ফুটবল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
২৪ নং লাইন:
{{মূল নিবন্ধ|কোচ (ক্রীড়া)}}
 
ফুটবল খেলার স্তর এবং দেশভেদে [[কোচ (ক্রীড়া)|কোচের]] ভূমিকা ও দায়িত্ব-কর্তব্যের রূপরেখা ভিন্নতর হতে পারে। [[যুব ফুটবল|যুব ফুটবলে]] কোচের প্রধান ভূমিকা হচ্ছে [[খেলোয়াড়|খেলোয়াড়দেরকে]] উদ্বুদ্ধ করা এবং তাদের দক্ষতাকে কাগজে-কলমে দেখিয়ে উত্তরণ ঘটানো। [[শরীর|শারীরিক]] অথবা [[কৌশল|কৌশলগত]] উত্তরণের তুলনায় প্রাণবন্তঃ এবং সুন্দর খেলা উপহার দেয়াকে প্রাধান্য দেয়া।<ref>[http://www.fai.ie/index.php?option=com_content&view=article&id=100028&Itemid=291 "Phase 1 – The FUNdamental Phase". Football Association of Ireland. 2009-06-12. Retrieved 2010-12-12.]</ref> সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন দেশের [[ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা|ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থাগুলো]] তাদের [[প্রশিক্ষণ|প্রশিক্ষণের]] ছকে এ সংক্রান্ত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোচদেরকেও খেলোয়াড়দের উন্নয়ন এবং বিজয়ের লক্ষ্যে আনন্দ উপভোগের জন্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা অণুসরণঅনুসরণ করতে বলেছে।
 
[[প্রতিযোগিতা|প্রতিযোগিতামূলক]] খেলায় তিনি [[মাঠ|মাঠের]] বাইরে কৌশলগত কারণে সুবিধাজনক যে-কোন জায়গায় অন্যান্য [[অতিরিক্ত খেলোয়াড় (ফুটবল)|অতিরিক্ত খেলোয়াড়]] সহযোগে [[ফুটবল খেলায় অবস্থান|অবস্থান]] করতে পারেন; কিন্তু তাঁর ঐ অবস্থান [[ফুটবল খেলার আইন-কানুন|আইন-কানুন]] দ্বারা নিয়ন্ত্রিত নয়।<ref>[http://web.archive.org/web/20070913142527/http://fifa.com/flash/lotg/football/en/Laws3_01.htm "Laws of the game (Law 3–Number of Players)". FIFA. Archived from the original on 13 September 2007. Retrieved 24 September 2007.]</ref>
 
== ঘরোয়া প্রতিযোগিতা ==
প্রত্যেক দেশের নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতি মৌসুমে [[ঘরোয়া প্রতিযোগিতা|ঘরোয়া প্রতিযোগিতার]] আয়োজন করে। সাধারণত এতে বেশ কয়েকটি বিভাগ থাকে এবং দলগুলো পুরো মৌসুম জুড়ে খেলার ফলাফলের উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন করে থাকে। দলগুলোকে একটি তালিকায় তাদের অর্জিত পয়েন্টের ক্রমানুসারে সাজানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, দলগুলো প্রতি [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] তার লীগের অন্য সকল দলের সাথে ঘরের মাঠে এবং প্রতিদ্বন্দ্ব্বীদেরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে ম্যাচ খেলে। এরপর মৌসুমের শেষে শীর্ষ দলটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শীর্ষ কয়েকটি দল এমনকি উপরের বিভাগে খেলার সুযোগও পেতে পারে। অণুরূপভাবেঅনুরূপভাবে, একেবারে পয়েন্ট তালিকার নিচে মৌসুম শেষ করা কয়েকটি দল নিচের বিভাগে অবনমিত হয়। শীর্ষ এক বা একাধিক দল পরবর্তী মৌসুমে আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগও পেতে পারে। এই নিয়মের প্রধান ব্যতিক্রম দেখা যায় লাতিন আমেরিকার কয়েকটি লীগে। বেশিরভাগ দেশেই লীগ ব্যবস্থার সাথে এক বা একাধিক "কাপ" প্রতিযোগিতা যুক্ত থাকে।
 
কিছু দেশের সর্বোচ্চ বিভাগে বিপুল পারিশ্রমিকে তারকা খেলোয়াড়েরা খেলেন। তেমনি কিছু দেশে এবং নিচু বিভাগের খেলোয়াড়েরা অ-পেশাদার এবং মৌসুমভিত্তিক হয়ে থাকতে পারেন। ইউরোপের শীর্ষ পাঁচটি লীগ হল - [[প্রিমিয়ার লীগ]] (ইংল্যান্ড), [[লা লিগা]] (স্পেন), [[সিরি এ]] (ইতালি), [[বুন্দেসলিগা]] (জার্মানি) এবং [[লিগ ১]] (ফ্রান্স)। এই লীগগুলো বিশ্বের বেশিরভাগ শীর্ষ খেলোয়াড়কে আকর্ষণ করে এবং এদের প্রত্যেকটিতে খরচ হয় ৬০০ মিলিয়ন পাউন্ড-স্টার্লিং বা ৭৬৩ মিলিয়ন [[ইউরো]] বা ১.১৮৫ বিলিয়ন ডলারেরও বেশি।