২০১৬ কলকাতা উড়ালপুল বিপর্যয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
চিত্র
FerdousBot (আলোচনা | অবদান)
সংশোধন, replaced: সম্পূর্ন → সম্পূর্ণ (2), added orphan tag
১ নং লাইন:
{{Orphan|date=জানুয়ারি ২০১৭}}
 
{{Infobox event
| title = ২০১৬ কলকাতা বিবেকানন্দ উড়ালপুল বিপর্জয়
১৩ ⟶ ১৫ নং লাইন:
২০১৬ সালের ৩১ মার্চ [[কলকাতা]]র গিরিশ পার্কে নির্মানাধিন [[বিবেকানন্দ উড়ালপুল]] ভেঙ্গে পড়ে এক বিরাট বিপর্জয় ঘটায়।উড়ালপুলটি ১২.৩২ (দুপুর) এর সময় ভেঙ্গে পড়ে।
==প্রেক্ষাপট==
২০০৮ সালে বাম সরকারের সময় প্রথম এই উড়াল পুলটির নির্মানের কথা শুরু হয় এবং ২০০৯ সালে বিবেকানন্দ রোডের উপর এই উড়ালপুল নির্মান শুরু হয়। উরালপুল বা উড়ালসেতুটির নির্মানের বরাত পায় [[হায়দ্রাবাদ]] ভিত্তিক নির্মান সংস্থা।সেই সময়ে বলা হয়েছিল ২০১০ সালের মধ্যে উড়ালপুলটির নির্মান সম্পূর্নসম্পূর্ণ হবে। সময় পেরিয়ে গেলেও সংস্থাটি নির্মান সম্পূর্নসম্পূর্ণ করতে ব্যর্থ হয়। এরপর নতুন সরকারের মুখ্যমুন্ত্রী [[মমতা বন্দ্যোপাধ্যায়]] এর সময় ২০১৩ সালে নতুন করে সংস্থাটিকে নির্মানের বরাত দেওয়া হয় ও নির্মান খরচ ১৬৫ কোটি(₹) টাকা স্থির করা হয় এবং ১৮ মাস সময় দেওয়া হয় নির্মান শেষ করার জন্য। তবে এবারও সংস্থাটি ব্যর্থ হয় নির্মান শেষ করতে।এই সংস্থটি পূর্বেই [[উত্তর প্রদেশ]] ও [[ঝাড়খন্ড]] সরকার দ্বারা কাল তালিকা ভূক্ত ছিল।
==বিপর্যয়==
১২.৩২ (দুপুর) এর সময় হঠাৎ করে বিবেকানন্দ উড়ালপুল এর ৪০ মিটার লম্বা ইস্পাতের গাডার বক্স সহ সেতুটি ভেঙ্গে পরে নীচের রবীন্দ্র সরনি ও কে.কে ঠাকুর রোডের সংযোগ স্থলে।ভেঙ্গে পরা সেতুর নিচে বাস,লরি,টাক্সি ও পথচারী মানুষ তৎক্ষণাৎ চাপা পড়ে।ফলে ২৯ জন নিহত ও ১০০ জন ওর বেশি মানুষ আহত হয় যা কলকাতার সবচেয়ে বড় উড়ালপুল বিপর্যয়।