আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল"-এর জন্য সুরক্ষার স্তর পরিবর্তন করা হয়েছে: অতিরিক্ত [[WP:ধ্বংসপ্...
FerdousBot (আলোচনা | অবদান)
বানান, replaced: ভূক্তি → ভুক্তি, কারন → কারণ
৪৭ নং লাইন:
আইসিসি লর্ড'সে তাদের সকল কার্যক্রম পরিচালনার জন্য ইংরেজ ক্রীড়া পরিষদের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে লন্ডনে পরিচালিত সকল কার্যক্রমের (বাণিজ্যিক কার্যক্রমসহ) জন্য বিশেষ কর মওকুফসংক্রান্ত ছাড়ের জন্য আবেদন করে। কিন্তু ব্রিটিশ সরকার আইসিসির জন্য বিশেষ সুবিধা প্রদান করতে অস্বীকৃতি জানায়। এরই প্রেক্ষিতে আইসিসি বিভিন্ন জায়গায় তাদের কার্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে পর্যবেক্ষণ করতে থাকে এবং শেষ পর্যন্ত [[সংযুক্ত আরব আমিরাত|সংযুক্ত আরব আমিরাতের]] [[দুবাই|দুবাইয়ে]] তাদের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। ২০০৫ সালের আগস্টে আইসিসি মোনাকো ও লন্ডনে তাদের কার্যক্রম বন্ধ করে দুবাইয়ে তাদের কার্যক্রম সরিয়ে নেয়, যা আইসিসির কার্যনির্বাহী বোর্ডের পক্ষে ১১-১ ভোটে পাস হয়।
 
দুবাইয়ে আইসিসির কার্যালয়ের বদলের প্রধান কারনকারণ ছিল একটি কর সহনীয় জায়গায় তাদের সকল কর্মীদের একীভূত করা। দ্বিতীয়ত, দক্ষিণ এশীয় নতুন ক্রিকেট পরাশক্তি কেন্দ্রের কাছাকাছি থাকা। আইসিসি যখন এমসিসি দ্বারা পরিচালিত হত তখন [[লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড|লর্ড'স]] ছিল পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা (১৯৯৩ সাল পর্যন্ত)। কিন্তু ভারত ও পাকিস্তান ক্রিকেট বিশ্বে নতুন উঠতি শক্তি হিসেবে জানান দিলে কেবলমাত্র ব্রিটিশ সদস্য (এমসিসি) দ্বারা পরিচালনা অযৌক্তিক হয়ে দাঁড়ায়। তাই ১৯৯৩ সালে নতুন পরিবর্তনের পর কার্যক্রম পরিচালনার জন্য লর্ড'স থেকে আরো নিরপেক্ষ জায়গায় স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়।
 
==বিধি ও নিয়ম-কানুন==
৭৭ নং লাইন:
আইসিসি [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা|তিন স্তরবিশিষ্ট সদস্যের]] ব্যবস্থা রেখেছে। পূর্ণাঙ্গ সদস্যভূক্ত ১০টি ক্রিকেট পরিচালনা বোর্ডের দলগুলো আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের অধিকারী। সহযোগী সদস্যভূক্ত ৩৮টি<ref name="ICC"/><ref name="new2">{{cite web |url= http://www.icc-cricket.com/news/2013/media-releases/70819/outcomes-from-icc-annual-conference-week-in-london |title= Outcomes from ICC Annual Conference week in London |accessdate=2013-06-29|work= |publisher=icc-cricket}}</ref> ক্রিকেট পরিচালনা বোর্ডের স্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ও ক্রিকেট খেলা আয়োজন করে থাকে; কিন্তু তারা পূর্ণ সদস্যের পর্যায়ে পড়ে না। এছাড়াও আইসিসি স্বীকৃত ৫৭টি<ref name="ICC"/> ক্রিকেট পরিচালনা বোর্ড আছে যারা [[ক্রিকেটের আইন]] অনুসারে ক্রিকেট খেলায় অংশ নিয়ে থাকে।
 
সাম্প্রতিককালে আয়ারল্যান্ডসহ স্কটল্যান্ড ও আফগানিস্তানের ন্যায় আগ্রহী দেশগুলোর পূর্ণাঙ্গ সদস্যভূক্তিকরণেসদস্যভুক্তিকরণে টেস্ট মর্যাদাপ্রাপ্তি না দেয়ায় আইসিসি ব্যাপক সমালোচিত হয়েছে।<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci-icc/content/story/892955.html|title=Anger as 10-team World Cup not up for debate|work=Cricinfo}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/blogs/content/story/874359.html|title=Kamran Abbasi|work=Cricinfo}}</ref> ২০০০ সালে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদাদানের পর আইসিসি শীর্ষস্থানীয় বৈশ্বিক ক্রীড়া ও বৈশ্বিক ক্রীড়ায় উদ্বুদ্ধকরণে আর কোন দলকে সম্পৃক্ত করেনি।<ref>{{cite web|url=http://www.icc-cricket.com/about/44/about-icc/about-icc|title=About ICC Cricket - International Cricket Council|work=icc-cricket.com}}</ref> পাশাপাশি, অনুমোদনপ্রাপ্ত সদস্য দেশসমূহের ক্ষেত্রেও সহযোগী সদস্যের পর্যায়েও কম সুযোগ দেয়া হচ্ছে। তবে, আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় সুপার টেন পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে অনুমোদনপ্রাপ্ত ও সহযোগী দেশসমূহ একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে।
 
== আঞ্চলিক পরিষদ ==