আহমেদ শরীফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shoreful (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
৫২ নং লাইন:
 
==অভিনয় জীবন==
আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার অভিনীত প্রথম ছবির নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ। তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে। এ ছবিটি সুপারডুপার হিট হয়।<ref>{{cite web |url=http://www.mzamin.com/article.php?mzamin=21704 |title=পর্দার মন্দ মানুষেরা বাস্তবে যেমন|website= |publisher=[[বাংলা মুভি ডেটাবেজ]] |accessdate=মে ১৪, ২০১৫}}</ref> চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মান করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ‘ফুল ফুটে ফুল ঝরে’। দীর্ঘ আট বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম ‘মাইরের ওপর ওষুধ নাই’।<ref>{{cite web |urlname=http://www."bmdb.com.bd"/person/77/ |title=আহমেদ শরীফ|website= |publisher=[[বাংলা মুভি ডেটাবেজ]] |accessdate=মে ১৪, ২০১৫}}</ref>, পারিবারিক জীবনে তার একটি মেয়ে আছে। আহমেদ শরীফ বর্তমানে উত্তরার চার নম্বর সেক্টরে থাকেন।
 
==রাজনৈতিক জীবন==
রাজনৈতিক জীবনে আহমেদ শরীফ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বি এন পি) এর সাথে সংশ্লিষ্ট ছিলেন । দশম জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার লক্ষ্যে তিনি তার এলাকা কুষ্টিয়ায় কাজও শুরু করেন। তিনি বি এন পির প্রতিষ্ঠতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি দলের সাথে জরিত ।তিনি জিসাসের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।<ref>{{cite web |url=http://www.bmdb.com.bd/person/77/ |title=আহমেদ শরীফ এর বায়োগ্রাফি|website= |publisher=[[বাংলা মুভি ডেটাবেজ]] |accessdate=মে ১৪, ২০১৫}}</ref>
 
 
==উল্লেখযোগ্য চলচ্চিত্র==
১১৯ ⟶ ১১৮ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
 
 
[[বিষয়শ্রেণী:১৯৪৩-এ জন্ম]]