কলকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sujay25 (আলোচনা | অবদান)
correcting link
Sujay25 (আলোচনা | অবদান)
correcting link
৯ নং লাইন:
|settlement_type = [[মেগাসিটি]]<!-- Kolkata is a mother city, so it is metropolis. If the page includes surrounding places, then it can be mentioned as metropolitan area]]-->
|image_skyline = Kolkata Imgs.jpg
|image_caption = উপর থেকে ঘড়ির কাঁটার ক্রমে: [[ভিক্টোরিয়া মেমোরিয়াল হল]], [[সেন্ট পল’স ক্যাথিড্রালসেন্ট_পলস_ক্যাথিড্রাল, কলকাতা_কলকাতা|সেন্ট পল’স ক্যাথিড্রাল]], কেন্দ্রীয় বাণিজ্য এলাকা, [[রবীন্দ্র সেতু]], কলকাতার ট্রাম লাইন, [[বিদ্যাসাগর সেতু]]
|nickname = আনন্দনগরী (সিটি অফ জয়)<br />প্রাসাদনগরী (সিটি অফ প্যালেসেস)<ref>[[List of city nicknames in India]]</ref><br />ভারতের সাংস্কৃতিক রাজধানী<ref>http://kolkata.citydetails.in/city-guide-leftmenu-117/359-kolkata-the-cultural-capital-of-india.html</ref><ref>[[Culture of Kolkata]]</ref>
<ref>{{cite web|url=http://www.telegraph.co.uk/luxury/travel/1245/india-calcutta-the-capital-of-culture.html|title=India: Calcutta, the capital of culture-Telegraph|work=telegraph.co.uk|accessdate=25 July 2016}}</ref><ref>[http://www.dnaindia.com/entertainment/report-kolkata-remains-cultural-capital-of-india-amitabh-bachchan-1763111 Kolkata remains cultural capital of India<!-- Bot generated title -->]</ref><ref>{{cite web|url=http://www.business-standard.com/article/pti-stories/foundation-of-kolkata-museum-of-modern-art-laid-113111400889_1.html|title=Foundation of Kolkata Museum of Modern Art laid|first=Press Trust of|last=India|work=business-standard.com|accessdate=25 July 2016}}</ref>
৭৭ নং লাইন:
}}
 
'''কলকাতা''' হল [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] [[ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|রাজ্যের]] রাজধানী। এই শহরের অপর নাম '''কলিকাতা'''। কলকাতা শহরটি [[হুগলি নদী|হুগলি নদীর]] পশ্চিম তীরে অবস্থিত। এটি [[পূর্ব ভারত|পূর্ব ভারতের]] প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র। [[কলকাতা বন্দর]] ভারতের প্রাচীনতম চালু বন্দর এবং দেশের একমাত্র প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতা শহরের [[কলকাতা পৌরসংস্থা|পৌরএলাকার]] জনসংখ্যা ৪৫ লক্ষ এবং [[বৃহত্তর কলকাতা|বৃহত্তর কলকাতার]] জনসংখ্যা ১ কোটি ৪১ লক্ষ। জংসংখ্যার নিরিখে এই মহানগর অঞ্চলের স্থান ভারতে [[ভারতের দশ লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগর অঞ্চলগুলির তালিকা|৩য়]]। ২০০৮ সালের হিসেব অনুসারে, এই শহরের নিট আভ্যন্তরিণ উৎপাদন ([[ক্রয়ক্ষমতা সমতা]] অনুসারে) ছিল ১০৪১০ কোটি [[মার্কিন ডলার]], যা [[মুম্বই]] ও [[দিল্লি|দিল্লির]] পরে ভারতে [[নিট আভ্যন্তরিণ উৎপাদন অনুযায়ী শহরগুলির তালিকা|৩য়]] সর্বাধিক।<ref name=pricewater>{{cite web|author1=John Hawksworth|author2=Thomas Hoehn|author3=Anmol Tiwari|title=Which are the largest city economies in the world and how might this change by 2025?|url=http://pwc.blogs.com/files/global-city-gdp-rankings-2008-2025.pdf|publisher=[[PricewaterhouseCoopers]]|accessdate=17 April 2015|date=November 2009}}</ref> কলকাতা একটি উন্নয়নশীল দেশের এক বর্ধনশীল মহানগর। সেই কারণে এই শহরটিকে প্রচুর পরিমাণে শহরাঞ্চলীয় দূষণ, যানজট, দারিদ্র, অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য পরিষেবাগত ও আর্থ-সামাজিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
 
