এলোপেসিয়া এরিয়াটা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
FerdousBot (আলোচনা | অবদান)
বানান, replaced: কারন → কারণ (3)
১ নং লাইন:
'''এলোপেসিয়া এরিয়াটা''' রোগটি স্থানীয় টাক সমস্যা হিসাবেও পরিচিত, যা হলো মূলত এক ধরনের সয়ংক্রিয়ভাবে মুক্তিযোগ্য রোগ। এই রোগে শরীরের একটি অংশে অথবা সকল এলাকা জুড়ে চুল পড়া সমস্যটি ঘটে, বেশিরভাগ সময় মাথার খুলিতে নিজের ত্বক কোষ নিজেকেই চিনতে না পারার কারনেকারণে নিজের কলা ধংস করে থাকে। এখানে এটি একটি আক্রমনকারী হিসাবে কাজ করে।<ref name="Andrews">{{Cite book|author=Odom, Richard B.; Davidsohn, Israel; James, William D.; Henry, John Bernard; Berger, Timothy G.; Clinical diagnosis by laboratory methods; Dirk M. Elston |title=Andrews' diseases of the skin: clinical dermatology |publisher=Saunders Elsevier |location= |year=2006 |pages= |isbn=0-7216-2921-0}}{{Page needed|date=September 2010}}</ref><ref name=draelos>Zoe Diana Draelos (August 30, 2007), [http://www.medicinenet.com/alopecia_areata/article.htm Alopecia Areata]. MedicineNet.com. Retrieved on 14 December 2015</ref> মূলত প্রাথমিকভাবে, প্রায়শই এই সমস্যার কারনেকারণে মাথার ত্বকে ছোট ছোট টাকের উদ্ভব হয়। ১ থেকে ২ শতাংশ ক্ষেত্রে, সমগ্র মাথা জুড়ে এ সমস্য ছড়িয়ে পরতে পারে বা বহি:ত্বকের সমগ্র অংশে <ref>{{cite journal |doi=10.1159/000028002 |title=Comparison of Alopecia areata in Human and Nonhuman Mammalian Species |journal=Pathobiology |volume=66 |issue=2 |pages=90–107 |year=1998 |last1=McElwee |first1=Kevin J. |last2=Boggess |first2=Dawnalyn |last3=Olivry |first3=Thierry |last4=Oliver |first4=Roy F. |last5=Whiting |first5=David |last6=Tobin |first6=Desmond J. |last7=Bystryn |first7=Jean-Claude |last8=King, Jr. |first8=Lloyd E. |last9=Sundberg |first9=John P. }}</ref> ছড়িয়ে পড়তে পারে।
 
==প্রকারভেদ==
১৮ নং লাইন:
এই রোগের প্রাথমিক লক্ষন হিসাবে খুব ছোট একটি টাকের মতো স্থান পরীলক্ষিত হয়। এই ছোট স্থানসমূহ বিভিন্ন আকৃতির হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রে এগুলি গোলাকার বা ডিম্বাকার হয়।<ref name="Fitz2">{{Cite book|author=Freedberg, Irwin M.; Fitzpatrick, Thomas B. |title=Fitzpatrick's dermatology in medicine |publisher=McGraw-Hill, Medical Pub. Division |location=New York |year=2003 |pages= |isbn=0-07-138076-0}}{{Page needed|date=September 2010}}</ref> এলোপেসিয়া এরিয়াটা প্রায় মাথা এবং দাড়ির স্থানে আক্রমণ করে, কিন্তু শরীরের যে স্থানে চুল জন্মে সেখানেই এটি হতে পারে। বিভিন্ন ধরনের ত্বক বিভিন্ন ধরনের চুল হারাতে পারে এবং পুনর্জন্মোও ঘটাতে পারে। এই রোগটি হয়তো হঠাৎ করে ঘটতে পারে আবার স্থায়িভাবে সংঘটিত হতে পারে। এটি বাচ্চাদের মধ্যে সাধারনত দেখা যায়। যে স্থানে রোগটি হয় হয়তো সেখানে ব্যাথা করতে পারে। খুব ছোট সময়কালের ভেতর চুল পড়ে যাওয়া পরীরক্ষিত হয়, এবং সাধারনত মাথার একপাশ থেকে এই চুল পড়া দেখা যায়।<ref name=draelos/>
 
==কারনকারণ সমূহ==
 
এলোপ্যাসিয়া এরিয়াটা সংক্রামক রোগ নয়।<ref name=draelos/> এই রোগটি সাধারনত পরিবারের অন্য সদস্যদের ভেতর থাকলে পরবর্তিতে সন্তানসন্ততিদের ভেতর দেখা যায়, যা পারিবারিক ইতিহ্যর ফলে হয়। পরিবারের দুই বা ততোধিক সদ্যসদের নিয়ে গবেষনার ফলে এটি বের হয়ে এসেছে যে এই রোগটির সম্ভাবনা বৃদ্ধি পায় মূলত পরিবারের অন্য সদস্যরা এটি দ্বারা কখনো আক্রান্ত হয়ে থাকলে। গবেষনাটি এটি বের করতে সমর্থ হয়েছে যে এই রোগটি সাধারনত চার পুরুষ পর্যন্ত সঞ্চিত থাকে যাদের ভেতর এটি হতে পারে। এছাড়া, এই রোগটি সংগঠিত হতে পারে যাদের ভেতের সয়ংক্রিয় রোগ সমূহ সমৃদ্ধ আত্মিয় আছে।