শ্রীনিকেতন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
২৮ নং লাইন:
 
== ভূগোল ==
শ্রীনিকেতন {{coord|23.66|N|87.66|E|}} অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত। এখানকার গড় উচ্চতা ৪৯ মিটার।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি | url = http://www.fallingrain.com/world/IN/28/Sri_Niketan.html | title = Sri Niketan, India Page | accessdate = 2009-03-05 | last = | first = | work =West Bengal | publisher = Falling Rain Genomics}}</ref>
 
বোলপুর&ndash;শ্রীনিকেতন সমষ্টি উন্নয়ন ব্লকের প্রধান কার্যালয় শ্রীনিকেতনে অবস্থিত।<ref name=BDOaddresses>{{citeওয়েব webউদ্ধৃতি | url = http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DG | title = Contact details of Block Development Officers | publisher = Panchayats and Rural Development Department, Government of West Bengal | work = Birbhum district | accessdate = 2009-03-05}}</ref>
 
বোলপুর-শ্রীনিকেতন ব্লকটি নিম্নলিখিত পঞ্চায়েতগুলি নিয়ে গঠিত: বাহিরি-পাঁচশোয়া, রায়পুর-সুপুর, সরপলেহানা-আলবাঁধা, সিংঘি, [[কঙ্কালিতলা]], রূপপুর, কসবা, সাত্তোর, ও সিয়ান মুলুক।<ref name=blocdir>{{citeওয়েব webউদ্ধৃতি| url = http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc| title = Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008| date = 2008-03-19|format=PDF| accessdate = 2009-04-03| work = West Bengal | publisher = National Informatics Centre, India}}</ref><ref>{{citeওয়েব webউদ্ধৃতি | url = http://www.wbphed.gov.in/applications/Phedweb/Block2Villpdf.php?State_Cd=19&Dist_Cd=08&Blk_Cd=0016 | title = Census Data District Name: Birbhum(08) Block Name: Bolpur-Sriniketan (0016) |format=PDF| publisher = Government of West Bengal| work = | accessdate = 2009-04-03}}</ref>
 
== ইতিহাস ==
১৯১২ সালে [[রবীন্দ্রনাথ ঠাকুর]] রায়পুরের জমিদার কর্নেল নরেন্দ্রপ্রসন্ন সিংহের কাছ থেকে [[সুরুল]] গ্রাম সন্নিহিত কুঠিবাড়িটি দশ হাজার টাকায় কেনেন। সুরুল গ্রামটি ছিল [[শান্তিনিকেতন]] থেকে তিন কিলোমিটার দূরে। ১৯০১ সালে শান্তিনিকেতনে [[বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়|ব্রহ্মবিদ্যালয়]] স্থাপনের পর থেকেই রবীন্দ্রনাথ পল্লিসংস্কার নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন। সুরুল কুঠিবাড়িটি কেনার পর সেই মত অল্পবিস্তর কাজও শুরু হয়। ১৯২১ সালের শেষভাগে রবীন্দ্রনাথ এখানে স্থাপন করেন “পল্লীসংগঠন কেন্দ্র”। ১৯২২ সালে ইংল্যান্ড থেকে ভারতে এসে [[লেনার্ড নাইট এলমহার্স্ট]] এই সংস্থার পরিচালনভার গ্রহণ করেন। তাঁর সঙ্গে কাজে যোগ দেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, সন্তোষচন্দ্র মজুমদার, গৌরগোপাল ঘোষ, কালীমোহন ঘোষ, সচ্চিদানন্দ রায়, কিম তারো কাসাহারা প্রমুখ কয়েকজন শিক্ষক এবং সুবীরেন্দ্রনাথ ঠাকুর, কুলপ্রসাদ সেন, দেবব্রত ভট্টাচার্য, হরিহরণ প্রমুখ শান্তিনিকেতনের দশ জন ছাত্র। এই সময় এটিকে বলা হত ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, শান্তিনিকেতন।<ref name=gov>{{citeওয়েব webউদ্ধৃতি | url= http://birbhum.gov.in/birtour4.htm | title = Santiniketan-Bolpur | accessdate = 2009-03-05 | last = | first = | work = | publisher =}}</ref><ref name=Basak>Basak, Tapan Kumar, ''Rabindranath-Santiniketan-Sriniketan, An Introduction'', pp. 6&ndash;8, BB Publication</ref>
 
শ্রীনিকেতন নামটির উল্লেখ পাওয়া যায় ১৯২৩ সাল থেকে। পল্লীসংগঠন কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালেই। তবে সুরুল সমিতির প্রতিষ্ঠা হয়েছিল আগেই। বিশ্বভারতীর দ্বিতীয় শিক্ষাপ্রাঙ্গন শ্রীনিকেতনের কাজের উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি, রোগ নিবারণ, সমবায় প্রথায় ধর্মগোলা স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা, ও স্বাস্থ্য বিষয়ে গ্রামবাসীদের সচেতন করে তোলা। পল্লী সংগঠন বিভাগ থেকে শিল্পভবন, শিক্ষাসত্র ও শিক্ষাচর্চাসদন ইত্যাদি কর্মকাণ্ড শান্তিনিকেতনের পাশাপাশি শ্রীনিকেতনেও বিস্তার লাভ করে।<ref name=gov/>
৪৭ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{reflist}}
 
{{বীরভূম জেলা}}