নেলসন ম্যান্ডেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র যোগ/সংশোধন
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
১৩ নং লাইন:
|successor = [[Thabo Mbeki|থাবো এম্‌বেকি]]
|birth_date = {{Birth date|1918|7|18|df=y}}
|birth_place = [[Mvezo|মেজো]], [[দক্ষিণ আফ্রিকার ইউনিয়ন|দক্ষিণ আফ্রিকা]]
|death_date = {{death date and age|df=yes|২০১৩|১২|০৫|১৯১৮|৭|১৮}}
|death_place =
২২ নং লাইন:
|children = মাদিবা থেম্বেকিল <br /> [[Makgatho Mandela|মাগগাথো লিওয়ানিকা]] <br /> মাকাজিউই <br /> [[Makaziwe Mandela|মাকি]] <br /> জিনানি <br /> জিঞ্জিসোয়া
|residence = [[Houghton Estate, Gauteng|হাফটন এস্টেট]], [[জোহানেসবার্গ]], গাউটেং, দক্ষিণ আফ্রিকা
|religion = খ্রিস্টান ধর্ম ([[Methodism|ম্যাথোডিজম]])
|alma_mater = [[ইউনিভার্সিটি অফঅব ফোর্ট হ্যায়ার]]<br />[[ইউনিভার্সিটি অফঅব লন্ডন এক্সটার্নাল সিস্টেম]]<br />[[ইউনিভার্সিটি অফঅব সাউথ আফ্রিকা]]<br />[[ইউনিভার্সিটি অফঅব দ্যদি উইটওয়াটারস্র্যান্ড]]
|signature = Nelson Mandela Signature.svg
|signature_alt = নেলসন ম্যান্ডেলার স্বাক্ষর
৪৫ নং লাইন:
"No one in my family had ever attended school [...] On the first day of school my teacher, Miss Mdingane, gave each of us an English name. This was the custom among Africans in those days and was undoubtedly due to the British bias of our education. That day, Miss Mdingane told me that my new name was Nelson. Why this particular name I have no idea."</ref>
 
ম্যান্ডেলার বয়স যখন ৯ বছর, তখন তাঁর পিতা [[যক্ষাযক্ষ্মা|যক্ষাযক্ষ্মা রোগে]] মারা যান। শাসক জোঙ্গিন্তাবা তখন তাঁর অভিভাবক নিযুক্ত হন।<ref name="GreatSouls"/> ম্যান্ডেলা রাজপ্রাসাদের কাছের একটি মিশনারী স্কুলে পড়াশোনা করেন। থেম্বু রীতি অনুযায়ী ১৬ বছর বয়সে ম্যান্ডেলাকে আনুষ্ঠানিকভাবে তাঁর গোত্রে বরণ করে নেয়া হয়। এর পর তিনি ক্লার্কবারি বোর্ডিং ইন্সটিটিউটে পড়াশোনা করেন।<ref name="BBC90th">{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/in_depth/7500615.stm|title=Mandela celebrates 90th birthday|date=17 July 2008|publisher=BBC|accessdate=28 October 2008}}</ref> সেখানে ম্যান্ডেলা ৩ বছরের জায়গায় মাত্র ২ বছরেই জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা পাস করেন। <ref name="BBC90th"/> ১৯৩৭ সালে ম্যান্ডেলা প্রিভি কাউন্সিলে তাঁর পিতার স্থলাভিষিক্ত হন। এরপর তিনি ফোর্ট বোফোর্ট শহরের মিশনারী শিক্ষাপ্রতিষ্ঠান হেল্ডটাউন স্কুলে ভর্তি হন। এখানেই থেম্বু রাজবংশের ছাত্ররা পড়াশোনা করতো। <ref>{{cite web|url=http://www.historicschools.org.za/view.asp?ItemID=1&tname=tblComponent2&oname=Schools&pg=front&subm=Pilot%20Schools|title=Healdtown Comprehensive School|publisher=Historic Schools Project: South Africa|accessdate=28 October 2008}}</ref> এই স্কুলে পড়ার সময়েই ১৯ বছর বয়সে ম্যান্ডেলা দৌড় ও [[মুষ্টিযুদ্ধ|মুষ্টিযুদ্ধের]] মতো খেলাধুলায় নিয়মিত অংশ নিতে শুরু করেন। <ref name=port/>
 
স্কুল থেকে পাস করার পর ম্যান্ডেলা [[ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়|ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে]] ব্যাচেলর অফঅব আর্টস কোর্সে ভর্তি হন। এখানেই অলিভার টাম্বোর সাথে তার পরিচয় হয়। টাম্বো আর ম্যান্ডেলা সারাজীবন ধরে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ম্যান্ডেলার আরেক বন্ধু ছিলেন ট্রান্সকেই এর সিংহাসনের উত্তরাধিকারী কাইজার (কে ডি) মাটানজিমা মাটানজিমা।<ref name="mafela"/> এই বন্ধুর সাথে ঘনিষ্ঠতার সুবাদেই পরবর্তীকালে ম্যান্ডেলা বান্টুস্থানের রাজনীতি ও নীতিনির্ধারণে জড়িত হন। তবে এসব নীতিমালার ক্ষেত্রে ম্যান্ডেলা ও মাটানজিমার মতবিরোধ হয়।<ref name=port/>
 
বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের শেষে ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্র সংসদের ডাকা আন্দোলনে জড়িত হয়ে পড়েন। এর ফলে তাঁকে ফোর্ট হেয়ার থেকে চলে যেতে বলা হয়। শর্ত দেয়া হয়, কেবল ছাত্র সংসদে নির্বাচিত সদস্য হতে পারলেই তিনি সেখানে ফেরত আসতে পারবেন। <ref>[[#mandela1996|Mandela 1996]], pp. 18-19.</ref> জীবনের পরবর্তী সময়ে কারাগারে বন্দী থাকার সময়ে ম্যান্ডেলা লন্ডন বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রমের অধীনে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
 
ম্যান্ডেলা ফোর্ট হেয়ার ছাড়ার অল্প পরেই জানতে পারেন, জোঙ্গিন্তাবা তাঁর সন্তান জাস্টিস (যুবরাজ ও সিংহাসনের উত্তরাধিকারী)এবং ম্যান্ডেলার বিয়ে ঠিক করার ঘোষণা দিয়েছেন। ম্যান্ডেলা ও জাস্টিস এভাবে বিয়ে করতে রাজি ছিলেন না। তাই তাঁরা দুজনে [[জোহানেসবার্গ|জোহানেসবার্গে]] চলে যান।<ref name="mandela1996pp10,20">[[#mandela1996|Mandela 1996]], pp. 10, 20.</ref> সেখানে যাবার পর ম্যান্ডেলা শুরুতে একটি খনিতে প্রহরী হিসাবে কাজ নেন।<ref name="NMF">{{cite web|url=http://www.nelsonmandela.org/index.php/memory/views/biography/|title=Nelson Mandela Biography - Early Years|publisher=Nelson Mandela Foundation|accessdate=28 October 2008}}</ref> তবে অল্পদিন পরেই খনির মালিক জেনে যান যে, ম্যান্ডেলা বিয়ে এড়াতে জোঙ্গিন্তাবার কাছ থেকে পালিয়ে এসেছেন। এটা জানার পর খনির কর্তৃপক্ষ ম্যান্ডেলাকে ছাঁটাই করেন। পরবর্তীকালে ম্যান্ডেলা জোহানেসবার্গের আইনী প্রতিষ্ঠান উইটকিন, সিডেলস্কি অ্যান্ড এডেলম্যানে কেরানি হিসাবে যোগ দেন। ম্যান্ডেলার বন্ধু ও শুভাকাঙক্ষী [[ওয়াল্টার সিসুলু]] এই চাকুরি পেতে ম্যান্ডেলাকে সহায়তা করেন। <ref name="NMF"/> এই প্রতিষ্ঠানে কাজ করার সময়ে ম্যান্ডেলা ইউনিভার্সিটি অফঅব সাউথ আফ্রিকার দূরশিক্ষণ কার্যক্রমের অধীনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর পরে ম্যান্ডেলা ইউনিভার্সিটি অফঅব উইটওয়াটার্সরান্ডে আইন বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। এখানে তাঁর সাথে জো স্লোভো, হ্যারি শোয়ার্জ এবং রুথ ফার্স্টের পরিচয় হয়। পরবর্তিতে এই বন্ধুরা [[বর্ণবাদ বিরোধী আন্দোলন|বর্ণবাদ বিরোধী আন্দোলনে]] সক্রিয় কর্মী হিসাবে অংশ নেন। এসময় ম্যান্ডেলা [[জোহানেসবার্গ|জোহানেসবার্গের]] উত্তরের দিকের শহর আলেক্সান্ড্রিয়াতে বাস করতেন। <ref>{{cite web|url=http://www.nmcf.co.za/organize.html|title=Nelson Mandela Children's Fund - Organise|publisher=Nelson Mandela Children's Fund|accessdate=28 October 2008}}</ref>
 
