আরব বিদ্রোহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎ভূমিকা: বট নিবন্ধ পরিষ্কার করেছে
৫৩ নং লাইন:
১৯১৬ সালের ৮ জুনের দিকে পবিত্র শহর [[মক্কা|মক্কার]] অভিভাবক [[হুসাইন বিন আলী, মক্কার শেরিফ|হুসাইন বিন আলী]] [[যুক্তরাজ্য]] ও [[ফ্রান্স|ফ্রান্সের]] পক্ষে যোগদান করেন। প্রকৃত তারিখ জানা যায়নি। উসমানীয় সেনাবাহিনীতে কর্মরত তরুণ আরব অফিসার [[মুহাম্মদ শরিফ আল-ফারুকি|মুহাম্মদ শরিফ আল-ফারুকির]] সাহায্যের কারণে তারা উপকৃত হন।<ref name="peace-to-end-all-peace">''A Peace To End All Peace'', David Fromkin, Avon Books, New York, 1990</ref>
 
হুসাইনের অধীনে ৫০,০০০ এর মত অস্ত্রধারী লোক ছিল। কিন্তু রাইফেলধারীর সংখ্যা ছিল ১০,০০০ এর কম।<ref name="proceedings">Parnell, Charles L., CDR USN "Lawrence of Arabia's Debt to Seapower" ''United States Naval Institute Proceedings'' (August 1979) p.75</ref> উসমানীয় সরকার যুদ্ধের পর তাকে পদচ্যুত করবে এই খবর পেয়ে তিনি ব্রিটিশ [[হাই কমিশনার]] [[হেনরি ম্যাকমাহন|হেনরি ম্যাকমাহনের]] সাথে চিঠি বিনিময় করেন। [[প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি|মিত্রশক্তির]] পক্ষাবলম্বন করলে [[মিশর]] থেকে [[ইরান|পারস্য]] পর্যন্ত বিস্তৃত আরব সাম্রাজ্য দেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়। [[কুয়েত]], [[এডেন]] ও [[সিরিয়া]] উপকূলের কিছু এলাকাকে এর মধ্যে ধরা হয়নি। এসময় হুসাইন কাগজ কলমে উসমানীয়দের পক্ষের হলেও মিত্রশক্তির সাথে সম্পর্ক স্থাপন করেন। জাইদ পরিবারের প্রধান শরিফ আলি হায়দার মক্কার শরীফের পদের জন্য উসমানীয় সরকারের সাথে আতাত করছে ও তাকে শীঘ্রই ক্ষমতাচ্যুত করা হবে এমন গুজবের কারণে তিনি এই সিদ্ধান্ত নেন।<ref>Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 page 8.</ref> দামেস্কে আরব জাতীয়তাবাদীদেরকে জনসম্মুখে মৃত্যুদন্ড দেয়ায় হুসাইনের মনে ক্ষমতাচ্যুত হওয়ার ভয় বৃদ্ধি পায়।<ref name="Murphy, David page 34"/> ১৯১৬ সালের ৫ জুন হুসাইনের দুই পুত্র আমির [[আলী বিন হুসাইন]] ও [[প্রথম ফয়সাল, ইরাক|ফয়সাল]] [[মদীনা|মদীনার]] উসমানীয় সামরিক ঘাঁটি আক্রমণের মাধ্যমে বিদ্রোহ শুরু করেন। কিন্তু ফখরি পাশার নেতৃতাধীন তুর্কি বাহিনীর কাছে তারা পরাজিত হন।<ref>Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 pages 34-35.</ref> ১৯১৬ সালের ১০ জুন হুসাইন তার সমর্থকদের মক্কার উসমানীয় ঘাটি আক্রমণের আদেশ দিলে বিদ্রোহ প্রকৃতভাবে শুরু হয়।<ref>Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 pages 33-34.</ref> [[মক্কার যুদ্ধ, ১৯১৬|মক্কার যুদ্ধে]] সুসজ্জিত উসমানীয় সেনাদের সাথে হুসাইনের সমর্থকদের মধ্যে এক মাসের মত রক্তাক্ত লড়াই হয়।<ref name="Murphy, David page 34"/> ব্রিটিশদের পাঠানো মিশরীয় সৈনিকরা মক্কার হাশেমিদের সাথে যোগ দেয় ও অস্ত্রের সরবারহ প্রদান করে। এরপর ৯ জুলাই আরব তাদের দখলে আসে।<ref name="Murphy, David page 34"/> উসমানীয়দের এলোপাতাড়ি গোলাবর্ষণ মক্কার ক্ষতির কারণ হলে তা “তারা পবিত্র শহর মক্কার অমর্যাদা করেছে” এমন অপপ্রচারের সুযোগ করে দেয়।<ref name="Murphy, David page 34"/> জুনের ১০ তারিখ হুসাইনের আরেক পুত্র আমির [[প্রথম আবদুল্লাহ, জর্ডান|আবদুল্লাহ]] [[তাইফ]] আক্রমণ করেন। ২২ সেপ্টেম্বর মিশরীয় বাহিনীর গোলন্দাজদের সহায়তায় আবদুল্লাহ তাইফ দখল করেন।<ref name="Murphy, David page 34"/>
 
ব্রিটিশ ও ফরাসি নৌবাহিনী [[লোহিত সাগর]] থেকে উসমানীয়দের তাড়িয়ে দেয়।<ref name="p76">Parnell, Charles L., CDR USN "Lawrence of Arabia's Debt to Seapower" ''United States Naval Institute Proceedings'' (August 1979) p.76</ref> ব্রিটিশ যুদ্ধ্বজাহাজ ও সিপ্লেনের সহয়তায় ১০ জুন ৩৫০০ জন আরব [[জেদ্দা]] বন্দর আক্রমণ করে।<ref name="proceedings"/> ব্রিটিশ বিমানবাহী জাহাজ [[এইচএমএস বেন-মাই-চেরি]] হাশেমিদের আকাশ থেকে সাহায্যে ভূমিকা রাখে।<ref name="Murphy, David page 35">Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 page 35.</ref> ১৬ জুন উসমানীয়রা আত্মসমর্পণ করে। ১৯১৬ এর সেপ্টেম্বরের শেষ নাগাদ আরবরা ব্রিটিশ নৌবাহিনীর সহায়তায় উপকূলীয় শহর রাবেঘ, [[ইয়ানবো]], কুনফিদা দখল করে ও ৬০০০ জন উসমানীয়কে বন্দী করা হয়।<ref name="proceedings"/> এর ফলে ব্রিটিশরা ৭০০ জন উসমানীয় আরব যুদ্ধবন্দীকে বিদ্রোহে পাঠাতে সক্ষম হয়। তারা [[নুরি আস-সাইদ|নুরি আস-সাইদের]] নেতৃত্বে বিদ্রোহে যোগ দিয়ে সম্মত হয়েছিল। সেই সাথে ফরাসি উত্তর আফ্রিকা থেকে বেশ কিছু মুসলিম সৈনিক বিদ্রোহে যোগ দেয়।<ref name="Murphy, David page 35"/> পনের হাজার সুসজ্জিত উসমানীয় সেনা হেজাজে রয়ে যায়।<ref name="proceedings"/> কিন্তু অক্টোবরে মদীনার উপর সরাসরি হামলায় আরবদের বিতাড়িত হয়।