কলকাতার পরিবহন ব্যবস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১৯ নং লাইন:
 
==কলকাতা মেট্রো==
কলকাতা মেট্রো হল [[দক্ষিণ এশিয়া]]র প্রথম ও এশিয়ার পঞ্চম মেট্রো।বর্তমানে কলকাতা মেট্রোর মোট দৈর্ঘ্য ২৮.১৪ কিলোমিটার ও এর স্টেশন সংখ্যা ২৫ টি।এটি প্রতিদিন সারে ৬ লক্ষ যাত্রি পরিবহন করে।কবি সুভাস থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলাচল করে ।এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো বা [[কলকাতা মেট্রো লাইন ২]] এর নির্মাননির্মাণ চলছে ।২০১৮ সালে লাইন ২ চালু হয়ে যাবে।
==বিমান বন্দর==
[[File:Kolkata Airport New Terminal Outside view.JPG|thumb|right|কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল]]
২৭ নং লাইন:
[[চিত্র:Motor Vessel Jalapath - Hooghly River 2012-01-14 0908.JPG|thumb|right |কলকাতা জলপথ পরিবহনের দপ্তরের যাত্রীবাহি লঞ্চ।]]
কলকাতা বন্দর কলকাতা শহরে অবস্থিত একটি নদীবন্দর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বন্দরটির গোড়াপত্তন করেছিলেন। বর্তমানে ভারতের চালু বন্দরগুলির মধ্যে এই বন্দরটি প্রাচীনতম।
ঊনবিংশ শতাব্দীতে কলকাতা বন্দর ছিল ব্রিটিশ ভারতের প্রধান বন্দর। স্বাধীনতার অব্যবহিত পরে পশ্চাদভূমি হ্রাসপ্রাপ্ত হওয়ার কারণে এই বন্দরের সাময়িক অবনতি ঘটে। তবে বিংশ শতাব্দীর সূচনায় পূর্ব ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও পরিকাঠামোগতপরিকাঠামোোগত উন্নতি্র ফলে বর্তমানে কলকাতা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম মালবাহী বন্দরে পরিণত হয়েছে।[[কলকাতা বন্দর]] পূর্ব ভারতের একটি প্রধান [[নদীবন্দর]]। [[কলকাতা পোর্ট ট্রাস্ট]] কলকাতা ও হলদিয়া ডকের দায়িত্বপ্রাপ্ত। কলকাতা বন্দর থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার পর্যন্ত যাত্রী পরিবহন পরিষেবা ও ভারত ও বহির্ভারতের বন্দরগুলিতে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে পণ্য পরিবহন পরিষেবা চালু আছে।<ref name=dockport>{{ওয়েব উদ্ধৃতি |url=http://www.kolkataporttrust.gov.in/index_new.html |title= Salient Physical Features|accessdate=২০১৬-১২-১৫|work=Kolkata Port Trust |publisher=Kolkata Port Trust, }}</ref>[[কলকাতা]] থেকে [[হাওড়া]], [[বালি]] প্রভৃতি শহরে লঞ্চ পরিসেবা রয়েছে।
 
==তথ্যসূত্র==