== রাজনৈতিক কর্মকাণ্ড ==
 
দক্ষিণ আফ্রিকার ১৯৪৮ এর নির্বাচনে আফ্রিকানারদের দল ন্যাশনাল পার্টি জয়লাভ করে। এই দলটি বর্ণবাদে বিশ্বাসী ছিলো, এবং বিভিন্ন জাতিকে আলাদা করে রাখার পক্ষপাতি ছিলো। <ref>{{cite web|url=http://www.sahistory.org.za/pages/governence-projects/SA-1948-1976/1948-election.htm|title=The 1948 election and the National Party Victory|publisher=South African History Online|accessdate=28 October 2008}}</ref> ন্যাশনাল পার্টির ক্ষমতায় আসার প্রেক্ষাপটে ম্যান্ডেলা সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ১৯৫২ সালের অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৫৫ সালের জনগণের সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সম্মেলনে মুক্তি সনদ প্রণয়ন করা হয়, যা ছিলো দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের মূল ভিত্তি। <ref>{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/struggles/defiance.html|title=The Defiance Campaign|publisher=African National Congress|accessdate=28 October 2008}}</ref><ref>{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/campaigns/cop/index.html|title=Congress of the People, 1955|publisher=African National Congress|accessdate=28 October 2008}}</ref> এই সময় ম্যান্ডেলা ও তাঁর বন্ধু আইনজীবী অলিভার টাম্বো মিলে ম্যান্ডেলা অ্যান্ড টাম্বো নামের আইনী প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। এই প্রতিষ্ঠানটি উকিল নিয়োগ করার মতো টাকা নেই, এমন দরিদ্র কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের স্বল্প মূল্যে আইনগত সাহায্য প্রদান করতো।<ref>{{cite book|last=Callinicos|first=Luli|title=Oliver Tambo: Beyond the Engeli Mountains|publisher=New Africa Books|year=2004|pages=173|isbn=0864866666}}</ref>
 
ম্যান্ডেলার রাজনৈতিক জীবনের প্রথমভাগে তিনি [[মহাত্মা গান্ধী|মহাত্মা গান্ধীর]] দর্শন দ্বারা প্রভাবিত হন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কর্মীরা আন্দোলনের প্রথম দিকে গান্ধীর অহিংস আন্দোলনের নীতিকে গ্রহণ করে বর্ণবাদের বিরোধিতা করেছিলো। <ref>{{cite web|author=Mandela, Nelson|title=The Sacred Warrior|work=[[Time 100: The Most Important People of the Century]]|date=3 January 2000|url=http://www.time.com/time/time100/poc/magazine/the_sacred_warrior13a.html|accessdate=26 May 2008}}</ref><ref>{{cite book|title=The Making of a Political Reformer: Gandhi in South Africa, 1893–1914|author= Bhana, Surendra; Vahed, Goolam|year=2005|page=149}}</ref> ম্যান্ডেলাও প্রথম থেকেই অহিংস আন্দোলনের পক্ষপাতী ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার ১৯৫৬ সালের ৫ই ডিসেম্বর তারিখে ম্যান্ডেলা সহ ১৫০ জন বর্ণবাদ বিরোধী কর্মীকে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করে। এই মামলাটি সুদীর্ঘ ৫ বছর ধরে (১৯৫৬-১৯৬১) চলে, কিন্তু মামলার শেষে সব আসামী নির্দোষ প্রমাণিত হন।<ref>{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/mandela/1960s/treason.html|title=Nelson Mandela's Testimony at the Treason Trial 1956-60|publisher=African National Congress|accessdate=28 October 2008}}</ref>
 
১৯৫২ হতে ১৯৫৯ এর মধ্যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর বিভিন্ন কর্মকাণ্ডে উগ্রপন্থী আফ্রিকানিস্ট উপদলের কৃষ্ণাঙ্গ কর্মীরা বাধা দিতে শুরু করে। আফ্রিকানিস্টরা বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে চরমপন্থী আন্দোলনের পক্ষপাতী ছিলো। <ref name="ANCStatement">{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/misc/trcall.html|title=ANC - Statement to the Truth and Reconciliation Commission|date=August 1996|publisher=African National Congress|accessdate=28 October 2008}}</ref> এএনসির নেতা অ্যালবার্ট লুথুলি, অলিভার ট্যাম্বো, ও ওয়াল্টার সিসুলু অনুভব করেন, আফ্রিকানিস্টরা এই আন্দোলনে খুব তাড়াহুড়া করছে, আর তাঁদের নেতৃত্বকে অস্বীকার করছে। <ref name="ANCStatement"/> <!--The ANC leadership consequently bolstered their position through alliances with small White, Coloured, and Indian political parties in an attempt to give the appearance of wider appeal than the Africanists.<ref name="ANCStatement"/> The Africanists ridiculed the 1955 [[Freedom Charter]] Kliptown Conference for the concession of the 100,000-strong ANC to just a single vote in a Congressional alliance. Four secretaries-general of the five participating parties secretly belonged to the reconstituted [[South African Communist Party]] (SACP).<ref>{{cite book|last=Shillington|first=Kevin|title=Encyclopedia of African History|publisher=CRC Press|year=2005|pages=1449|isbn=1579582451}}</ref><ref>{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/charter.html|title=The Freedom Charter|publisher=African National Congress|accessdate=28 October 2008}}</ref> In 2003 [[Blade Nzimande]], the SACP General Secretary, revealed that [[Walter Sisulu]], the ANC Secretary-General, secretly joined the SACP in 1955<ref>[http://www.anc.org.za/ancdocs/history/people/sisulu/condolences/sacp.html SACP Salutes Walter Sisulu]</ref> which meant all five Secretaries General were SACP and thus explains why Sisulu relegated the ANC from a dominant role to one of five equals. -->
 
