উইলিয়াম শেকসপিয়র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
"টেমপ্লেট:Persondata" অপসারণ
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩৯ নং লাইন:
| portaldisp =
}}
'''উইলিয়াম শেকসপিয়র''' ({{IPAc-en|ˈ|ʃ|eɪ|k|s|p|ɪə}};<ref>[http://www.collinsdictionary.com/dictionary/english/shakespeare "Shakespeare"] entry in ''[[Collins English Dictionary]]'', HarperCollins Publishers, 1998.</ref> [[ইংরেজি ভাষা|ইংরেজি]]: William Shakespeare ''উইলিয়াম্‌ শেইক্‌স্পিয়ার্‌'') (<!-- Please don't write that Shakespeare was born on 23 April; this is a tradition, not a fact (see the section on Shakespeare's life below) -->[[ব্যাপ্টিজম]] ২৬ এপ্রিল, ১৫৬৪; মৃত্যু ২৩ এপ্রিল, ১৬১৬)<ref name=dates group=nb/> ছিলেন একজন [[ইংল্যান্ড|ইংরেজ]] [[কবি]] ও [[নাট্যকার]]। তাঁকে [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষার]] সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়।<ref>{{Harvnb|Greenblatt|2005|loc=11}}; {{Harvnb|Bevington|2002|loc=1–3}}; {{Harvnb|Wells|1997|loc=399}}.</ref> তাঁকে ইংল্যান্ডের "জাতীয়জাতিয় কবি" এবং "বার্ড অফ অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে।<ref>{{Harvnb|Dobson|1992|loc=185–186}}</ref><ref name=national-cult group=nb/> তাঁর যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৮টি [[নাটক]],<ref name=exact-figures group=nb/> ১৫৪টি [[শেকসপিয়রের সনেট|সনেট]], দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেকসপিয়র অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তাঁর নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে।<ref>{{Harvnb|Craig|2003|loc=3}}</ref>
 
শেকসপিয়রের জন্ম ও বেড়ে ওঠা স্ট্যাটফোর্ড অন-অ্যাভনে। মাত্র আঠারো বছর বয়সে তিনি অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেন। অ্যানির গর্ভে শেকসপিয়রের তিনটি সন্তান হয়েছিল। এঁরা হলেন সুসান এবং হ্যামনেট ও জুডিথ নামে দুই যমজ। ১৫৮৫ থেকে ১৫৯২ সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা ও নাট্যকার হিসেবে [[লন্ডন|লন্ডনে]] যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। লর্ড চেম্বারলেইন’স ম্যান নামে একটি নাট্যকোম্পানির তিনি ছিলেন সহ-সত্ত্বাধিকারী। এই কোম্পানিটিই পরবর্তীকালে কিং’স মেন নামে পরিচিত হয়। ১৬১৩ সালে তিনি নাট্যজগৎ থেকে সরে আসেন এবং স্ট্র্যাটফোর্ডে ফিরে যান। তিন বছর বাদে সেখানেই তাঁর মৃত্যু হয়েছিল। শেকসপিয়রের ব্যক্তিগত জীবন সম্পর্কে নথিভুক্ত তথ্য বিশেষ পাওয়া যায় না। তাঁর চেহারা, [[উইলিয়াম শেকসপিয়রের যৌনপ্রবৃত্তি|যৌনপ্রবৃত্তি]], ধর্মবিশ্বাস, এমনকি তাঁর নামে প্রচলিত নাটকগুলি তাঁরই লেখা নাকি অন্যের রচনা তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে।<ref name=Shapiro2005>{{Harvnb|Shapiro|2005|loc=xvii–xviii}}; {{Harvnb|Schoenbaum|1991|loc=41, 66, 397–98, 402, 409}}; {{Harvnb|Taylor|1990|loc=145, 210–23, 261–5}}</ref>
৫৯ নং লাইন:
[[চিত্র:William Shakespeares birthplace, Stratford-upon-Avon 26l2007.jpg|thumb|left|স্ট্র্যাটফোর্ড-আপঅন-অ্যাভনে জন শেকসপিয়রের বাড়ি, এটিকে [[উইলিয়াম শেকসপিয়রের জন্মস্থল|শেকসপিয়রের জন্মস্থল]] মনে করা হয়।]]
 
