অ্যালবাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kabir.bmc007 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Kabir.bmc007 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
একটি অ্যালবাম যেকোন জায়গায়ই লিপিবদ্ধ করা যেতে পারে। লিপিবদ্ধ করতে কয়েক ঘন্টা থেকে কয়েক বছর ও লাগতে পারে। সাধারণত কতগুলো ক্ষুদ্র অংশকে লিপিবদ্ধ করে পরে মিশানো হয়। যে লিপি একবারেই তৈরি করা যায় তাকে “সরাসরি”(live) বলা হয়,যা কিনা স্টুডিওতেও করা সম্ভব। স্টুডিও মূলত শব্দ শোষণ,প্রতিধ্বনি কমানোর জন্য তৈরি করা হয় যাতে ভিন্ন অংশগুলোকে বিভিন্ন সময়ে নেয়া যেতে পারে। কিন্তু অন্য স্থানে প্রতিধ্বনি থাকে যা ‘সরাসরি’ শব্দ তৈরি করে। অধিকাংশ স্টুডিওতেই প্রচুর সম্পাদনা,শব্দ সুবিধা, স্বরের সমন্বয় করা যায়। আধুনিক লিপিবদ্ধ করার প্রযুক্তি অনুসারে, সুরকার হেডফোন ব্যবহার করে পুর্বের অংশ শুনে  ভিন্ন রুমে বা ভিন্ন সময়ের লিপি সংগ্রহ করে পারে । 
 
অ্যালবাম প্রচ্ছদ এবং নিচের নথি দিয়ে মাঝে মাঝে কিছু তথ্য দেয়া হয়। যেমন লিপির বিশ্লেষণ, গীতি বা কাজের গুরুত্বপুর্ন তথ্য। ঐতিহাসিক কালে অ্যালবাম শব্দটি  বইরুপে কতগুলো পদের সংগ্রহ কে বোঝাত। সঙ্গীতে ব্যবহারের ক্ষেত্রে অ্যালবাম শব্দটি ১৯ শতকের শুরুর দিকে স্বরলিপির ছোট ছোট অংশের সংগ্রহকে বোঝাত। পরবর্তিতে বই আকারে বান্ডিল করা গ্রামোফোনের রেকর্ডকে বোঝাত (গ্রামোফোন রেকর্ড এর এক পাশে ৩.৫ মিনিটের শব্দ ধরতে পারত)। যখন দীর্ঘ সময় বাজানো গ্রামোফোন রেকর্ড আসল,এর একটি রেকর্ডে কতগুল অংশের সংগ্রহকে বুঝাত।যা এখন প্রচলিত মাধ্যম গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।   
 
== ইতিহাস ==
১৯৪৮ এ কলাম্বিয়া রেকর্ডস দীর্ঘ সময়ের লিপি বা ৩৩<sup>১</sup>⁄<sub>৩</sub> ঘুর্ননের মাইক্রগ্রোভ ভিনাইল লিপি চালু করে। যা লিপি শিল্পে আদর্শ ধরন হয় অ্যালবামের জন্য।  এছাড়াও স্টেরিও সুবিধার জন্য  এটা ভিনাইল অ্যালবামের জন্য আদর্শ ধরনই থাকে। সঙ্গীতে ব্যবহারের ক্ষেত্রে অ্যালবাম শব্দটি ১৯ শতকের শুরুর দিকে স্বরলিপির ছোট ছোট অংশের সংগ্রহকে বোঝাত। পরবর্তিতে বই আকারে বান্ডিল করা গ্রামোফোনের রেকর্ডকে বোঝাত (গ্রামোফোন রেকর্ড এর এক পাশে ৩.৫ মিনিটের শব্দ ধরতে পারত)। যখন দীর্ঘ সময় বাজানো গ্রামোফোন রেকর্ড আসল,এর একটি রেকর্ডে কতগুল অংশের সংগ্রহকে বুঝাত।যা এখন প্রচলিত মাধ্যম গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।  অনেকে মনে করে কৌশলী বিক্রয়ের রীতির কারণে ২১ শতকে অ্যালবামের মৃত্যু হয়েছে।