ওয়াসিম বারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
৩৩ নং লাইন:
| best bowling2 = –
| catches/stumpings2 = 52/10
| date = ১১২৭ সেপ্টেম্বরডিসেম্বর
| year = ২০১৬
| source = http://content-aus.cricinfo.com/ci/content/player/43549.html ক্রিকইনফো
}}
 
'''ওয়াসিম বারি''' ([[উর্দু ভাষা|উর্দু]]: '''وسیم باری'''; [[জন্ম]]: [[২৩ মার্চ]], [[১৯৪৮]]) সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানী ক্রিকেটার।<ref name="Cricinfoprofile">{{cite news|first= |last=|title = Wasim Bari's Cricinfo Profile| url=http://www.espncricinfo.com/ci/content/player/43549.html|date =|accessdate = 2016-9-11|publisher= [[Cricinfo]]}}</ref> [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৮৪ সময়কালে পাকিস্তানের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ [[উইকেট-কিপাররক্ষক|উইকেট-কিপারেররক্ষকের]] ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়েও পারদর্শীতাসহ ডানহাতে বোলিংয়ে করতে পারতেন। সুদীর্ঘ ১৭ বছরের খেলোয়াড়ী জীবনে পাকিস্তানের পক্ষে সর্বাধিক টেস্টে অংশ নিয়েছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে করাচী, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ও সিন্ধুর পক্ষে খেলেন তিনি।
 
== খেলোয়াড়ী জীবন ==
৫১ নং লাইন:
নীচের সারিতে ব্যাটিং করে তাঁর ব্যাটিং শক্তিমত্তার সম্যক পরিচয় পাওয়া যায়। ১৯-বার শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত আসেন যা পাকিস্তানের রেকর্ডবিশেষ।<ref name="Cricinfoprofile" /> তাস্বত্ত্বেও ১১২ ইনিংসে ১,৩৬৬ রান তুলেছেন। তন্মধ্যে ৫০-ঊর্ধ্ব ইনিংস ছিল ছয়টি।
 
উচ্চমানের গ্লাভসম্যান হওয়া স্বত্ত্বেও সেরাদের কাতারে দাঁড়াতে পারেননি তিনি। [[রড মার্শ|রডনি মার্শ]] কিংবা [[জেফ্রি ডুজন|জেফ্রি ডুজনের]] ন্যায় দর্শনীয় ভঙ্গীমার অধিকারী না হওয়া স্বত্ত্বেও তাঁরা স্বীকার করেছেন যে, বারি তাঁর সময়কালের অন্যতম সেরা উইকেট-কিপারেররক্ষকের ভূমিকায় ছিলেন।
 
১৯৬৭ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২৫ দলের সদস্যরা একবাক্যে তাঁকে দক্ষিণ এশিয়ার সেরা উইকেট-কিপারেররক্ষকের মর্যাদা প্রদান করে। ধারাভাষ্যকার ও সাবেক ইংরেজ অধিনায়ক [[টনি গ্রেগ|টনি গ্রেগের]] মতে, অধিকাংশ লোকই মনে করে যে, অ্যালান নট সেরা উইকেট-কিপার।রক্ষক। কিন্তু নট নিজেই বিশ্বাস করতেকরতেন যে, বারি তাঁর চেয়েও শ্রেষ্ঠ।
 
অধিনায়ক ও দলের একমাত্র প্রকৃত ফাস্ট বোলার [[ইমরান খান]] বারির কর্মক্ষমতার উপর পরিপূর্ণভাবে আস্থা পোষণ করতেন। ইমরান তাঁকে ইংল্যান্ডের [[অ্যালান নট|অ্যালান নটের]] তুলনায়ও এগিয়ে রাখতেন। তাস্বত্ত্বেও বেশ কয়েকবার তাঁকে দলের বাইরে রাখা হয়। গ্লাভস খুলে রাখার পরও দুই দশকের অধিককাল টেস্টে অংশগ্রহণ ও স্ট্যাম্পের পিছনের থাকার অবদান অক্ষত ছিল।
৬০ নং লাইন:
১৯৯৭ সালে দেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে [[পাকিস্তান ক্রিকেট বোর্ড|পিসিবি]] কর্তৃক আজীবন সম্মাননায় ভূষিত হন। স্ট্যাম্পের পিছনে কিংবা সামনে থেকে তুলনামূলকভাবে কম সফলতা পেলেও ৭০ ও ৮০-এর দশকে দলের অর্জনকে সমসাময়িক ক্রিকেটের তুলনায় সেরা ছিল। অবসর পরবর্তীকালে পাকিস্তানের দল নির্বাচকমণ্ডলীর প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। পিসিবির সদস্য থাকাবস্থায় বিভিন্ন ধরণের দায়িত্ব পালন করেছেন।
 
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্যঅনুষ্ঠিত [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে ২০১৬ সালের সিরিজে দলীয় ম্যানেজার হিসেবে নিযুক্ত করে। তিনি সেপ্টেম্বর মাসে চুক্তি শেষ হয়ে যাওয়া [[ইন্তিখাব আলম|ইন্তিখাব আলমের]] স্থলাভিষিক্ত হবেন।হন।<ref name="int">{{cite news|first= |last=|title =Bari replaces Alam as Pakistan team manager| url=http://www.espncricinfo.com/pakistan/content/story/1056071.html |date =2016-9-11|accessdate = 2016-9-9|publisher= [[Cricinfo]]}}</ref>
 
== তথ্যসূত্র ==
৬৬ নং লাইন:
 
== আরও দেখুন ==
* [[উইকেট-কিপাররক্ষক]]
* [[অনিল দলপত]]
* [[আসিফ ইকবাল (ক্রিকেটার)|আসিফ ইকবাল]]