ইয়ান বেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৫ নং লাইন:
| fullname = ইয়ান রোনাল্ড বেল
| nickname = ''বেলি'', ''ডিউক অব বেলিংটন'', ''স্লেজহ্যামার অব ইটার্নেল জাস্টিস''
| birth_date = {{Birthজন্ম dateতারিখ and ageবয়স|1982|4|11|df=yes}}
| spouse = [[চান্তাল]]
| children = [[জোসেফ]]
৯৩ নং লাইন:
| source = http://www.cricinfo.com/ci/content/player/9062.html ক্রিকইনফো
}}
'''ইয়ান রোনাল্ড বেল''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|এমবিই]] ({{lang-en|Ian Ronald Bell}}; [[জন্ম]]: [[১১ এপ্রিল]], [[১৯৮২]]) ওয়েস্ট মিডল্যান্ডে জন্মগ্রহণকারী ইংরেজ [[ক্রিকেট|ক্রিকেটার]]। বর্তমানে তিনি [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] হয়ে [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক ক্রিকেটে]] অংশগ্রহণ করছেন। এছাড়াও, '''ইয়ান বেল''' [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] [[ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ওয়ারউইকশায়ারের]] পক্ষ হয়ে খেলছেন। ডানহাতি শীর্ষ/মাঝারী সারির [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানরূপে]] দলে অংশগ্রহণ করেন। [[দ্য টাইমস]] তাকে ‘অত্যন্ত সুন্দর তরবারী’ নামে আখ্যায়িত করেছে যিনি অফ-সাইডে চমৎকারভাবে কভার ড্রাইভে বল পাঠান।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি| url=http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article4133951.ece | work=The Times | location=London | title=Bell puts himself in contention for pot of gold | date=14 June 2008 | accessdate=4 May 2010 | first=John | last=Westerby}}</ref> তিনি মূলতঃ ৪ নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। দলের প্রয়োজনে মাঝে মধ্যে ডানহাতি মিডিয়াম পেস বোলারের ভূমিকায়ও অবতীর্ণ হন তিনি। প্রায়শঃই পিচের কাছাঁকাছি এলাকায় ক্যাচ তালু বন্দী করার জন্যে ফিল্ডিং করেন।
 
== কাউন্টি ক্রিকেট ==
২০১০ সালে সিবি৪০ প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ওয়ারউইকশায়ার দলের অধিনায়কত্ব করেন। ২০১১ সালে ক্লাব কর্তৃপক্ষ তাকে সুবিধাদি প্রদান করে। জুলাই, ২০১২ সালে ওয়ারউইকশায়ার দলে নতুন করে আরো তিন বছরের জন্য চুক্তির মাধ্যমে মেয়াদ বৃদ্ধি করেন যা ২০১৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি| url=http://www.bbc.co.uk/sport/0/cricket/18696990| title=Ian Bill| date= 4July 2012}}</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
[[দি ওভাল|ওভালে]] অনুষ্ঠিত সিরিজের চূড়ান্ত [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে খেলার মাধ্যমে [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক ক্রিকেটে]] অভিষেক ঘটে তার। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭০ [[রান (ক্রিকেট)|রান]] করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি; কেননা, ওয়েস্ট ইন্ডিজ ফলো-অনে পড়ায় তার দল দশ [[উইকেট|উইকেটের]] ব্যবধানে বিজয়ী হয়েছিল।<ref>[http://content-aus.cricinfo.com/england/engine/match/64096.html ''England vs West Indies Fourth Test''] [[Cricinfo]]. Retrieved 11 March 2008</ref> ২০০৪-০৫ [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে]] ও [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা]] সফরে যান। [[হারারে স্পোর্টস ক্লাব|হারারেতে]] অনুষ্ঠিত [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] [[কেভিন পিটারসেন|কেভিন পিটারসেনের]] সাথে তারও অভিষেক ঘটে। ব্যাটিং উদ্বোধনে নেমে ৭৫ রান সংগ্রহ করেন ও [[ম্যান অব দ্য ম্যাচ|ম্যান অব দ্য ম্যাচের]] পুরস্কার লাভ করেন।<ref>[http://content-eap.cricinfo.com/statsguru/engine/match/64910.html ''Zimbabwe vs England First ODI] [[Cricinfo]]. Retrieved 11 March 2008</ref>
 
২০০৮ ও ২০০৯ সালে ইংল্যান্ড দলে অনিয়মিত সদস্য ছিলেন। কিন্তু, ২০০৯ সালে পুণরায় দলে নিয়মিত সদস্যের মর্যাদা পান ও অ্যাশেজ জিততে অবদান রাখেন। একই বছর বেশ কিছুসংখ্যক একদিনের আন্তর্জাতিকেও তার ব্যাটিংশৈলী প্রশংসনীয় ছিল। ২০১০ সালে প্রথম অ্যাশেজে সেঞ্চুরি করেন ও ইংল্যান্ডকে অ্যাশেজ ট্রফি ধরে রাখতে সহায়তা করেন। [[২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর|২০১৩]] সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে [[লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] অনুষ্ঠিত ২য় টেস্টের ১ম ইনিংসে ১০৯ রান করেন। এরফলে ৪র্থ ইংরেজ হিসেবে তিনি [[২০১৩ অ্যাশেজ সিরিজ|অ্যাশেজের]] পরপর তিনটি খেলায় সেঞ্চুরি করেছেন।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি |title=Ashes 2013: Ian Bell says England well placed despite late wickets |url=http://www.bbc.co.uk/sport/0/cricket/23368783 |work=BBC Sport |publisher=British Broadcasting Corporation |date=18 July 2013 |accessdate=19 July 2013 }}</ref>
 
[[২০১৪-১৫ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর|২০১৪-১৫]] মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে [[স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম|স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে]] অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসের উদ্বোধনী দিনে ১৪৩ রান তোলেন। এটি ছিল তার ২২তম [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]]। এরফলে সর্বোচ্চ শতকধারী ইংরেজ ক্রিকেটারদের মধ্যে তিনি কেবলমাত্র [[অ্যালাস্টেয়ার কুক]] (২৫) ও [[কেভিন পিটারসন|কেভিন পিটারসনের]] (২৩) পিছনে রয়েছেন।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি |title=Classy Bell hundred puts England in control|url=http://www.espncricinfo.com/west-indies-v-england-2015/content/story/860905.html |last=McGlashan |first=Andrew | work=espncricinfo|publisher=espncricinfo |date=13 April 2015 |accessdate=14 April 2015}}</ref> এ রান সংগ্রহকালে ইংরেজ ক্রিকেটারদের মধ্যে ৯ম সর্বোচ্চ রান (৭,২৯৯) সংগ্রহকারী হন [[ওয়ালি হ্যামন্ড|ওয়ালি হ্যামন্ডকে]] পিছনে ফেলে। দিনের শেষদিকে [[কেমার রোচ|কেমার রোচের]] সুন্দর বলে তার ব্যাটের প্রান্ত স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ও উইকেট-রক্ষক [[দীনেশ রামদিন|দীনেশ রামদিনের]] গ্লাভসে সহজ ক্যাচ দেন। তার এ ইনিংসটি ৩৩৭ মিনিটে ২৫৬ বল মোকাবেলায় ২০ বাউন্ডারি ও এক ছক্কার সহায়তায় গড়ে উঠে। [[বেন স্টোকস|বেন স্টোকসের]] সাথে ২৫ ওভারে ১৩০ রানের জুটি গড়েন।
 
{| class="wikitable" style="float: right; margin-left: 1em; width: 40%; font-size: 90%;"