আলিক ব্যানারম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot (আলাপ)-এর সম্পাদিত 2359399 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
৪৬ নং লাইন:
| year = ২০১৫
}}
'''আলেকজান্ডার (আলিক বা আলেক) চালমার্স ব্যানারম্যান''' ([[জন্ম]]: [[২১ মার্চ]], [[১৮৫৪]] - [[মৃত্যু]]: [[১৯ সেপ্টেম্বর]], [[১৯২৪]]) নিউ সাউথ ওয়েলসের সিডনিতে জন্মগ্রহণকারী বিখ্যাত [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলীয়]] [[ক্রিকেট|ক্রিকেটার]] ছিলেন। ১৮৭৯ থেকে ১৮৯৩ সময়কালে [[অস্ট্রেলিয়া জাতিয়জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে '''আলিক ব্যানারম্যান''' মূলতঃ ডানহাতি [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]] হিসেবে দায়িত্ব পালন করতেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে ২৮ টেস্টে অংশ নিয়েছেন। ২ জানুয়ারি, ১৮৭৯ তারিখে [[মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড|মেলবোর্নে]] তাঁর [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] অভিষেক ঘটে। তাঁর তুলনায় আট বছরের বড় ভাই [[চার্লস ব্যানারম্যান|চার্লস ব্যানারম্যানও]] অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য ছিলেন। অতি-রক্ষণাত্মক ভঙ্গীমায় ব্যাটিং করতেন তিনি। প্রায়শঃই স্ট্রোকবিহীন অবস্থায় মাঠে অবস্থান করতেন।
 
এ প্রসঙ্গে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক]] লিপিবদ্ধ করে যে, তিনি উইকেটে দেয়াল নির্মাণ করে অন্যতম জনপ্রিয় ক্রিকেটারে রূপান্তরিত হয়েছিলেন। এছাড়াও তাঁর অসম্ভব ধৈর্য্যশক্তি অণুকরণীয়অনুকরণীয় ছিল। প্রথম টেস্টে তিনি দলীয় ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান তোলেন।
 
১৮৭৮ ও ১৮৮০ সালে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে দক্ষতা থাকায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। [[সিডনি ক্রিকেট গ্রাউন্ড|সিডনিতে]] তাঁর অমার্জনীয় ক্যাচ হাতছাড়া করার প্রেক্ষিতে মিড-অফে অবস্থান নেন তিনি। ব্রিটিশ ভূমিতে অণুষ্ঠিতঅনুষ্ঠিত প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে চার্লসের স্থলাভিষিক্ত হয়ে দলের ব্যাটিং উদ্বোধনে মাঠে নামেন ও ইংল্যান্ডে তাঁর প্রথম রান সংগ্রহ করেন।
 
== অবসর ==