=== বর্ণবাদ বিরোধী সংগ্রাম ===
১৯৬১ সালে ম্যান্ডেলা এএনসির সশস্ত্র অঙ্গসংগঠন উমখোন্তো উই সিযওয়ে (অর্থাৎ "দেশের বল্লম", সংক্ষিপ্ত নাম MK) এর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন এই সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। <ref>{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/mk/mk-born.html|title=Umkhonto is Born|publisher=African National Congress|accessdate=28 October 2008}}</ref> তিনি বর্ণবাদী সরকার ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তর্ঘাতী ও চোরাগোপ্তা হামলা পরিকল্পনা ও সমন্বয় করেন। এতে বর্ণবাদী সরকার পিছু না হটলে প্রয়োজনবোধে গেরিলা যুদ্ধে যাবার জন্যও ম্যান্ডেলা পরিকল্পনা করেন। <ref name="TerrorismReader">{{cite book|last=Whittaker|first=David J. |title=The Terrorism Reader|edition=Updated|publisher=Routledge|year=2003|pages=244|isbn=0415301017}}</ref> এছাড়া ম্যান্ডেলা বিদেশে এমকে-র জন্য অর্থ জোগাড় ও সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কাজ শুরু করেন।<ref name="TerrorismReader"/>
 
ম্যান্ডেলার সহকর্মী উলফি কাদেশ ম্যান্ডেলার নেতৃত্বে শুরু হওয়া এই সশস্ত্র আন্দোলনের ব্যাপারে বলেন, "When we knew that we [sic] going to start on 16 December 1961, to blast the symbolic places of apartheid, like pass offices, native magistrates courts, and things like that ... post offices and ... the government offices. But we were to do it in such a way that nobody would be hurt, nobody would get killed."<ref name="pbsfrontline">{{cite web | url=http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/mandela/revolution/kodesh.html | title=Tell me about the bomb at the brickworks - Frontline The Long Walk of Nelson Mandela | publisher=PBS}}</ref> উলফির ব্যাপারে ম্যান্ডেলা বলেন, "His knowledge of warfare and his first hand battle experience were extremely helpful to me."<ref name="longwalk"/>
 
ম্যান্ডেলা নিজে তাঁর এই সশস্ত্র আন্দোলনকে বর্ণবাদের বিরুদ্ধে নিতান্তই শেষ চেষ্টা বলে অভিহিত করেন। দক্ষিণ আফ্রিকা সরকারের দীর্ঘদিন ধরে চলতে থাকা নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে অহিংস আন্দোলন সফল হবে না বলে তিনি উপলব্ধি করেন এবং এ জন্যই সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন। <ref name="longwalk">{{cite book|first=Nelson|last=Mandela|title=[[Long Walk to Freedom (book)|Long Walk to Freedom]]|year=1994|publisher=[[Little, Brown and Company]]}}</ref><ref name="rivonia">{{cite web | author= Mandela, Nelson | title="I am Prepared to Die" — Nelson Mandela's statement from the dock at the opening of the defence case in the Rivonia Trial | publisher=African National Congress |date=20 April 1964 | url=http://www.anc.org.za/ancdocs/history/mandela/1960s/rivonia.html | accessdate=26 May 2008}}</ref>
 
পরবর্তীকালে ১৯৮০র দশকে এমকে বর্ণবাদী সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। এতে অনেক বেসামরিক লোক হতাহত হন। <ref name="TerrorismReader"/> ম্যান্ডেলা পরে স্বীকার করেন, বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে গিয়ে এএনসি অনেক সময় মানবাধিকার লঙ্ঘন করেছে। বর্ণবাদের অবসানের পরে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন (সত্য ও আপোস কমিশন) এর রিপোর্ট থেকে এএনসির অনেক নেতা এই বিষয়ের তথ্য অপসারণ করতে চেয়েছিলো -- ম্যান্ডেলা এর তীব্র সমালোচনা করেন। <ref>{{cite news|title=Mandela admits ANC violated rights, too|work=[[Financial Times]]|date=2 November 1998}}</ref>
 
২০০৮ এর জুলাই পর্যন্ত ম্যান্ডেলা ও এএনসি কর্মীরা [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রে]] প্রবেশ করা থেকে নিষিদ্ধ ছিলো। কেবল মাত্র [[নিউ ইয়র্ক|নিউ ইয়র্কে]] [[জাতিসংঘ|জাতিসংঘের]] সদরদপ্তরে তাঁদের আসার অনুমতি ছিলো। এর কারণ ছিলো ম্যান্ডেলার ষাটের দশকের সশস্ত্র আন্দোলনের কারণে দক্ষিণ আফ্রিকার তদানিন্তন সরকার ম্যান্ডেলা ও এএনসিকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছিলো। ২০০৮ এর জুলাইতে এসেই কেবল ম্যান্ডেলাকে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারে প্রণীত সন্ত্রাসবাদীদের তালিকা হতে সরিয়ে নেয়া হয়। <ref name=bbcvisa>{{cite web|url=http://news.bbc.co.uk/1/hi/world/africa/7340248.stm|title=BBC News: US shamed by Mandela terror link|date=10 April 2008}}</ref><ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/americas/7484517.stm|title=Mandela taken off US terror list|work=BBC News|date =1 July 2008|accessdate=1 July 2008}}</ref>
 