১৮ বছর বয়সে শেকসপিয়র ২৬ বছর বয়সী [[অ্যানি হ্যাথাওয়ে (শেকসপিয়র)|অ্যানি হ্যাথাওয়েকে]] বিবাহ করেন। ১৫৮২ সালের ২৭ নভেম্বর ওরসেস্টরের অ্যাংলিক্যান ডায়োসিসের কনসিস্টরি কোর্ট একটি বিবাহ লাইসেন্স জারি করেছিল। দু-দিন বাদে হ্যাথাওয়ের প্রতিবেশীরাপ্রতিবেশিরা একটি বন্ড পোস্ট করে জানান যে, বিবাহের কোনো আইনগত দাবি আদায় বাকি নেই।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=77–78}}.</ref> খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে তাঁদের বিবাহ অনুষ্ঠানঅণুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ওরসেস্টরের চ্যান্সেলর "ম্যারেজ ব্যানস" প্রচলিত প্রথায় তিন বার পাঠের বদলে মাত্র এক বার পাঠের অনুমতিঅণুমতি দেন।<ref>{{Harvnb|Wood|2003|loc=84}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=78–79}}.</ref> বিয়ের ছয় মাস পরে অ্যানি সুজানা নামে একটি মেয়ের জন্ম দিয়েছিলেন। ১৫৮৩ সালের ২৬ মে তার ব্যাপ্টজম হয়।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=93}}.</ref> এর প্রায় দুই বছর বাদে শেকসপিয়র দম্পতির হ্যামনেট নামে এক পুত্র ও জুডিথ নামে এক কন্যা জন্মায়। এরা ছিল যমজ। ১৫৮৫ সালের ২ ফেব্রুয়ারি এদের ব্যাপ্টিজম হয়।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=94}}.</ref> হ্যামনেটের মৃত্যু হয়েছিল মাত্র এগারো বছর বয়সে। তার মৃত্যুর কারণ জানা যায় না। ১৫৯৬ সালের ১১ অগস্ট তাঁকে সমাধিস্থ করা হয়।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=224}}.</ref>
 
যমজ সন্তানের জন্মের পর শেকসপিয়রের পরবর্তী ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় ১৫৯২ সালে লন্ডনের একটি মঞ্চদৃশ্যের বর্ণনায়। ১৫৮৫ থেকে ১৫৯২ পর্যন্ত বছরগুলিকে বিশেষজ্ঞেরা তাই শেকসপিয়রের জীবনের "হারানো বছর" বলে উল্লেখ করে থাকেন।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=95}}.</ref> জীবনীকারেরা নানা অপ্রামাণিক গল্পের ভিত্তিতে এই পর্বের এক একটি বিবরণ প্রস্তুত করেছেন। শেকসপিয়রের প্রথম জীবনীকার তথা নাট্যকার নিকোলাস রো স্ট্র্যাটফোর্ডের একটি কিংবদন্তির উল্লেখ করে বলেছেন, হরিণ রান্না করার অপরাধে বিচারের হাত থেকে বাঁচতে শহর ছেড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন শেকসপিয়র।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=97–108}}; {{Harvnb|Rowe|1709}}.</ref> অষ্টাদশ শতাব্দীতে প্রচলিত আর একটি গল্প হল, শেকসপিয়র লন্ডনের থিয়েটার পৃষ্ঠপোষকদের ঘোড়ার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নাট্যশালায় কাজ করতে শুরু করেন।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=144–45}}.</ref> জন অব্রে লিখেছেন শেকসপিয়র গ্রামের স্কুলশিক্ষকের চাকরি করতেন।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=110–11}}.</ref> বিংশ শতাব্দীর কয়েকজন গবেষকের মতে [[ল্যাঙ্কাশায়ার|ল্যাঙ্কাশায়ারের]] আলেকজান্ডার হঘটন নামে এক ক্যাথলিক ভূস্বামী তাঁকে স্কুলশিক্ষক রূপে নিয়োগ করেছিলেন। এই ব্যক্তি তাঁর উইলে "উইলিয়াম শেকশ্যাফট" নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন।<ref>{{Harvnb|Honigmann|1999|loc=1}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xvii}}</ref> তবে এই সব গল্পের সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই সব গল্পই তাঁর মৃত্যুর পর প্রচলিত হয়েছিল। অন্যদিকে ল্যাঙ্কাশায়ার অঞ্চলে শেকশ্যাফট একটি সাধারণ নাম।<ref>{{Harvnb|Honigmann|1999|loc=95–117}}; {{Harvnb|Wood|2003|loc=97–109}}.</ref>