অন্ধত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৫ নং লাইন:
'''অন্ধ''' বা '''অন্ধত্ব''' ({{lang-en|Blindness, Blind}}) কোন কিছুকে দেখার সক্ষমতাহীনতা বা অক্ষমতাকে বুঝায়। যিনি অন্ধত্ব বরণ করেছেনে, সমাজে তিনি [[অন্ধ]] নামে পরিচিত। এছাড়া কিঞ্চিৎ দেখার অধিকারী ব্যক্তিও অন্ধ হিসেবে পরিচিত হয়ে থাকেন। কারণ তিনি অস্পষ্ট আকার অথবা [[রঙ]] ভিন্ন অন্য কোন কিছুই স্পষ্ট ও সঠিকভাবে দেখতে পান না। [[ট্রাকোমা]] রোগে আক্রান্ত হয়ে যাবার ফলে [[পলক (চোখ)|পলকগুলো]] অন্তর্মুখী হয়ে যায় ও [[কর্নিয়া|কর্নিয়ার]] ক্ষতি বা অন্ধত্ব ঘটতে পারে।
 
বিখ্যাত অন্ধ ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন - [[গ্রীকগ্রিক মহাকাব্য]] রচয়িতা [[হোমার]], [[লুই ব্রেল]], [[স্টিভ ওন্ডার]], [[রে চার্লস]], [[হেলেন কিলার]] প্রমূখ।
 
== আক্রান্ত জনগোষ্ঠী ==
২৭ নং লাইন:
== সহায়ক সামগ্রী ==
[[চিত্র:Caoguia2006.jpg|thumb|250px|অন্ধ ব্যক্তির পথ প্রদর্শনে নিয়োজিত প্রশিক্ষিত [[কুকুর]]]]
যখন কোন ব্যক্তি অন্ধ হয়ে পড়েন, তখন তিনি [[ব্রেইল পদ্ধতি|ব্রেইল পদ্ধতির]] ন্যায় পুস্তিকাদি পড়া ও লেখার কাজে ব্যবহার করে থাকেন। ফরাসী ব্যক্তিত্ব [[লুই ব্রেল|লুইস ব্রেইল]] কর্তৃক ব্রেইল পদ্ধতি [[আবিস্কার|আবিস্কারের]] ফলে এ নামকরণ হয়েছে। এতে অক্ষর, বর্ণের সংমিশ্রণ ঘটেছে। প্রত্যেকটি বর্ণ একগুচ্ছ বিন্দু দিয়ে তৈরী যা কাগজে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। অন্ধজন তাদের আঙ্গুল দিয়ে অক্ষরের ফোঁটাগুলোকে অনুভবপূর্বকঅণুভবপূর্বক মর্ম উপলদ্ধি করে এর ভাবার্থ বুঝে নেন বা দেন।
 
গুরুতরভাবে দৃষ্টিশক্তিহীন অনেক অন্ধ ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরার জন্যে সহায়ক সামগ্রী হিসেবে [[সাদা ছড়ি]] ব্যবহার করেন। সাদা ছড়ি অন্ধদের জন্যে আন্তর্জাতিক প্রতীকরূপে বিবেচ্য। লম্বা এ ছড়ি দিয়ে ব্যবহারকারী দূরের বস্তু স্পর্শের মাধ্যমে অবগত হন। লম্বাজাতীয়লম্বাজাতিয় সাদা ছড়ি হুভার ছড়ি নামে পরিচিত যা ড. রিচার্ড হুভার কর্তৃক আবিস্কৃত। এর দৈর্ঘ্য ব্যবহারকারীর উচ্চতার উপর নির্ভর করে। কিছু কিছু সংগঠক এর চেয়েও লম্বা মাপের ছড়ি ব্যবহারের পক্ষপাতি।<ref name=Nichols1995 >{{Citation | author = Nichols, Allan | year = 1995 | title = Why Use the Long White Cane? | url = http://www.blind.net/g42w0001.htm | archiveurl = http://web.archive.org/web/20100330050804/http://www.blind.net/g42w0001.htm | archivedate = 2010-03-30}}</ref>
 
পথ নির্দেশকের ভূমিকায় প্রশিক্ষিত [[কুকুর|কুকুরও]] তাকে দৈনন্দিন কাজে সহায়তা করে থাকে।