=== গ্রেপ্তার ও রিভোনিয়ার মামলা ===
 
প্রায় ১৭ মাস ধরে ফেরারি থাকার পর ১৯৬২ সালের ৫ই আগস্ট ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জোহানেসবার্গের দুর্গে আটক রাখা হয়। <ref>{{cite web|url=http://www.thehistorychannel.co.uk/site/this_day_in_history/this_day_August_5.php|title=5 August - This day in history|publisher=[[The History Channel]]|accessdate=28 October 2008}}</ref> মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ম্যান্ডেলার গতিবিধি ও ছদ্মবেশ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পুলিশকে জানিয়ে দেয়, ফলে ম্যান্ডেলা ধরা পড়েন।<ref name=blum>{{cite web|url=http://www.thirdworldtraveler.com/Blum/CIAMandela_WBlum.html|publisher=Third World Traveller|title=How the CIA sent Nelson Mandela to prison for 28 years|first=William|last=Blum|accessdate=26 May 2008}}</ref><ref name=salon>{{cite web|url=http://www.salon.com/news/news961114.html|publisher=[[Salon.com]]|first=Jeff|last=Stein|title=Our Man in South Africa|date=14 November 1996|accessdate=26 May 2008}}</ref><ref>{{cite book|last =Weiner|first =Tim|year =2007|title=Legacy of Ashes|publisher=[[Penguin Group]]|page=362|isbn=978-1-846-14046-4}}</ref> তিন দিন পরে তাঁকে ১৯৬১ সালে শ্রমিক ধর্মঘটে নেতৃত্ব দেয়া এবং বেআইনীভাবে দেশের বাইরে যাবার অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়। ১৯৬২ সালের ২৫শে অক্টোবর ম্যান্ডেলাকে এই দুই অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর দুই বছর পর ১৯৬৪ সালের ১১ই জুন ম্যান্ডেলার বিরুদ্ধে এএনসির সশস্ত্র সংগ্রামে নেতৃত্বদানের অভিযোগ আনা হয় ও শাস্তি দেয়া হয়।<ref>{{cite web|url=http://www.guardian.co.uk/world/2001/feb/11/nelsonmandela.southafrica2|title=The Rivonia Trial|last=Katwala |first=Sunder|date=11 February 2001|work=The Guardian|accessdate=28 October 2008 | location=London}}</ref>
 
ম্যান্ডেলা কারাগারে বন্দী থাকার সময়ে পুলিশ এএনসির প্রথমসারির নেতাদের ১৯৬৩ সালের ১১ই জুলাই জোহানেসবার্গের কাছের রিভোনিয়ার লিলেসলিফ ফার্ম থেকে গ্রেপ্তার করে। রিভোনিয়ার মামলা নামে খ্যাত এই মামলায় ম্যান্ডেলাকেও অভিযুক্ত করা হয়। সরকারের প্রধান আইনজীবী ডক্টর পারসি ইউটার ম্যান্ডেলাসহ এএনসির নেতাদের অন্তর্ঘাতের অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়াও তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। <ref name="SAHistoryOnline">{{cite web|url=http://www.sahistory.org.za/pages/chronology/thisday/1963-07-11ii.htm|title=ANC Lilliesleaf Farm arrests|date=11 July 1963|publisher=South African History Online|accessdate=28 October 2008}}</ref> ম্যান্ডেলা অন্তর্ঘাতের অভিযোগ স্বীকার করে নেন। কিন্তু বিদেশী রাষ্ট্রের দালাল হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আনা দেশদ্রোহিতার অভিযোগটি ম্যান্ডেলা অস্বীকার করেন।<ref name="SAHistoryOnline"/>
 
