ইভো আন্দ্রিচ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৩০ নং লাইন:
ইভো আন্দ্রিচ বসনিয়ার (তৎকালীন [[অস্ট্রিয়া-হাঙ্গেরি|অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের]] অন্তর্গত) [[ট্রাভনিক]] শহরের কাছে ডলিক গ্রামে ১৮৯২ সালের ৯ অক্টোবর এক ক্রোট পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাম পিতৃপ্রদত্ত নাম ইভান হলেও তিনি ''ইভো'' নামে পরিচিত হন। আন্দ্রিচের বয়স যখন দুই, তখন তার বাবা আন্তুন মৃত্যুবরণ করেন। দারিদ্রের কারণে আন্দ্রিচের মা কাতারিনা আন্দ্রিচকে তার মায়ের কাছে, পূর্ব বসনিয়ার এক শহরে পাঠিয়ে দেন। শহরটি [[দ্রিনা]] নদীর তীরে অবস্থিত। এই দ্রিনা নদী, তার উপর অবস্থিত ষোড়শ শতাব্দীর একটি সেতু আর তার আশেপাশের মানুষের জীবনকাহিনী অবলম্বনেই ইভো আন্দ্রিচ তার কালজয়ী উপন্যাস, ''দ্য ব্রিজ অন দ্য দ্রিনা'' রচনা করেন।<ref name="Ivo">[http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/1961/andric-bio.html], nobelprize.org, ইভো আন্দ্রিচের জীবনী।</ref>
 
ইভো আন্দ্রিচ [[জাগরেব]], [[ইউনিভার্সিটি অফ ভিয়েনা|ভিয়েনা]] ও [[ক্রাকোউ]] বিশ্ববিদ্যালয়ে [[দর্শন]] বিষয়ে অধ্যয়ন শুরু করেন। এসময় তিনি [[জাতীয়তাবাদী আন্দোলন|জাতীয়তাবাদী আন্দোলনের]] সঙ্গে জড়িয়ে পড়েন, যে আন্দোলনের সবচেয়ে মুখ্য আর উল্লেখযোগ্য ঘটনা ছিল আর্চডিউক [[ফ্রানৎস ফার্দিনান্দ|ফ্রানৎস ফার্দিনান্দের]] হত্যা। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] পর তাকে তিন বছর কারাবাসে থাকতে হয়েছিল।<ref name="t">''বিশ্বের সেরা নোবেল বিজয়ীদের শ্রেষ্ঠ গল্প'' (২০১১), অণুবাদঅনুবাদ-জুলফিকার নিউটন, ত্রয়ী প্রকাশন, ঢাকা।</ref> তার কর্মজীবন শুরু হয় যুগোস্লাভ কূটনীতিক হিসেবে, এবং ১৯৩৯ সালে তিনি [[বার্লিন|বার্লিনে]] রাষ্ট্রদূত পদেও উন্নীত হন।
 
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন]] সময়ে আন্দ্রিচ [[বেলগ্রেড|বেলগ্রেডে]] থাকা শুরু করেন। বেলগ্রেডেই ১৯৪৫ সালের মধ্যে তিনি তার বিখ্যাত উপন্যাসগুলো রচনা করেন।
৫১ নং লাইন:
* ''Unrest''<ref name="ivoandric1"/> (Nemiri, ১৯২০)
* ''The Journey of Alija Đerzelez''<ref>{{cite web|url=http://www.ivoandric.org.rs/html/the_journey_of_ali_djerzelez.html |title=The Journey of Ali Djerzelez |publisher=Ivoandric.org.rs |accessdate=June 15, 2011}}</ref> (Put Alije Đerzeleza, ১৯২০)
* ''The Vizier's Elephant''<ref>{{cite web|url=http://www.ivoandric.org.rs/html/body_andric_s_treasury_ii.html#Elephant |title=Andric's Treasury II|publisher=Ivoandric.org.rs |accessdate=June 15, 2011}}</ref> (Priča o vezirovom slonu, ১৯৪৮; অণুদিতঅনূদিত ১৯৬২)
* ''The Damned Yard''<ref>{{cite web|url=http://www.ivoandric.org.rs/html/the_damned_yard.html |title=The Damned Yard |publisher=Ivoandric.org.rs|accessdate=June 15, 2011}}</ref> (Prokleta avlija, ১৯৫৪)
* ''Omer-Pasha Latas''<ref>{{cite web|url=http://www.ivoandric.org.rs/html/omer_pasha_latas.html |title=Omer Pasha Latas |publisher=Ivoandric.org.rs|accessdate=June 15, 2011}}</ref> (Omerpaša Latas, মৃত্যুর পরে প্রকাশিত, ১৯৭৭)