নোত্র্‌ দাম দ্য পারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক সম্পাদনা
Zaheen (আলোচনা | অবদান)
শোন নদী --> সেন নদী (সঠিক উচ্চারণ অনুযায়ী প্রতিবর্ণীকরণ)
১০ নং লাইন:
| imagealt =
| landscape =
| caption = শোনসেন নদীর তীর থেকে তোলা নোত্র্‌-দাম গির্জার দক্ষিণ পার্শ্বের ছবি
 
| pushpin map =
১৯০ নং লাইন:
'''নোত্র্‌ দাম দ্য পারি''' ({{lang-fr|Notre Dame de Paris}},সংক্ষেপে '''নোত্র্‌ দাম''') প্যারিস শহরে অবস্থিত একটি ক্যাথিড্রাল, অর্থাৎ [[বিশপ]]-এর আসনবিশিষ্ট [[গির্জা]]। এটি একটি ক্যাথলিক গীর্জা যার অধিকর্তা প্যারিসের [[আর্চবিশপ]] বা মহাবিশপের গির্জা।
 
গির্জাটি [[ফ্রান্স|ফ্রান্সের]] রাজধানী [[প্যারিস]] শহরের ৪র্থ আরোঁদিসমঁ বা ওয়ার্ডে, [[শোনসেন নদী|শোনসেন নদীতে]] অবস্থিত [[ইল দ্য লা সিতে]] নামক দ্বীপের পূর্ব পাশে অবস্থিত। গির্জাটির পশ্চিমমুখী অংশটির সামনে রয়েছে উন্মুক্ত জঁ-পল চত্বর।
 
বিশপ মোরিস দ্য সুলির উদ্যোগে ১১৭৩ খ্রিস্টাব্দে গির্জাটির নির্মাণ কাজ শুরু হয়। প্রায় দুইশত বছর ধরে এর নির্মাণ কাজ চলে এবং চতুর্দশ শতকের মাঝামাঝি ১৩৪৫ খ্রিস্টাব্দে এর নির্মাণকাজ সমাপ্ত হয়। এ কারণে ভবনটির নির্মাণশৈলী সবজায়গায় অভিন্ন রূপ নয়। তবে প্রধানত এটি গোথিক স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ভবন। পরবর্তীতে ১৮৪৪ থেকে ১৮৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থপতি ভিওলে-ল্য-দুকের অধীনে ক্যাথেড্রালটিকে পুনরুদ্ধার ও সংস্কার করা হয়। ২০১৩ খ্রিস্টাব্দে আড়ম্বরের সাথে ভবনটির ৮৫০তম জন্মদিন পালন করা হয়।
 
দীর্ঘ কালদীর্ঘকাল প্যারিসের সবচেয়ে উঁচু ভবন হিসেবে নোত্র্‌-দাম-এর প্রসিদ্ধি ছিল। ১৮৩১ সালে এটি প্যারিসের সবচেয়ে উঁচু ভবন ছিল [[ভিক্তর উগো|ভিক্তর উগোর]] উপন্যাস ''নোত্র্‌ দাম দ্য পারি''-তে ভবনটিকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া হয়েছে। অভিষেককালে ফ্রান্সের রাজা ও সম্রাটদের এই গির্জাতেই শপথ পড়ানো হত। আধুনিক ফ্রান্সের অনেক রাষ্ট্রপতির যেমন [[শার্ল দ্য গল]], [[জর্জ পোঁপিদু]], [[ফ্রঁসোয়া মিতেরঁ]] প্রমুখের শেষকৃত্য এই গির্জাতেই অনুষ্ঠিত হয়।
 
গগনস্পর্শী উচ্চতা ও নান্দনিক স্থাপত্যশৈলীর জন্য নোত্র্‌-দাম গির্জা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এটি প্যারিস নগরী, ফ্রান্স, এমনকি সমগ্র ইয়োরোপেরইউরোপের পর্যটকদের কাছে সর্বাধিক জনপ্রিয় ক্যাথিড্রাল। প্রতি বছর ২ কোটি লোক এটি দেখতে আসে এবং প্রায় ১ কোটি ৪০ লক্ষ পর্যটক গির্জার অভ্যন্তরে প্রবেশ করে। এ গির্জায় প্রবেশের জন্য পর্যটকদের কোনরূপ দর্শনী দিতে হয় না।
 
== বহিঃসংযোগ ==