প্রিটোরিয়ার সুপ্রিম কোর্টে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে ম্যান্ডেলা ১৯৬৪ সালের ২০শে এপ্রিল তারিখে তাঁর জবানবন্দি দেন। ম্যান্ডেলা ব্যাখ্যা করেন, কেনো এএনসি সশস্ত্র আন্দোলন বেছে নিয়েছে। <ref name="GuardianMadiba">{{cite web|url=http://www.guardian.co.uk/world/2007/apr/23/nelsonmandela|title=An ideal for which I am prepared to die|last=Mandela|first=Nelson|date=20 April 1964|work=The Guardian|accessdate=28 October 2008 | location=London}}</ref> ম্যান্ডেলা বলেন যে, বহু বছর ধরে এএনসি অহিংস আন্দোলন চালিয়ে এসেছিলো। কিন্তু শার্পভিলের গণহত্যার পর তাঁরা অহিংস আন্দোলনের পথ ত্যাগ করতে বাধ্য হন।<ref name="TimeMag">{{cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,869441-1,00.html|title=The Sharpeville Massacre|date=4 April 1960|work=[[Time (magazine)|TIME]]|accessdate=28 October 2008}}</ref> এই গণহত্যা, কৃষ্ণাঙ্গদের অধিকারকে অবজ্ঞা করে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষণা দেয়া, জরুরি অবস্থার ঘোষণা এবং এএনসিকে নিষিদ্ধ ঘোষণা করার পরে ম্যান্ডেলা ও তাঁর সহযোদ্ধারা অন্তর্ঘাতমূলক সশস্ত্র সংগ্রামকেই বেছে নেন। তাঁদের মতে সশস্ত্র আন্দোলন ছাড়া অন্য কোনো কিছুই হতো বিনাশর্তে আত্মসমর্পণের নামান্তর।<ref name="TimeMag"/> ম্যান্ডেলা আদালতে আরো বলেন, ১৯৬১ সালের ১৬ই ডিসেম্বর তারিখে তাঁরা উমখোন্তো উই সিযওয়ে অর্থাৎ এমকে-এর ম্যানিফেস্টো লিখেন। এই সংগঠনের মূল লক্ষ্য হিসাবে তাঁরা বেছে নেন সশস্ত্র সংগ্রাম। তাঁদের উদ্দেশ্য ছিলো, অন্তর্ঘাতের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় বিদেশী বিনিয়োগকে তাঁরা নিরুৎসাহিত করবেন, আর এর মাধ্যমে বর্ণবাদী ন্যাশনাল পার্টির সরকারের উপরে চাপ সৃষ্টি করবেন। <ref name=mk>{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/manifesto-mk.html|title=Manifesto of Umkhonto we Sizwe|publisher=African National Congress|date=16 December 1961|accessdate=26 May 2008}}</ref> জবানবন্দির শেষে ম্যান্ডেলা বলেন, "During my lifetime I have dedicated myself to the struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die."<ref name="rivonia"/>
 
ম্যান্ডেলার পক্ষে ব্র্যাম ফিশার, ভার্নন বেরাঞ্জ, হ্যারি শোয়ার্জ, জোয়েল জফ, আর্থার চাসকালসন, এবং জর্জ বিজোস ওকালতি করেন। <ref name="RivoniaPapers">{{cite web|url=http://www.aluka.org/action/showCompilationPage?doi=10.5555/AL.SFF.COMPILATION.COLLECTION-MAJOR.RIVON&cookieSet=1|title=Rivonia Trial Papers|publisher=Aluka|accessdate=28 October 2008}}</ref> মামলার শেষভাগে হ্যারল্ড হ্যানসন আইনী সহায়তার জন্য যোগ দেন। <ref name="ANCRivonia">{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/trials/toward_robben_island.html|title=Toward Robben Island: The Rivonia Trial|publisher=African National Congress|accessdate=28 October 2008}}</ref> কিন্তু মামলায় রাস্টি বার্নস্টেইন ছাড়া অন্য সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ১৯৬৪ সালের ১২ই জুন দেয়া রায়ে ফাঁসীর বদলে তাঁদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। <ref name="ANCRivonia"/>
 
