জাহাঙ্গীর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:চেঙ্গিস খানের বংশধর যোগ হটক্যাটের মাধ্যমে
জাহাঙ্গীরেরর ছোরা, তরবারি
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৮ নং লাইন:
 
অনেক ভাল গুন থাকা সত্ত্বেও, মদ্যপান ও নারী এই দুই আসক্তির জন্য জাহাঙ্গীর সমালোচিত হন। তিনি এক সময় তার স্ত্রী [[নুর জাহান]] কে অতিরিক্ত ক্ষমতা দিয়ে ফেলেন এবং নুর জাহান বিভিন্ন বিতর্কিত চক্রান্তের সাথে জড়িয়ে পরেছিলেন। ১৬২২ সালে তার পুত্র [[শাহ জাহান|ক্ষুরাম]] প্রথম বিদ্রোহ করেন। কিন্তু ১৬২৬ সালে জাহাঙ্গীরের বিশাল সেনাবাহিনীর কাছে কোণঠাসা হয়ে তিনি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেন। কিন্তু ১৬২৭ সালে তার মৃত্যুর পর ক্ষুরামই নিজেকে [[শাহ জাহান]] উপাধিতে ভূষিত করে সিংহাসন দখল করেন। জাহাঙ্গীরের মৃত্যুর পর বিভিন্ন গল্প , সিনেমা ও সাহিত্যে তার ও আনারকলির রহস্যে ভরা সম্পর্ক স্থান পায়।
#জাহাঙ্গীরের তরবারি,,,,,
তিনি মনে করতেন সৃষ্টিকর্তা খুশি হয়ে তাবে রাজা বা সম্রাট করেছেন। ১৯২১সালে পাঞ্জাবে উল্কা পতনের ঘটনা ঘটে।
স্হানীয় এক কর সংহারকারী সেটা প্রতক্ষ করেন। খোজ নিয়ে তিনি পান এক বিরাট গর্ত। গর্ত টি তেতে রয়েছে। তিনি সেটা খোড়ার নির্দেশ দেন। খোঁড়াখুঁড়ির এক পর্যায়ে সেখানে একটা গরম লোহার পাত পাওয়া যায়। সেটা সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত পৌছায়।সম্রাট সেটা দিয়ে দুটো তরবারি ও একটি ছোরা বানাতে নির্দেশ দেন। পরে উল্কাপিন্ডটি গলিয়ে জাহাঙ্গীরের বিখ্যাত ছোরা ও তরবারি বানান হয়।
 
== বিদ্রোহ এবং উত্তরাধিকার নিয়ে বিবাদ ==