আধুনিক কলকাতা শহরটি অতীতের তিনটি গ্রামের উপর গড়ে ওঠে। ১৭শ শতাব্দীর শেষভাগ পর্যন্ত এই গ্রাম তিনটি [[মুঘল সাম্রাজ্য|মুঘল সাম্রাজ্যের]] অধীনস্থ [[বাংলার নবাব|বাংলার নবাবদের]] দ্বারা শাসিত হত। ১৬৯০ সালে নবাব [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে]] একটি বাণিজ্যিক অনুমতিপত্র দান করার পর<ref>{{Cite book|last=Dutta|first=K.|last2=Desai|first2=A.|date=April 2008|title=Calcutta: a cultural history|publisher=Interlink Books|location=Northampton, Massachusetts, US|pages=9–10|isbn=978-1-56656-721-3|ref=harv}}</ref> কোম্পানি এই অঞ্চলটিকে [[ফোর্ট উইলিয়াম, কলকাতা|একটি ক্রমবর্ধমান দূর্গকেন্দ্রিক বাণিজ্যকুঠি]] হিসেবে গড়ে তোলে। কোম্পানি করদান বন্ধ করে সামরিক কার্যকলাপ বৃদ্ধি করলে নবাব [[সিরাজউদ্দৌলা]] ১৭৫৬ সালে কলকাতা পুনর্দখল করেছিলেন। কিন্তু কোম্পানি [[পলাশির যুদ্ধ|পরের বছর এই শহর আবার দখল করে নেয়]]। ১৭৬৭ সালে বাংলার তৎকালীন নবাব [[মিরমীর কাশিম]] কলকাতাকে আবার কোম্পানির দখলমুক্ত করতে চাইলে কোম্পানি তাঁকে পরাজিত করে। যুদ্ধের পর কোম্পানি ও মুঘল সম্রাটের মধ্যে সাক্ষরিত চুক্তি অনুসারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা প্রদেশে রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে। ১৭৯৩ সালে কোম্পানি যথেষ্ট শক্তি সঞ্চয় করে নিজামৎ (স্থানীয় শাসন) ব্যবস্থা অবলুপ্ত করে এবং এই অঞ্চলে [[চিরস্থায়ী বন্দ্যোবস্ত|পূর্ণ সার্বভৌমত্ব]] অর্জন করে। কোম্পানির শাসনকালে এবং পরবর্তীকালে [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ রাজত্বে]] ১৯১১ সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের ব্রিটিশ-শাসিত অঞ্চলগুলির রাজধানী। পরে এই শহরের ভৌগোলিক সীমাবদ্ধতা এবং [[বঙ্গ|বাংলায়]] ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে ভারতের রাজধানী [[নতুন দিল্লি|নতুন দিল্লিতে]] স্থানান্তরিত করা হয়। কলকাতা ছিল [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতা আন্দোলনের]] অন্যতম কেন্দ্র। এই শহর এখনও [[পশ্চিমবঙ্গের রাজনীতি|সমসাময়িক রাজ্য রাজনীতির]] মূল কেন্দ্র। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর কয়েক দশকে একদা আধুনিক ভারতের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও রাজনীতির অন্যতম কেন্দ্র কলকাতায় অর্থনৈতিক উন্নয়নের গতি অনেকটাই হ্রাস পায়।
 
১৯শ শতাব্দী ও ২০শ শতাব্দীর [[বাংলার নবজাগরণ]] এবং বাংলা ও ভারতের বহু জাতি ও ধর্মের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র রূপে কলকাতা শহরে সাহিত্য, শিল্পকলা, নাটক ও চলচ্চিত্রের একটি নিজস্ব ধারার সৃষ্টি হয়। [[কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গের তালিকা|কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তি]] সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এঁদের মধ্যে কয়েকজন [[নোবেল পুরস্কার]] প্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। [[কলকাতার সংস্কৃতি|কলকাতার সংস্কৃতির]] একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল [[পাড়া]]-সংস্কৃতি ও [[আড্ডা]] (মুক্ত বৌদ্ধিক মতবিনিময়)। [[পশ্চিমবঙ্গের চলচ্চিত্র|বাংলা চলচ্চিত্র শিল্পের]] কেন্দ্রও এই শহর। এই শহরে [[অ্যাকাডেমি_অফ_ফাইন_আর্টস,_কলকাতা|অ্যাকাডেমি অফ ফাইন আর্টস্‌]], [[ভিক্টোরিয়া মেমোরিয়াল (ভারত)|ভিক্টোরিয়া মেমোরিয়াল]], [[এশিয়াটিক সোসাইটি (কলকাতা)|এশিয়াটিক সোসাইটি]], [[ভারতীয় সংগ্রহালয়]], [[জাতীয়_গ্রন্থাগার_(ভারত)|জাতীয় গ্রন্থাগার]] প্রভৃতি একাধিক জাতীয় গুরুত্বসম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান অবস্থিত। এই শহরের পেশাদার বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলির মধ্যে [[এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া]], [[ভারতের নৃতাত্ত্বিক অধিকরণ]], [[বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া]], [[ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি]], [[ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোশিয়েশন]], [[জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া]], [[ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস্‌ (ভারত)|ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস্‌]], [[ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ]] ও [[ইন্ডিয়ান পাবলিক হেলথ্‌ অ্যাসোশিয়েশন]] উল্লেখযোগ্য। এই শহরে একটি প্রধান ক্রিকেট স্টেডিয়াম ও একাধিক ক্রিকেট ক্লাব থাকলেও, কলকাতার সঙ্গে ভারতের অন্যান্য শহরের পার্থক্য এই যে, এখানে [[অ্যাসোসিয়েশন ফুটবল]] ও অন্যান্য খেলার প্রতি [[কলকাতায় ফুটবল|বিশেষ গুরুত্ব দেওয়া হয়]]।
 
== নামকরণ ==