=== কারাবাস ===
৮৬ নং লাইন:
[[চিত্র:RobbenIslandHof.jpg|thumb|right|রবেন দ্বীপের কারাগারের প্রাঙ্গন।]]
[[চিত্র:Nelson Mandela's prison cell, Robben Island, South Africa.jpg|thumb|right|রবেন দ্বীপে ম্যান্ডেলার কারাকক্ষ। এখানেই বন্দী ছিলেন দীর্ঘদিন।]]
ম্যান্ডেলার কারাবাস শুরু হয় [[রবেন দ্বীপ|রবেন দ্বীপের]] কারাগারে। এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/1/hi/world/africa/7671712.stm|title=Mandela's jail overrun by rabbits |date=15 October 2008 |publisher=BBC|accessdate=28 October 2008}}</ref> জেলে থাকার সময়ে বিশ্বজুড়ে তাঁর খ্যাতি বাড়তে থাকে। তিনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণাঙ্গ নেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেন।<ref name=nobel/> সশ্রম কারাদণ্ডের অংশ হিসাবে রবেন দ্বীপের কারাগারে ম্যান্ডেলা ও তাঁর সহবন্দীরা একটি চুনাপাথরের খনিতে শ্রমিক হিসাবে কাজ করতে বাধ্য হন। <ref>{{cite news|url=http://www.independent.co.uk/news/world/africa/a-monument-to-mandela-the-robben-island-years-401137.html|title=A monument to Mandela: the Robben Island years|date=2 September 2007 |work=[[The Independent]]| publisher = Independent Print Limited|accessdate=28 October 2008 | location=London}}</ref> কারাগারের অবস্থা ছিলো বেশ শোচনীয়। কারাগারেও বর্ণভেদ প্রথা চালু ছিলো। কৃষ্ণাঙ্গ বন্দীদের সবচেয়ে কম খাবার দেয়া হতো।<ref>{{cite web|url=http://www.michigandaily.com/content/political-prisoner-recalls-time-robben-island|title=Political prisoner recalls time on Robben Island|date=17 October 2002 |work=[[The Michigan Daily]]|accessdate=9 March 2010}}</ref> সাধারণ অপরাধীদের থেকে রাজনৈতিক বন্দীদের আলাদা রাখা হতো। রাজনৈতিক বন্দীরা সাধারণ অপরাধীদের চাইতেও কম সুযোগ সুবিধা পেতো।<ref>{{cite web|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9506E6DB103DF931A15755C0A962958260|title=Robben Island Journal; South Africa Ponders Fate of Apartheid's Bastille |last=Holmes|first=Steven A.|date=22 June 1994|work=NY Times|accessdate=28 October 2008}}</ref> ম্যান্ডেলা তাঁর জীবনীতে লিখেছেন, তাঁকে ডি-গ্রুপের বন্দী হিসাবে গণ্য করা হতো, অর্থাৎ সবচেয়ে কম সুবিধাপ্রাপ্ত বন্দীদের তালিকায় তাঁকে রাখা হয়েছিলো। তাঁকে প্রতি ৬ মাসে একটিমাত্র চিঠি দেয়া হতো এবং একজনমাত্র দর্শনার্থীর সাথে দেখা করার অনুমতি দেয়া হতো।<ref name="Memoirs">{{cite book|last=Kathrada|first=Ahmed|coauthors=Mandela, Nelson|title=Memoirs |publisher=Zebra|year=2004|pages=246|isbn=1868729184}}</ref> ম্যান্ডেলাকে লেখা চিঠি কারাগারের সেন্সরকর্মীরা অনেকদিন ধরে আটকে রাখতো। চিঠি ম্যান্ডেলার হাতে দেয়ার আগে তার অনেক জায়গাই কালি দিয়ে অপাঠযোগ্য করে দেয়া হতো।<ref name=longwalk/>
 
কারাগারে থাকার সময়ে ম্যান্ডেলা লন্ডন বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কর্মসূচীর আওতায় পড়াশোনা শুরু করেন এবং আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।<ref name="ObserverGM">{{cite web|url=http://observer.gm/africa/gambia/article/2008/7/25/the-big-read-nelson-mandela-a-living-legend-1|title=The Big Read: Nelson Mandela: a living legend|date=25 July 2008|work=Daily Observer|accessdate=28 October 2008}}</ref> পরবর্তীকালে ১৯৮১ সালে তাঁকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি প্রিন্সেস অ্যানের কাছে সেই নির্বাচনে হেরে যান।<ref name="ObserverGM"/>
 
দক্ষিণ আফ্রিকার [[গোয়েন্দা]] বিভাগের গুপ্তচর গর্ডন উইন্টার ১৯৮১ সালে আত্মজীবনী লিখেন, যার শিরোনাম ছিলো ''Inside BOSS''<ref name="InsideBOSS">{{cite book|author=Winter, Gordon|title=Inside BOSS|publisher=[[Penguin Books]] |year=1981}}</ref> এই আত্মজীবনীতে উইন্টার দক্ষিণ আফ্রিকা সরকারের একটি গোপন ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন। এই ষড়যন্ত্র অনুসারে ১৯৬৯ সালে ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করার উদ্দেশ্যে কারাগারে হামলা চালাবার পরিকল্পনা করা হয়েছিলো। উইন্টারের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার গুপ্তচরেরা এই ষড়যন্ত্রে অংশ নেয় ও মদদ দেয়। উদ্দেশ্য ছিলো, কারাগার থেকে ম্যান্ডেলাকে পালাতে দেয়া, যাতে তাঁকে ধাওয়া করে পুনরায় গ্রেপ্তারের নামে ক্রসফায়ারে মেরে ফেলা যায়। এই ষড়যন্ত্রের খবর ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জেনে ফেলায় তা নস্যাত হয়ে যায়।<ref name="InsideBOSS"/>
 
