ফিদেল কাস্ত্রো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্য যোগ
বিষয়বস্তু যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪০ নং লাইন:
|footnotes =
}}
'''ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ''' (স্প্যানিশ: [fiˈðel ˈkastro]; জন্মঃ আগস্ট ১৩, ১৯২৬ - মৃত্যুঃ নভেম্বর ২৫, ২০১৬) যিনি '''ফিদেল কাস্ত্রো''' বা শুধুই '''কাস্ত্রো''' নামে পরিচিত; তিনি একজন [[কিউবা|কিউবান]] রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। [[কিউবান বিপ্লব|কিউবা বিপ্লবের]] প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত [[কিউবা|কিউবার]] প্রধানমন্ত্রী ছিলেন, এবং এরপর ফেব্রুয়ারি ২০০৮-এ তাঁর স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত [[কিউবা]] কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি [[কিউবা কমিউনিস্ট দল|কিউবা কমিউনিস্ট দলের]] প্রধান হিসেবে ১৯৬১ সালে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এখনমৃত্যুর আগ পর্যন্ত আছেন।ছিলেন। তাঁরএর আগে শারীরিক অসুস্থতার কারণে ২০০৮ সালে তিনি তাঁর দায়িত্ব ভাই [[রাউল কাস্ত্রো|রাউল কাস্ত্রোর]] কাছে অর্পণ করেন।করেছিলেন। [[রাউল কাস্ত্রো|রাউল]] বর্তমানে কমিউনিস্ট পার্টির সহকারী প্রধান এবং মন্ত্রী পরিষদের প্রধান হিসেবে আছেন। এর আগে তিনি ১৯৫৯-২০০৮ পর্যন্ত ফিদেলের মন্ত্রী সভায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করেছেন। [[হাভানা বিশ্ববিদ্যালয়|হাভানা বিশ্ববিদ্যালয়ে]]আইন বিষয়ে পড়ার সময়, ফিদেল কাস্ত্রো তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর [[কিউবা|কিউবার]] রাজনীতিতে একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় প্রেসিডেন্ট [[ফালজেন্সিও বাতিস্তা]] এবং [[কিউবা|কিউবার]] উপর [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে জাতীয়তাবাদী সমালোচনা নিবন্ধ লিখে।
তিনি এ ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। অবশেষে তিনি ১৯৫৩ সালে মনকাডা ব্যারাকে একটি ব্যর্থ আক্রমণ করেন, এবং তারপর কারারুদ্ধ হন ও পরে ছাড়া পান। এরপর তিনি বাতিস্তার সরকার উৎখাতের জন্য সংগঠিত হওয়ার জন্য [[মেক্সিকো]] যান। ফিরে এসে ১৯৫৬’র ডিসেম্বরে সরকার উৎখাতে নামেন।
 
পরবর্তীকালে কাস্ত্রো [[কিউবান বিপ্লব|কিউবান বিপ্লবের]] মাধ্যমে ক্ষমতায় আসেন যা যুক্তরাষ্ট্রের মদদে চলা বাতিস্তার স্বৈরশাসনকে ক্ষমতাচ্যুত করে। এর কিছুদিন পরই পর কাস্ত্রো [[কিউবা|কিউবার]] প্রধানমন্ত্রী হন। ১৯৬৫ সালে তিনি [[কিউবা কমিউনিস্ট পার্টি|কিউবা কমিউনিস্ট পার্টির]] প্রধান হন এবং কিউবাকে একদলীয় সমজতান্ত্রিক দেশ হিসেবে রূপ দেন। ১৯৭৬ সালে তিনি রাষ্ট্র ও মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি [[কিউবা|কিউবার]] সর্বোচ্চ সামরিক পদ Comandante en Jefe ("Commander in Chief") এও আসীন হন।
 
২০১৬ সালের ২৫ই নভেম্বর এই বিপ্লবী হাভানায় মৃত্যুবরণ করেন।
 
== চে গুয়েভারার সাথে সাক্ষাৎ ==