মার্কো পোলো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২৪ নং লাইন:
== প্রারম্ভিক জীবন ==
 
মার্কো পোলোর সঠিক জন্ম তারিখ ও স্থান সম্পর্কে জানা সম্ভব হয় না। বিভিন্ন জায়গায় কিংবা তথ্য উপাত্যে তার জন্মের যে তারিখ ও স্থান দেওয়া আছে তার প্রায় সবই অনুমানভিত্তিক। বেশিরভার ইতিহাসবিদ মনে করেন ইতালির [[স্যান গিয়োভানি ত্রিসোস্টোমো]] শহরকেই তার জন্মস্থান হিসেবে ধরে নেওয়া উচিত কারন তার পার্শবর্তী শহর [[ভেনিস]] ছিল তার আপন শহর। আর জন্ম সালের ব্যাপারে অনেকে মনে করেন তিনি [[১২৫৪]] সালের দিকে জন্মেছিলেন। মার্কো পোলোর বাবা নিকোলো একজন বণিক ছিলেন এবং তিনি [[মধ্যপ্রাচ্য|মধ্যপ্রাচ্যে]] গিয়ে ব্যাবসাব্যবসা করতেন বেশ ধনসম্পদ অর্জন করেছিলেন। নিকোলো এবং তার ভাই মাফ্‌ফেও মার্কো পোলোর জন্মের আগেই বাণিজ্য যাত্রার রওনা দেন।
 
১২৬০ সালের দিকে নিকোলো ও মাফ্‌ফেও [[কন্সটান্টিনোপল|কন্সটান্টিনোপলে]] থাকতেন কিন্তু এখানে রাজনৈতীক পরিবর্তনের বাতাস ভারি হচ্ছে টের পেয়ে তারা তাদের সমস্ত সম্পদ বিক্রি করে জহরত কেনেন এবং এশিয়ার দিকে রওনা দেন। এশিয়ায় পৌছে তাদের মঙ্গোল সম্রাট [[কুবলাই খান|কুবলাই খানের]] সাথে দেখা হয়। ইতিমধ্যে মার্কো পোলোর জন্ম হয় এবং তার মা মারা যায়। মার্কো পোলো তার চাচা-চাচীর কাছে বড় হতে থাকেন এবং সেইসাথে বানিজ্য অর্থনিতী ও বিভিন্ন বিষয়ে শিক্ষা দিক্ষা লাভ করতে থাকেন।
৩৩ নং লাইন:
[[১২৯৮]] সালে মার্কো পোলো যখন [[ভেনিস|ভেনিসে]] ফিরলেন তখন ভেনিসের সাথে জেনোয়ার (বর্তমানে ইতালির উত্তর-পশ্চিমে অবস্থিত একটি বড় শহর) যুদ্ধ চলছিল। জেনোয়ার এডমিরাল ল্যাম্বা ডি’ওরি ভেনিসিয়ান একটি জাহাজ ক্রোক করে<ref>http://www.biography.com/people/marco-polo-9443861?page=3</ref> এবং এর সকল ক্রু ও যাত্রিদের বন্দি করেন।<ref>http://geography.about.com/cs/marcopolo/a/marcopolo.htm</ref> তাদের মধ্যে মার্কো পোলোও ছিলেন। কয়েক মাস ধরে জেলে বন্দি থাকাকালীন আর একজন বন্দি রুস্টচিলো দা পিসাকে তিনি তার ভ্রমনের অভিজ্ঞতা খুলে বলেন। পরবর্তীতে রুস্টচিলো দা পিসা মার্কো পোলোর ভ্রমনের অভিজ্ঞতার সাথে তার নিজের এবং [[চীন]] সম্পর্কে শোনা অন্যান্য গল্প একত্রিত এবং সংকলিত করে সেই সংকলনের একটি বই বের করেন যার নাম ছিল “দ্যা ট্রাভেলস অফ মার্কো পোলো” এই বইয়ে মার্কো পোলোর [[এশিয়া]] হয়ে [[চীন]] যাবার গল্প ছিল যা ইউরোপীয়ানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় এবং এশিয়া ও আরো দূরবর্তী [[পূর্ব এশিয়া]] যেমন [[চীন]] ও [[জাপান]] সম্পর্কে ইউরোপীয়ানদের আগ্রহী করে তোলে।
 
মার্কো পোলো [[১২৯৯]] সালের আগস্ট মাসে বন্দিদশা থেকে মুক্তি পান এবং [[ভেনিস|ভেনিসে]] ফিরে যান যেখানকার কন্ট্রাডা সান গিয়োভানি শহরে তার বাবা এবং চাচা বৃহৎ আকারের একটি কোম্পানি কিনে রেখেছিল। তাদের সেই কোম্পানি ব্যাবসাব্যবসা চালিয়ে যাওয়ার সাথে সাথে মার্কো পোলোও অনেক বিত্তশালি হয়ে ওঠেন। তিনি [[এশিয়া]] এবং [[চীন]] অভিমুখে অনেক অভিযান পরিচালনার জন্য অর্থায়ন করেছিলেন কিন্তু নিজে আর কখনো ভেনিস ত্যাগ করেন নি। [[১৩০০]] সালে ভেনিসিয়ান ব্যাবসায়ীব্যবসায়ী ভিতাল বাদোরের মেয়ে দান্তা বাদোরকে বিয়ে করেন।
== মৃত্যু ==
[[চিত্র:Chiesa di San Lorenzo.jpg|thumb|[[ভেনিস|ভেনিসের]] সিসটাইরের ক্যাসেলো তে স্যান মরেঞ্জো ডি ভেনিসিয়া চার্চ যেখানে মার্কো পোলোকে কবর দেওয়া হয়েছিল। ছবিটি তোলা হয়েছে চার্চটির পূনর্ণির্মানের পরে। ]]
৫৫ নং লাইন:
[[বিষয়শ্রেণী:১২৫৪-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৩২৪-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:ঐতিহাসিক ব্যাক্তিত্বব্যক্তিত্ব]]