কার্শিয়াং মহকুমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Schwiki (আলোচনা | অবদান)
Schwiki (আলোচনা | অবদান)
৭০ নং লাইন:
==ইতিহাস ও তাৎপর্য==
মূল লেপচা শব্দ 'করসন রিপ' (Kurson-rip) থেকে কার্শিয়ং কথাটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। 'করসন' শব্দের অর্থ সাদা অর্কিড এবং রিপ কথাটির অর্থ স্থান। সুতরাং কার্শিয়ং হল সাদা অর্কিডের স্থান। জনশ্রুতি আছে, এখানে কোন একটা সময়ে প্রচুর সাদা অর্কিডের বাগান ছিল। অন্য মতে লেপচা শব্দ 'কুর' এবং 'সেয়ং' থেকে কার্শিয়ং হয়েছে। 'কুর' মানে স্থানীয় বেত এবং 'সেয়ং' অর্থে ছড় অথবা ঝাড় কে বোঝান হত । বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই অঞ্চলে স্থানীয় বেত গাছের প্রচুর ঝাড় দেখা যেত।
[[চিত্র:While Orchid from Kurseong, Darjeeling.jpg|thumb|right|সাদা অর্কিড ]]
 
এই অঞ্চলটি আগে ছিল সিকিম রাজ্যের অন্তর্ভুক্ত। উনবিংশ শতাব্দীর প্রথমদিকে এটি নেপাল রাজের হস্তগত হয়। ১৮১৭ সালে গোর্খা যুদ্ধের পর ব্রিটিশ সরকার এই অঞ্চলটিকে পুনরুদ্ধার করে এবং সিকিমের রাজাকে ফেরত দেয়। ১৮৩৫ সালের এক সন্ধি চুক্তি অনুসারে সিকিমের রাজা এই অঞ্চলটিকে ইংরেজদের হাতে তুলে দেন। তখন থেকে কার্শিয়ং সহ সমগ্র পাঙ্খাবাড়ি অঞ্চল ইংরেজ সরকারের অধীনস্থ দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হয়। <ref>{{বই উদ্ধৃতি|last1=Canda|first1=saṃkalaka, Samarendranātha|title=Galpe, gāthāẏa, chande Bāṃlā sthānanāma|date=2008|publisher=Ānanda|location=Kalakātā|isbn=978-81-7756-755-7|page=৩৭|edition=1. saṃskaraṇa.}}</ref>
 
== এলাকা ==