!-- To be continued -->