গুপী গাইন বাঘা বাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
হটক্যাট
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৭ নং লাইন:
[[চিত্র:Goopy 09.jpg|frame|গুপি (ডানে) এবং বাঘা]]
 
'''গুপী গাইন বাঘা বাইন''' বিশ্ববিশ্রুত চলচ্চিত্রকার [[সত্যজিৎ রায়]] কর্তৃক ছোটদের জন্য নির্মিত একটি চলচ্চিত্র। প্রখ্যাত শিশুসাহিত্যিক [[উপেন্দ্রকিশোর রায়চৌধুরী]] রচিত একই নামের একটি রূপকথা অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সত্যজিৎ-পত্নী [[বিজয়া রায়|বিজয়া রায়ের]] স্মৃতিচারণা ‘আমাদের কথা’ থেকে জানা যায়, শিশুপুত্র [[সন্দীপ রায়|সন্দীপ রায়ের]] অনুরোধে তিনি এই ছবিটি নির্মান করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গল্পকার উপেন্দ্রকিশোর ছিলেন সত্যজিতেরই পিতামহ। পরিচালকের বহু অন্যান্য ছবির মতো এখানেও তিনি স্বয়ং চিত্রনাট্য রচনা ও সঙ্গীত পরিচালনা করেছেন। শুধু তাই নয়, এই ছবির সবকটি গান রচনা ও সুরারোপ তাঁরই করা।
 
এই ছবি নির্মানে ১১ বছর সত্যজিৎ এর সিকোয়েল [[হীরক রাজার দেশে]] ও ৯০-এর দশকের গোড়ায় সন্দীপ তৃতীয় পর্ব [[গুপী বাঘা ফিরে এলো]] করেন। সম্প্রতি সন্দীপ এর একটি চতুর্থ পর্ব করতে চান বলে সংবাদমাধ্যমে ইচ্ছাপ্রকাশ করেছেন।
৪২ নং লাইন:
* বাঘা – [[রবি ঘোষ]]
* শুন্ডী/হাল্লার রাজা – [[সন্তোষ দত্ত]]
* জাদুকর বরফি – [[হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়]]
* হাল্লার প্রধানমন্ত্রী – [[জহর রায়]]
* হাল্লার সেনাপতি – শান্তি চট্টোপাধ্যায়