মোহনগঞ্জ উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
Goutam (আলোচনা | অবদান)
→‎শিক্ষা: তথ্যসূত্র যোগ/সংশোধন
৬৯ নং লাইন:
* মোহনগঞ্জ মহিলা কলেজ (১৯৯৮),
* শহীদ স্মৃতি মহাবিদ্যালয়(২০১৫),
'''* মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়:''' মোহনগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৩১ সালে। মোহনগঞ্জের কাজিয়াটী গ্রামের সমাজসেবক আব্দুল আজিজ আহম্মদ কচুয়ারচরের জহিরুদ্দিন মাস্টার, আলোকদিয়ার নিমাই বেপারী, মানশ্রীর মির্জা আব্দুল আজিজ ও নওহালের সাদত মীরসহ এলাকার আরও বিশিষ্টজনদের সাথে মিলে ১৯২৬ সালের ডিসেম্বর মাসে টেঙ্গাপাড়ায় মোহনগঞ্জ জুনিয়র মাদ্রাসা স্থাপন করেন। মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে জহিরুদ্দিন মাস্টারকে দায়িত্ব দেয়া হয় এবং ১৯৩১ সালে এটিকে উচ্চ বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করা হয়। সে সময় উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য ঢাকা বোর্ডে বিপুল পরিমাণে মঞ্জুরি প্রদান করতে হতো। মোহনগঞ্জের নিমাই বেপারী এই মঞ্জুরির পুরো টাকাটা প্রদান করায় তাঁকে এবং তাঁর অবর্তমানে তাঁর পরিবারের যে কোনো একজন সদস্যকে আজীবন স্কুল পরিচালনা কমিটির সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।<ref>{{বই উদ্ধৃতি|last1=আহমেদ|first1=জালালউদ্দিন|title=মোহনগঞ্জের ইতিকথা|date=ফেব্রুয়ারি ২০০৯|publisher=বাংলাপ্রকাশ|isbn=৯৮৪-৩০০-০০০-৫৫৬-৬|edition=প্রথম}}</ref>
* মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৩১),
 
* মোহনগঞ্জ পাবলিক হাই স্কুল (১৯৮১),
* মোহনগন্জ্ঞ আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯৮৯)