১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলস্‌মুর কারাগারে স্থানান্তর করা হয়। এসময় ম্যান্ডেলার সাথে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উচ্চপদস্থ নেতা ওয়াল্টার সিসুলু, অ্যান্ড্রু ম্লাগেনি, আহমেদ কাথরাদা এবং রেমন্ড ম্‌লাবাকেও সেখানে নেয়া হয়। <ref name="Memoirs"/> ধারণা করা হয়, রবেন দ্বীপে কারারুদ্ধ নতুন প্রজন্মের কৃষ্ণাঙ্গ রাজনৈতিক বন্দীদের উপর ম্যান্ডেলা ও অন্যান্য নেতার প্রভাব কমানোর জন্যই এটা করা হয়। তরুণ কর্মীদের উপরে ম্যান্ডেলা ও তাঁর সহযোদ্ধাদের এই প্রভাবকে ব্যঙ্গ করে "ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয়" বলা হতো।<ref>{{cite web|url=http://nobelprize.org/nobel_prizes/peace/articles/mandela/index.html|title=Nelson Mandela and the Rainbow of Culture|last=Hallengren|first=Anders|date=11 September 2001|work=Nobelprize.org|publisher=The Nobel Foundation|accessdate=28 October 2008|archiveurl=http://web.archive.org/web/20080822063757/http://nobelprize.org/nobel_prizes/peace/articles/mandela/index.html|archivedate=22 August 2008}}</ref> তবে ন্যাশনাল পার্টির তদানিন্তন মন্ত্রী কোবি কোয়েটসির মতে ম্যান্ডেলাকে স্থানান্তর করার মূল লক্ষ্য ছিলো ম্যান্ডেলার সাথে দক্ষিণ আফ্রিকা সরকারের গোপন বৈঠক ও আলোচনার ব্যবস্থা করা।<ref name=sparks/>
 
১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার তদানিন্তন রাষ্ট্রপতি [[পি ডব্লিউ বোথা]] ম্যান্ডেলাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার প্রস্তাব দেন। শর্তটি ছিলো, ম্যান্ডেলাকে রাজনৈতিক উদ্দেশ্যে সশস্ত্র সংগ্রাম ত্যাগ করতে হবে।<ref>{{cite web|url=http://select.nytimes.com/gst/abstract.html?res=F30E12F8385F0C728CDDAB0894DD484D81|title=South Africa hints at conditional release for jailed black leaders|last=Cowell|first=Alan|date=1 February 1985|work=NY Times|accessdate=28 October 2008}}</ref> কোয়েটসি সহ অন্যান্য মন্ত্রীরা অবশ্য বোথার এই প্রস্তাবের বিরোধিতা করেন। তারা মত প্রকাশ করেন যে, ম্যান্ডেলা ব্যক্তিগত কারামুক্তির লোভে পড়ে কখনোই নিজের সংগঠনকে সশস্ত্র সংগ্রামের পথ থেকে সরিয়ে আনবেন না।<ref>{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/mandela/64-90/jabulani.html|title=Mandela's response to being offered freedom|publisher=ANC|accessdate=28 October 2008}}</ref> ম্যান্ডেলা আসলেই এই প্রস্তাব প্রত্যাখান করেন। তিনি তাঁর মেয়ে জিন্দজির মাধ্যমে একটি বিবৃতি দেন, যাতে তিনি বলেন,
১০৭ নং লাইন:
 
=== মুক্তি ===
১৯৯০ সালের [[ফেব্রুয়ারি ২|২রা ফেব্রুয়ারি]] তারিখে দক্ষিণ আফ্রিকার তদানিন্তন রাষ্ট্রপতি এফ ডব্লিউ ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সহ অন্যান্য বর্ণবাদ বিরোধী সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। একই সাথে তিনি ঘোষণা দেন, ম্যান্ডেলাকে অচিরেই মুক্তি দেয়া হবে। <ref>{{cite web|url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/11/newsid_2539000/2539947.stm|title=1990: Freedom for Nelson Mandela|date=11 February 1990|publisher=BBC|accessdate=28 October 2008}}</ref> ভিক্টর ভার্সটার কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের [[ফেব্রুয়ারি ১১|১১ই ফেব্রুয়ারি]] তারিখে মুক্তি দেয়া হয়। ম্যান্ডেলার কারামুক্তির ঘটনাটি সারাবিশ্বে সরাসরি সম্প্রচার করা হয়।<ref>{{cite web|url=http://century.guardian.co.uk/1990-1999/Story/0,,112389,00.html|title=Mandela free after 27 years|last= Ormond|first=Roger |date=12 February 1990|work=The Guardian|accessdate=28 October 2008 | location=London}}</ref>
 
মুক্তির দিনে ম্যান্ডেলা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন।<ref name="ANCSpeech">{{cite web|url=http://www.anc.org.za/ancdocs/history/mandela/1990/release.html|title=Nelson Mandela's address to Rally in Cape Town on his Release from Prison|date=11 February 1990|publisher=ANC|accessdate=28 October 2008}}</ref> এই ভাষণে তিনি শান্তি রক্ষা করা ও দেশের শ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য আহবান জানান। একই সাথে তিনি স্পষ্ট করে বলেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগ্রাম শেষ হয়ে যায়নি। এই বিষয়ে তিনি বলেন,
১৪৪ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
{{Reflist|2}}
* {{cite book|last=Aikman|first=David |authorlnk=[[David Aikman]]|title=Great Souls: Six Who Changed a Century|publisher=Lexington Books|year=2003|isbn=0739104381|ref=Aikman}}
* {{cite book