কম্পিউটার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
King Muhammed Abdullah (আলোচনা | অবদান)
পরবর্তি সময়ে আরও লেখালেখির ইচ্ছা আছে।
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
১৫ নং লাইন:
উনিশ শতকের শুরুর দিকে আধুনিক একটি যন্ত্রের নির্মাণ ও ব্যবহারের ধারণা (যা কেবলমাত্র যান্ত্রিকভাবে, মানে যেকোনও রকম বুদ্ধিমত্তা ব্যতিরেকে, গাণিতিক হিসাব করতে পারে) প্রথম সোচ্চার ভাবে প্রচার করেন [[চার্লস ব্যাবেজ]]। তিনি এটির নাম দেন [[ডিফারেন্স ইন্জিন]] (Difference Engine)। এই ডিফারেন্স ইঞ্জিন নিয়ে কাজ করার সময় ([[১৮৩৩]] সালে) তিনি [[অ্যানালিটিক্যাল ইন্জিন]] নামে আরও উন্নত ও সর্বজনীন একটি যন্ত্রে ধারনা লাভ করেন। কিন্তু প্রয়োজনীয় যন্ত্র ও অর্থের অভাবে কোনোটির কাজই তিনি শেষ করতে পারেননি।
 
[[কম্পিউটার বিজ্ঞান|কম্পিউটার বিজ্ঞানের]] সত্যিকার সূচনা হয় [[অ্যালান টুরিং]] এর প্রথমে তাত্ত্বিক ও পরে ব্যবহারিক গবেষণার মাধ্যমে। বিশ শতকের মধ্যভাগ থেকে আধুনিক কম্পিউটারের বিকাশ ঘটতে শুরু করে। [[১৯৭১ সাল|১৯৭১ সালে]] মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের ফলে মাইক্রোকম্পিউটারের দ্রুত বিকাশ ঘটতে থাকে। বাজারে প্রচলিত হয় বিভিন্ন প্রকৃতি ও আকারের কম মূল্যের অনেক রকম [[ব্যক্তিগত কম্পিউটার|পার্সোনাল কম্পিউটার]] (Personal Computer) বা পিসি (PC)। সে সঙ্গে উদ্ভাবিত হয়েছে অনেক রকম [[অপারেটিং সিস্টেম]], [[প্রোগ্রামিং ভাষা|প্রোগ্রামের ভাষা]], অগণিত ব্যবহারিক [[প্যাকেজ প্রোগ্রাম]]। এরসাথে ব্যাপক বিস্তৃতি ঘটেছে কম্পিউটার নেটওয়ার্ক ও [[ইন্টারনেট|ইন্টারনেটের]] এবং সংশ্লিষ্ট সেবা ও পরিসেবার। কম্পিউটার শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত হয়েছে অসংখ্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কম্পিউটার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। সাম্প্রতিক কালে কম্পিউটার ও [[তথ্য প্রযুক্তি]] (Information Technology) বা আইটি (IT) ব্যবসা-বাণিজ্যের বিরাট অংশ দখল করেছে এবং কর্মসংস্থান হয়ে পড়েছে অনেকাংশেই কম্পিউটার নির্ভর।<ref name="Banglapedia">{{citeবই bookউদ্ধৃতি |last=মোঃ মাহবুব মোর্শেদ | first=মাসুদ হাসান চৌধুরী |year=২০১৪|chapter=কম্পিউটার |chapter-url=http://www.banglapedia.org/index.php?title=কম্পিউটার | title= [[বাংলাপিডিয়া]]:বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ | edition=দ্বিতীয় | publisher=[[বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি]]}}</ref>
 
[[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[ইন্টেল কর্পোরেশন]] ১৯৭১ সালে [[মাইক্রোপ্রসেসর]] উদ্ভাবন করার পর থেকে বাজারে আসতে শুরু করে মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার। তখন থেকে কম্পিউটারের আকৃতি ও কার্যক্ষমতায় এক বিরাট বিপ্লব সাধিত হয়। ১৯৮১ সালে বাজারে আসে [[আই.বি.এম]] কোম্পানির [[ব্যক্তিগত কম্পিউটার|পার্সোনাল কম্পিউটার]] বা পিসি। এর পর একের পর এক উদ্ভাবিত হতে থাকে উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোপ্রসেসর এবং তৈরি হতে থাকে শক্তিশালী [[ব্যক্তিগত কম্পিউটার|পিসি]]। আই.বি.এম কোম্পানি প্রথম থেকেই [[আই.বি.এম কমপ্যাটিবল কম্পিউটার]] (IBM compatible computer) তৈরির ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ না রাখায় এ ধরনের কম্পিউটারগুলির মূল্য ব্যাপকহারে হ্রাস পায় এবং এর ব্যবহারও ক্রমাগত বাড়তে থাকে। একই সময় আই.বি.এম কোম্পানির পাশাপাশি [[অ্যাপল ইনকর্পোরেটেড|অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেট]] (Apple Computer Inc) তাদের উদ্ভাবিত অ্যাপল-ম্যাকিনটোশ (Apple-Macintosh) কম্পিউটার বাজারে ছাড়ে। কিন্তু অ্যাপল কোম্পানি তাদের কমপ্যাটিবল কম্পিউটার তৈরির ক্ষেত্রে কোনোরূপ উদারতা প্রদর্শন না করায় ম্যাকিনটোশ কম্পিউটারের মূল্য থেকে যায় অত্যধিক বেশি, যার ফলে [[অ্যাপল ইনকর্পোরেটেড|অ্যাপল]] তেমন জনপ্রিয়তা লাভ করতে পারে নি। তবে বিশেষ ধরনের কিছু ব্যবহারিক সুবিধার কারণে মূলত মুদ্রণ শিল্পে অ্যাপল-ম্যাকিনটোশ কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহূত হতো।<ref name="Banglapedia"/>
১৪৬ নং লাইন:
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
{{Reflist}}
 
[[বিষয়শ্রেণী:কম্পিউটিং]]