আন্দ্রে শুর্লে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৩০ নং লাইন:
| ntupdate = ২১:৫৯, ৮ জুলাই ২০১৪ (ইউটিসি)
}}
'''আন্দ্রে হোর্স্ট শুর্লে''' (জন্ম ৬ নভেম্বর ১৯৯০) একজন জার্মান পেশাদার [[Association football|ফুটবলার]], যিনি [[প্রিমিয়ার লীগ]] ক্লাব [[Chelsea F.C.|চেলসি]] এবং [[Germany national football team|জার্মানি জাতিয়জাতীয় দলে]] একজন [[Forward (association football)|ফরোয়ার্ড]] অথবা [[Midfielder#Winger|উইঙ্গার]] হিসেবে খেলে থাকেন।
 
তিনি তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে জার্মান ক্লাব [[:en:1. FSV Mainz 05|১. এফএসভি মেইনজ ০৫]] এর হয়ে। সেখানে ২ বছর কাটানোর পর ২০১১ সালে £৬.৫ মিলিয়ন ট্রান্সফার মূল্যে [[Bayer 04 Leverkusen|বায়ার ০৪ লেভারকুজেনে]] চলে আসেন। সেখানে তার উজ্জ্বল পারফর্মেন্সের মাধ্যমে তিনি প্রিমিয়ার লীগ ক্লাব চেলসির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন যারা তাঁকে ২০১৩ সালে £১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে তাদের কলবে নিয়ে আসে।
 
শুর্লে ২০১০ সাল থেকে জার্মানি জাতিয়জাতীয় দলের নিয়মিত সদস্য এবং এ পর্যন্ত তিনি জাতিয়জাতীয় দলের হয়ে ৩০ খেলায় ১৬ গোল করেছেন। তিনি ২০১২ উয়েফা ইউরো এবং [[২০১৪ ফিফা বিশ্বকাপ|২০১৪ ফিফা বিশ্বকাপে]] জার্মানির প্রতিনিধিত্ব করেছেন।
 
==তথ্যসূত্র==