সহদেব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Satyavati1 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৫ নং লাইন:
পরে কুন্তী ও পঞ্চপাণ্ডব [[হস্তিনাপুর|হস্তিনাপুরে]] আসেন। নকুলের মতো সহদেবের দক্ষতা ছিল অসিচালনায়।<ref>{{cite book|last=A. van Nooten|first=Barend|title=The Mahābhārata; attributed to Kṛṣṇa Dvaipāyana Vyāsa Volume 131 of Twayne's world authors series: India}}</ref> কথিত আছে, সহদেব ছিলেন বিনয়ী, লাজুক ও গুণী।<ref>{{cite web|title=Mahabharata Text|url=http://www.sacred-texts.com/hin/m04/m04019.htm}}</ref> তাঁর দক্ষতার জন্য তিনি ‘মহারথী’ উপাধি পান।
 
পঞ্চপাণ্ডব একসঙ্গে দ্রৌপদীকে বিবাহ করেন। পাঁচ ভাইয়ের ঔরসে দ্রৌপদীর গর্ভে একটি করে সন্তান জন্মগ্রহণ করে। সহদেব ও দ্রৌপদীর পুত্রমিলনের ছিলেনফলে জন্মায় [[উপপাণ্ডব#শ্রুতসেন|শ্রুতসেন]]। সহদেব তাঁর মাসতুতো বোন তথা [[মদ্র রাজ্য|মদ্র]] রাজার কন্যা দ্যুতিমৎকেও বিবাহ করেন। তাঁর গর্ভে সহদেবের সুহোত্র নামে একটি পুত্র জন্মায়। [[কর্ণ]] সুহোত্রকে বধ করেছিলেন।
 
==রাজসূয় যজ্ঞের সময় রাজ্যজয়==
[[ইন্দ্রপ্রস্থ|ইন্দ্রপ্রস্থের]] সম্রাট হওয়ার পর প্রথম পাণ্ডব [[যুধিষ্ঠির]] [[রাজসূয়]] যজ্ঞের সময় সহদেবকে দাক্ষিণাত্যের রাজ্যগুলি জয় করতে পাঠান। তাঁকে দাক্ষিণাত্যে পাঠানোর কারণ ছিল, ভীষ্ম বলেছিলেন দাক্ষিণাত্যের রাজারা অসিযুদ্ধে বিশেষ দক্ষ এবং সহদেব নিজে ছিলেন অসিযুদ্ধে পারদর্শী।<ref>{{cite web|url=http://www.sacred-texts.com/hin/m12/m12a100.htm|title=Mahabharata Text}}</ref>