তরবারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sk. Ansarul Islam (আলোচনা | অবদান)
শুরু
Sk. Ansarul Islam (আলোচনা | অবদান)
শুরু
১ নং লাইন:
তরবারি হল একটি লম্বা ধারালো অস্ত্র যা কাটাকাটি বা আঘাত হানতে ব‍্যবহৃত হয়ে থাকে। এর প্রকৃত অর্থেঅর্থ ঐতিহাসিক কাল ও ভৌগলিক অঞ্চল ভেদে তাররতম‍্য ঘটে থাকে। তরবারি একটি লম্বা ধাতব ছুরিরফলকের সঙ্গে হাতল যোগ করে গঠিত হয়। ধাতব ছুরিকাটিফলকটি সোজা ও বাঁকানো উভয় প্রকারের হয়ে থাকে। বিদ্ধকরণের জন‍্য ব‍্যবহৃত তরবারির ধাতব ছুরিকাটিরফলকটির অগ্রভাগ সূচালো ও সোজা হয়। কাটাকাটির জন‍্য ব‍্যবহৃত তরবারির ধাতব ছুরিকাটিরফলকটির একদিকে বা উভয় দিকে শাণিত প্রান্তদেশ থাকে ও ছুরিকাটিফলকটি সাধারণত বাঁকানো প্রকৃতির হয়। বহু প্রকৃতির তরবারিই বিদ্ধকরণ ও কাটাকাটির জন‍্য তৈরী হয়ে থাকে।
 
 
ঐতিহাসিক তথ‍্য অনুযায়ী তরবারির উদ্ভব হয়েছিল ব্রোঞ্চ যুগে,ছোট্ট ছুরি থেকে, আনুমানিক ১৬০০ খ্রীঃ পূর্বাব্দে। পরবর্তীতে লৌহ যুগেও তরবারি ছিল ছোট ও ক্রসগার্ড ছাড়া।