নীরদচন্দ্র চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
সম্পাদনা সারাংশ নেই
২০ নং লাইন:
| website =
}}
'''নীরদচন্দ্র চৌধুরী''' ([[জন্ম]]: [[২৩ নভেম্বর]], [[১৮৯৭]] - [[মৃত্যু]]: [[১ আগস্ট]], [[১৯৯৯]]) একজন খ্যাতনামা দীর্ঘজীবি বাঙালি মননশীল লেখক ও বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন।চিন্তাবিদ। ''[[স্কলার এক্সট্রাঅর্ডিনারী]]'' শীর্ষক [[ম্যাক্স মুলার|ম্যাক্স মুলারের]] জীবনী লিখে ১৯৭৫ খ্রিস্টাব্দে নীরদচন্দ্র চৌধুরী ভারত সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা হিসেবে [[সাহিত্য অকাদেমী পুরস্কার|সাহিত্য অকাদেমি পুরস্কার]] লাভ করেন।<ref>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10304.htm#english সাহিত্য অকাদেমির ওয়েবসাইট]</ref> তিনি তাঁর ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ও তীর্যক প্রকাশভঙ্গীর জন্য বিশেষভাবে আলোচিত ছিলেন।
 
== কর্মজীবন ==
৪৫ নং লাইন:
== উল্লেখযোগ্য কর্ম ==
[[File:Chaudhuri house, Oxford.JPG|thumb|২০ লাইব্রেরি রোডে নীরদচন্দ্র চৌধুরীর প্রাক্তন বাসবভন]]
নীরদচন্দ্র চৌধুরী'র প্রধান সাহিত্যকর্ম ''দি অটোবায়োগ্রাফী অব অ্যান আননোন ইন্ডিয়ান'' (আইএসবিএন ০-২০১-১৫৫৭৬-১) ১৯৫১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এর ফলে তিনি সেরা ভারতীয় ইংরেজী লেখকের তালিকায় অন্তর্ভুক্ত হন। নতুন ও স্বাধীন দেশ হিসেবে ভারতের বিচার ব্যবস্থাকে কটাক্ষ করে বইটি উৎসর্গ করেন তিনি।
 
প্রকৃতপক্ষে বইয়ের উৎসর্গ অংশে বলা হয়েছে - অনেক ক্ষুদ্ধ ভারতীয়দের অভিমত: রাজনৈতিক এবং আমলাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নব্য সাম্রাজ্যবাদের অনুকরণমাত্র।
৭৬ নং লাইন:
== রচিত পুস্তকাদি ==
{{মূল|নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থাবলি}}
তিনি [[ইংরেজি]] ও [[বাংলা]] উভয় ভাষায়ই লিখেছেন, তবে করেছেন ইংরেজিতে। ইংরেজিতে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১; বাংলায় ৫। এছাড়া বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। উপরোল্লিখিত গ্রন্থগুলো ছাড়াও তাঁর কিছু অপ্রকাশিত, বিশেষ করে অগ্রন্থিত রচনা রয়ে গেছে। এগুলো ১৯৩০-৫০ কালপর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও অদ্যাবধি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। তাঁর গ্রন্থগুলোর প্রথম সংস্করণ বেশীরভাগ লন্ডন ও ভারত থেকে প্রকাশিত। কেবল ফয়জুল লতিফ চৌধুরী সংকলিত [[নীরদচন্দ্র চৌধুরীর বাংলা প্রবন্ধ]] গ্রন্থটি [[ঢাকা]] থেকে প্রকাশিত।
 
== দেহাবসান ==
নীরদ সি. চৌধুরী মৃত্যুর পূর্ব পর্যন্ত একজন সৃষ্টিশীল এবং স্বাধীনচেতা [[লেখক]] হিসেবেই পরিগণিত ছিলেন। ৯৯ বছর বয়সে তাঁর শেষ বই প্রকাশিত হয়। ১৯৯৪ খ্রিস্টাব্দে তাঁর স্ত্রী অমীয়া চৌধুরী [[অক্সফোর্ড|অক্সফোর্ডে]] মারা যান। [[১৯৯৯]] খ্রিস্টাব্দে [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] অক্সফোর্ডেই নিজের ১০২তম [[জন্মদিন|জন্মদিনের]] দু'মাস পূর্বে [[পরলোকগমন]] করেন ক্ষণজন্মা সাহিত্যিক ও চিন্তাবিদ নীরদ চন্দ্র চৌধুরী।
 
== আরও দেখুন ==