হেলেন (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
"টেমপ্লেট:Persondata" অপসারণ
"Helen_in_1974.jpg" সরানো হয়েছে, কমন্স হতে INeverCry এটি মুছে ফেলেছেন কারণ: per c:Commons:Deletion requests/File:Helen in 1974.jpg
২৫ নং লাইন:
==কর্মজীবন==
হেলেনকে বলিউডে পরিচয় করিয়ে দেন কুকো নামের একজন বন্ধু হিসাবে পরিচিত একজন অভিনেত্রী যিনি তাকে কাজ খুঁজতে সাহায্য করেছিলেন; যাতে করে তিনি "সাবিস্তান" এবং "আওয়ারা" (১৯৫১) চলচ্চিত্রে একজন নর্তকী হিসেবে অভিনয় করার সুযোগ পান। এরপর তিনি খুব শ্রীঘ্রই কাজে নিয়মিত হন এবং ''আলিফ লায়লা'' (১৯৫৪), ''হুর-ই-আরব'' (১৯৫৫), এবং জনপ্রিয় গান "মি. জন ও বাবা খান" ''বারিশ'' ইত্যাদি চলচ্চিত্রে একজন একক শিল্পী হিসাবে দেখা গিয়েছিল।
 
[[File:Helen in 1974.jpg|thumb|left|হেলেনের ১৯৭৪ সালের ছবি]]
 
চিত্র্যনাট্যাকার [[সেলিম খান]] জাভেদ আখতার সঙ্গে সহকারী স্ক্রিপ্ট হিসেবে কিছু চলচ্চিত্রে তাকে অভিনয়ের সুযোগ করে দেন। যেমন: ''ইমান ধর্ম'', ''ডন'', ''দোস্তানা'', এবং ''শোলে''। এইসব চলচ্চিত্রগুলির ভূমিকা অনুসরণ করে তিনি মহেশ ভাটের চলচ্চিত্র "লাহু কে দো রাঙ (১৯৭৯) তে অসাধারন অভিনয় করেন। যার স্বীকৃতিস্বরুপ তিনি তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ-তারকার পুরস্কার জিতে নেন। এছাড়াও তিনি ১৯৯৯ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন।