আডিডাস ব্রাজুকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান (ব্রাজিলিয়ান -> ব্রাজিলীয়)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
'''আডিডাস ব্রাজুকা''' [[ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ|স্বাগতিক]] [[ব্রাজিল|ব্রাজিলে]] অনুষ্ঠিতব্যঅণুষ্ঠিতব্য [[২০১৪ ফিফা বিশ্বকাপ]] [[ফুটবল]] খেলার আনুষ্ঠানিক [[বল (ফুটবল)|বল]]।<ref name=fifanews>{{cite web|title=adidas Brazuca – Name of Official Match Ball decided by Brazilian fans|url=http://www.fifa.com/worldcup/news/newsid=1693277/|publisher=FIFA|accessdate=2012-09-03}}</ref> বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা [[ফিফা|ফিফা’র]] অন্যতম অংশীদার ও [[১৯৭০ ফিফা বিশ্বকাপ|১৯৭০]] সাল থেকে [[ফিফা বিশ্বকাপ|ফিফা বিশ্বকাপে]] বল সরবরাহকারী [[আডিডাস]] প্রতিষ্ঠান এ বল তৈরির দায়িত্ব পায়।<ref name=fifanews /> ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল [[সমর্থক|সমর্থকদের]] মাধ্যমে বলের নামকরণ '''ব্রাজুকা''' রাখা হয়েছে। নামকরণের জন্য সাধারণ [[ভোট|ভোটের]] আয়োজন করা হয়। দশ লক্ষেরও অধিক ব্রাজিলীয় ফুটবল অনুরাগীঅণুরাগী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ৭০ শতাংশেরও অধিক ভোটের মাধ্যমে ব্রাজুকা নামকরণে ভোটারগণ তাদের সমর্থন ব্যক্ত করে। ব্রাজিলীয় সংস্কৃতির বিষয়াবলীর সাথে মিল রেখে আডিডাস কর্তৃপক্ষ ''ব্রাজুকা'', ''বোসা নোভা'' ও ''কার্নাভালেস্কা''-সহ তিনটি সম্ভাব্য নামের তালিকা প্রস্তুত করেছিল।
 
== ইতিহাস ==
২ সেপ্টেম্বর, ২০১২ তারিখে বলের নামকরণ ঘোষণা করা হয়। স্থানীয় সাংগঠনিক কমিটি ও আডিডাস - যৌথভাবে সাধারণ ভোটের আয়োজন করে। দশ লক্ষাধিক ব্রাজিলীয় ফুটবল ভক্ত তাদের মতামত ভোটের মাধ্যমে প্রদান করে। তন্মধ্যে ৭৭.৮% ভোট ব্রাজুকা নামটি পছন্দ করে।<ref name=globovote>{{cite web|title=Nome da bola da Copa é escolhido pela primeira vez por torcedores: Brazuca|url=http://globoesporte.globo.com/nome-da-bola-2014/noticia/2012/09/nome-da-bola-da-copa-e-escolhido-pela-primeira-vez-pela-torcida-brazuca.html|publisher=Globo Esporte|accessdate=2012-09-03|language=Portuguese}}</ref> পূর্ব-নির্ধারিত অন্য দু’টি পছন্দসই নামের মধ্যে ছিল [[Bossa Nova|বোসা নোভা]] ও [[Brazilian carnival|কার্নাভালেস্কা]]। এ দু’টোয় যথাক্রমে ১৪.৬% ও ৭.৬% ভোট পড়ে।<ref name=globovote /><ref>{{cite web|title=2014 World Cup Icons|url=http://www.wcaction.com/2014-world-cup-icons.php|publisher=WCaction|accessdate=17 December 2013}}</ref>
 
ফিফা জানায়, অনানুষ্ঠানিক পরিভাষা ব্রাজুকা ব্রাজিলীয়রা তাদের জীবনধারায় জাতীয়জাতিয় বীরত্বগাঁথায় ব্যবহার করে এবং তাদের আবেগ, গর্ব ও সকলকে শুভেচ্ছা বার্তায় ফুটবলের মাধ্যমে প্রতিচ্ছবি হিসেবে তুরে ধরে। <ref name=fifanews /> শুরুতে বল নির্মাণে চীনের উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যর্থ হওয়ায় পাকিস্তানের শিয়ালকোটের ফরোয়ার্ড স্পোর্টস বল তৈরির দায়িত্ব পায়।<ref>{{cite web|url = http://www.globalpost.com/dispatch/news/regions/middle-east/140422/one-mans-dream-come-true-making-the-official-ball-the-2014|title= Making the official ball for the 2014 FIFA World Cup |accessdate=24 April 2014}}</ref>
 
== বৈশিষ্ট্য ==