এমিলি ব্রন্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Racconish (আলোচনা | অবদান)
img
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
৩৩ নং লাইন:
}}
 
'''এমিলি জেন ব্রন্টি''' ([[ইংরেজি]]: Emily Jane Brontë {{IPAc-en|ˈ|b|r|ɒ|n|t|i}};<ref>[http://www.thefreedictionary.com/Bront%C3%AB American Heritage and Collins dictionaries]</ref><ref>[http://encyclopedia2.thefreedictionary.com/Bront%C3%AB Columbia Encyclopedia]</ref> ৩০ জুলাই, ১৮১৮ – ১৯ ডিসেম্বর, ১৮৪৮)<ref>{{citeবই bookউদ্ধৃতি|title=The New Encyclopædia Britannica, Volume 2|publisher=Encyclopaedia Britannica, Inc|year=1992|page=546}}</ref> ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক ও কবি। তাঁর একমাত্র উপন্যাস ''[[উদারিং হাইটস]]''-এর জন্যই তিনি সর্বাধিক পরিচিত। এই বইটিকে এখন ইংরেজি সাহিত্যে একটি ধ্রুপদি রচনা মনে করা হয়। তিনি [[ব্রন্টি পরিবার|ব্রন্টি ভাইবোনেদের]] মধ্যে তৃতীয়। তিনি '''এলিস বেল''' ছদ্মনামে লিখতেন।
 
==প্রথম জীবন ও শিক্ষা==
৪২ নং লাইন:
১৮২১ সালের সেপ্টেম্বর মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মায়ের মৃত্যু ঘটে। এমিলির বয়স সেই সময় ছিল তিন।<ref>[http://www.wuthering-heights.co.uk/brontegenealogy.htm ''A DETAILED GENEALOGY OF THE BRONTË FAMILY'']</ref><ref name="Pykett">Lyn Pykett, ''Emily Brontë'' (1989)</ref> তাঁর তিন দিদি মারিয়া, এলিজাবেথ ও শার্লট কওন ব্রিজের ক্লার্জি ডটার্স স্কুলে ভর্তি হন। সেখানে তাঁদের নিগ্রহ ও দারিদ্র্যের সম্মুখীন হতে হয়। এই অভিজ্ঞতার উল্লেখ পাওয়া যায় শার্লটের ''[[জেন আয়ার]]'' উপন্যাসে। ছয় বছর বয়সে কিছুদিনের জন্য এমিলি তাঁর দিদিদের সঙ্গে একই স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই সময় [[টাইফয়েড]] মহামারী ছড়িয়ে পড়েছিল। মারিয়া সম্ভবত যক্ষায় আক্রান্ত হয় বাড়ি ফিরে আসেন এবং সেখানেই তিনি মারা যান। ১৮২৫ সালের জুন মাসে তিনি শার্লট ও এলিজাবেথের সঙ্গে এমিলিও স্কুল ছাড়েন। বাড়ি ফেরার পর এলিজাবেথও মারা যান।<ref name="Pykett" />
 
অন্য তিন বোন ও তাঁদের ভাই প্যাট্রিক ব্র্যানওয়েল ব্রন্টি বাড়িতেই বাবা ও মাসি এলিজাবেথ ব্র্যানওয়েলের কাছে লেখাপড়া শেখেন। বাবা ছিলেন আইরিশ অ্যাংলিক্যান পাদ্রি। শিক্ষার ব্যাপারে তিনি ছিলেন কঠোর। দিনের বেলা তিনি অফিসে কাজ করতেন। সেই সময় ছেলেমেয়েদের একটা ঘরে চুপ করে বসে থাকতে হত। প্রথাগত শিক্ষা না পেলেও এমিলি ও তাঁর ভাইবোনেরা অনেক বইপত্র পড়ার সুযোগ পেয়েছিলেন। তাঁদের প্রিয় ছিল [[ওয়াল্টার স্কট]], [[লর্ড বায়রন]] ও [[পার্সি বিশি শেলি|শেলির]] রচনা এবং [[ব্ল্যাকউড'স ম্যাগাজিন]]।<ref name="Pykett" /><ref>"Emily Brontë, although she led an almost secluded life, was not completely cut-off from literature. She read fairly widely. She and the other members of her family knew the older authors, especially Shakespeare, and also the contemporary romanticists like Scott, Wordsworth and Byron. Emily Brontë was fond of reading the articles, reviews and stories, especially with a Gothic flavour, which were published in Blackwood's Magazine." — {{citeবই bookউদ্ধৃতি|author=Jibesh Bhattacharyya|title=Emily Brontë's Wuthering Heights (the Atlantic Critical Studies)|publisher=Atlantic Publishers & Dist|year=2006|pages=7–8}}</ref>
 
[[File:Gondal Poems.jpg|thumb|179 px|এমিলির গ্যান্ডাল কবিতাগুচ্ছ]]
 
==পাদটীকা==
{{সূত্র তালিকা|2}}
{{Reflist|2}}
 
==আরও পড়ুন==