আলেকজান্ডার ডাফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৩১ নং লাইন:
}}
 
'''আলেকজান্ডার ডাফ''' (জন্ম: [[এপ্রিল ১৫|১৫ এপ্রিল]],[[১৮০৬]] - মৃত্যু: [[ফেব্রুয়ারি ১২|১২ ফেব্রুয়ারি]],[[১৮৭৮]]) [[প্রেসবাইটেরিয়ান]] [[যাজকগোষ্ঠীর]] অণুসারীঅনুসারী [[স্কটল্যান্ড|স্কটল্যান্ডের]] নাগরিক। [[ঔপনিবেশিক ভারত]] সরকারের শিক্ষামূলক এবং সামাজিক নীতিমালা বিষয়ে তাঁর ব্যাপক প্রভাব ছিল। [[খ্রিষ্টধর্ম]] প্রচার সঙ্ঘ ‘[[কমিটি অব দি জেনারেল অ্যাসেম্বলি অব দি চার্চ অব স্কটল্যান্ড অন ফরেন মিশনস]]’ আলেকজান্ডার ডাফকে প্রথম [[মিশনারি]] হিসেবে বাংলায় প্রেরণ করে।
 
[[১৮৩০]] সালে আলেকজান্ডার ডাফ [[কলকাতা|কলকাতায়]] আগমন করেন। এর অব্যবহিত পরেই তিনি তৎকালীন শিক্ষানীতি সংক্রান্ত বিতর্কে জড়িত হন। সিভিলিয়ানদের মধ্যে যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষায় শিক্ষাদানের পক্ষে ছিলেন, আলেকজান্ডার ডাফ তাদের সমর্থন করেন। অন্যদিকে প্রাচ্যদেশীয় ভাষায় প্রাচ্যসভ্যতা সম্পর্কে শিক্ষাদানকে যারা সমর্থন করেন তারা ইংরেজি সমর্থকদের নিকট হেরে যান। [[১৮৩৫]] সালে সরকার ইংরেজি ভাষায় শিক্ষাদান এবং ইউরোপীয় বিজ্ঞান ও সাহিত্য প্রসারের সিদ্ধান্ত গ্রহণ করে।