জম্মু ও কাশ্মীর (রাজ্য): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SM7 (আলোচনা | অবদান)
Shaan Lollywood (আলাপ)-এর সম্পাদিত 2307011 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
মহারাজ হরি সিং ১৯৪৭ সালের ২৬শে অক্টোবর চুক্তি স্বাক্ষর করেন
৭৮ নং লাইন:
১৯২৫ সালে হরি সিং কাশ্মীরের রাজা হন। <ref>{{cite web|last=Sharma|first=Vivek|title=Kashmir Ki Kahani|url=http://www.aajkiawaaz.com/editorial/941-story-of-kashmir.html|work=Aajkiawaaz|publisher=Arpana Singh Parashar|accessdate=12 August 2013}}</ref> ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত তিনিই ছিলেন কাশ্মীরের শাসক। ১৯৪৭ সালে ভারত-বিভাজনের অন্যতম শর্ত ছিল, ভারতের দেশীয় রাজ্যের রাজারা ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারবেন, অথবা তাঁরা স্বাধীনতা বজায় রেখে শাসনকাজ চালাতে পারবেন। ১৯৪৭ সালের ২০ অক্টোবর পাকিস্তান-সমর্থিত আদিবাসীরা কাশ্মীরে অনুপ্রবেশ করে।<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5030514.stm|title=Quick guide: Kashmir dispute|publisher=BBC News|date=29 June 2006|accessdate=14 June 2009}}</ref>
 
কাশ্মীরের রাজা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও [[ভারতের গভর্নর-জেনারেল|গভর্নর-জেনারেল]] [[লর্ড মাউন্টব্যাটেন|লর্ড মাউন্টব্যাটেনের]] কাছে সহায়তা চাইলেন। কাশ্মীরের রাজা ভারতভুক্তির পক্ষে স্বাক্ষর করবেন, এই শর্তে মাউন্টব্যাটেন কাশ্মীরকে সাহায্য করতে রাজি হন।<ref name="stein">Stein, Burton. 1998. ''A History of India''. Oxford University Press. 432 pages. ISBN 0-19-565446-3. Page 368.</ref> ১৯৪৭ সালের ২৫২৬ অক্টোবর হরি সিং কাশ্মীরের ভারতভুক্তির চুক্তিতে সই করেন।<ref>{{cite web|url=http://www.rediff.com/freedom/0710jha2.htm |title=Rediff on the NeT: An interview with Field Marshal Sam Manekshaw |publisher=Rediff.com |date= |accessdate=16 April 2013}}</ref> ২৭ অক্টোবর তা ভারতের গভর্নর-জেনারেল কর্তৃক অনুমোদিত হয়।<ref>{{cite web|url=http://www.rediff.com/news/1999/jun/01jk.htm |title=Rediff on the NeT Special: The Real Kashmir Story |publisher=Rediff.com |date= |accessdate=16 April 2013}}</ref> চুক্তি সই হওয়ার পর, ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করে অনুপ্রবেশকারীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ভারত বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপন করে। রাষ্ট্রসংঘ ভারত ও পাকিস্তানকে তাদের অধিকৃত এলাকা খালি করে দিয়ে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের প্রস্তাব দেয়। ভারত প্রথমে এই প্রস্তাবে সম্মত হয়েছিল। কিন্তু ১৯৫২ সালে জম্মু ও কাশ্মীরের নির্বাচিত গণপরিষদ ভারতভুক্তির পক্ষে ভোট দিলে ভারত গণভোটের বিপক্ষে মত দেয়।<ref name="UNHCR">{{cite book|url = http://www.unhcr.org/refworld/country,,HRW,COUNTRYREP,PAK,,4517b1a14,0.html|title= "With Friends Like These...": Human Rights Violations in Azad Kashmir|quote=In January 194,|publisher=[[United Nations High Commissioner for Refugees]]|accessdate =31 December 2007}}</ref> ভারত ও পাকিস্তানে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী উভয় রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি তত্ত্বাবধানে আসে। এই গোষ্ঠীর কাজ ছিল, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলি খতিয়ে দেখা ও তদন্তের রিপোর্ট প্রত্যেক পক্ষ ও রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে জমা দেওয়া। যুদ্ধবিরতির শর্ত হিসেবে কাশ্মীর থেকে উভয় পক্ষের সেনা প্রত্যাহার ও গণভোটের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ভারত গণভোটে অসম্মত হয় এবং পাকিস্তান সেনা প্রত্যাহারে অসম্মত হয়। ভারত নিম্নোক্ত কারণে গণভোটে সম্মত হয়নি:
 
• ভারতের মতে, ১৯৫২ সালে জম্মু ও কাশ্মীরের নির্বাচিত গণপরিষদ ভারতভুক্তির পক্ষে ভোট দিয়েছিল এবং পরবর্তী সাধারণ নির্বাচনেও কাশ্মীরিরা ভোট দিয়েছিলেন। তাই আলাদা করে গণভোটের প্রয়োজন নেই।