মিয়ে প্রশাসনিক অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩১ নং লাইন:
 
== ইতিহাস ==
[[চিত্র:Naiku Ise Shrine 31.jpg|বাম|থাম্ব|171x171পিক্সেল|নাইকূ, ইসে মহাতীর্থ।]]
মেইজি পুনর্গঠনের আগে পর্যন্ত অধুনা মিয়ে প্রশাসনিক অঞ্চলটি ইসে, শিমা, ইগা ও আংশিক কিই প্রদেশে বিভক্ত ছিল।<ref>Nussbaum, "Provinces and prefectures" in {{Google books|p2QnPijAEmEC|''Japan Encyclopedia'', p. 780|page=780}}</ref>
 
মিয়েতে মানুষের বসতির নিদর্শন ১০ হাজার বছরের বেশি পুরোনো। [[জোমোন যুগ|জোমোন]] ও [[য়ায়োই যুগ|য়ায়োই যুগে]] সমুদ্রের উপকূল ও নদীর পাড় বরাবর কৃষিকাজ শুরু হয়। ইসে তীর্থ য়ায়োই যুগে নির্মিত হয় বলে কথিত আছে, আর খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীতে অধুনা মেইওয়া শহরে রাজকুমারী সাইওর একাধারে বাসভবন ও কার্যালয় হিসেবে সাইকুউ রাজপ্রাসাদ নির্মিত হয়। সাইও ছিলেন ইসে তীর্থের মুখ্য উপাসিকা।
[[চিত্র:G7 leaders at summit in Shima, Japan 5.26.16.jpg|বাম|থাম্ব|শিমা নগরে সমবেত জি৭ নেতৃবৃন্দ, ২০১৬।]]
 
এদো যুগে মিয়ে অঞ্চলটি বহু খণ্ডে বহু সামন্তপ্রভুর মালিকানাধীন ছিল। এই সময় তোওকাইদো ও ইসে সড়কের মত পরিবহন পরিকাঠামো নির্মিত হয়। ওমিনাতো, কুওয়ানা ও আনোওৎসুর মত বন্দর নগর এবং দুর্গনগরের নির্মাণ ও উন্নয়ন ঘটে। ইসে তীর্থে তীর্থযাত্রাও জনপ্রিয় হয়ে ওঠে।
 
৪৭ ⟶ ৪৮ নং লাইন:
 
উত্তর-দক্ষিণে মিয়ে প্রশাসনিক অঞ্চলের বিস্তার ১৭০ কিমি এবং পূর্ব-পশ্চিমে তা ৮০ কিমি। মিয়েকে পাঁচটি ভৌগোলিক উপাঞ্চলে ভাগ করা যায়, যথা: উত্তর-পশ্চিমের সুযুকা পর্বতমালা, আইচির সীমানায় ইসে উপসাগর থেকে শুরু করে দক্ষিণে ইসে নগর অবধি প্রসারিত ইসে সমভূমি অঞ্চল, ইসে সমভূমির দক্ষিণে শিমা উপদ্বীপ, নারার সীমানায় ইগা অববাহিকা এবং মধ্য মিয়ে থেকে দক্ষিণে প্রসারিত নুনোবিকি পার্বত্য অঞ্চল।<ref name="pref.mie.jp">[http://www.pref.mie.jp/ENGLISH/overview/e_p04_05.pdf Mie Prefecture homepage: Mie's Geography and Climate (pdf)]</ref> মিয়ের জনসংখ্যার অধিকাংশ ইসে সমভূমিতে বাস করেন।
[[চিত্র:Nunobiki Reservoir - S.jpg|কেন্দ্র|থাম্ব|610x610পিক্সেল|নুনোবিকি জলাধার।]]
 
২০০৮ এর ৩১শে মার্চের হিসেব অনুযায়ী মিয়ে প্রশাসনিক অঞ্চলের ৩৫ শতাংশ এলাকা সংরক্ষিত বনাঞ্চল। এর মধ্যে আছে ইসে-শিমা ও য়োশিনো-কুমানো জাতীয় উদ্যান, মুরোও-আকামে-আওয়্যামা ও সুযুকা উপ-জাতীয় উদ্যান এবং পাঁচটি প্রশাসনিক আঞ্চলিক উদ্যান।<ref>{{cite web|url=http://www.env.go.jp/en/nature/nps/park/doc/files/np_6.pdf|title=General overview of area figures for Natural Parks by prefecture|publisher=[[Ministry of the Environment (Japan)|Ministry of the Environment]]|accessdate=3 February 2012}}</ref>