সর্বন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Iq0001 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Iq0001 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
 
[[ফরাসি বিপ্লব]] এর সময় কলেজটি বন্ধ অবস্থায় থাকলেও ১৮০৮ সালে [[নেপোলিয়ান]] তা খুলে দেন এবং ১৮৮২ সালে তা আবার বন্ধ হয়ে যায়। কলেজটি ফরাসি বিপ্লবের পূর্ব পর্যন্ত প্যারিস বিশ্ববিদ্যালয়ের যে সকল কলেজের অস্তিত্ব ছিল তাদের মধ্যে অন্যতম একটি ছিল। এই সময়ের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত রেফারেন্স হিসেবে পরিচিত [[হেস্টিংস র‍্যাসডিল]] এর ''দি ইউনিভার্সিটিস অভ ইউরোপ ইন দ্যা মিডল এজেস" (১৮৯৫)'' (মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো) এ মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ৭০ টি কলেজের তালিকা রয়েছে; এগুলোর কিছু স্বল্পস্থায়ী ছিল এবং মধ্যযুগ শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু বেশ কিছু কলেজ আধুনিক যুগের প্রারম্ভ পর্যন্ত টিকে গিয়েছিল, যেমন কলেজ দ্যা কোয়াট্রে-ন্যাশন্স।
 
==বিপ্লব কালীন সময়ে ভবন==
ফরাসি বিপ্লবের সময়, ১৭৯১ সালে ভবনটি ছাত্রদের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং লে চ্যাপেলিয়ার আইনের মাধ্যমে সোর্বিয়ান সমাজ বিলুপ্ত করা হয় পাশাপাশি একই সময় প্যারিস বিশ্ববিদ্যালয় এবং প্রদেশটি বিলুপ্ত করা হয়। ১৭৯৪ সালে চ্যাপেলটিকে দেবীর মন্দিরে রূপান্তরিত করা হয়। নেপোলিয়ন বোনাপার্ট একে শিল্পীদের স্টুডিওতে রুপান্তরিত করেন।<ref>Christian Hottin, « Naissance d’une architecture spécifique », dans Christian Hottin (dir.), ''Universités et grandes écoles à Paris : les palais de la science'', Paris, Action artistique de la ville de Paris, 1999 {{ISBN|2-913246-03-6}}, p. 37-44, spécialement p. 38.</ref>.
 
==প্যারিসের ধর্মতত্ত্ব অনুষদ==