ম্যাজিস্ট্রেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

আইন প্রয়োগ ও বিচারিক দায়িত্বপালনকারী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Amanbd (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: ম্যাজিস্ট্রেট হচ্ছেন আইন প্রয়োগ ও বিচারিক দায়িত্বপালনকার...
(কোনও পার্থক্য নেই)

০৬:৪০, ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

ম্যাজিস্ট্রেট হচ্ছেন আইন প্রয়োগ ও বিচারিক দায়িত্বপালনকারী একজন সরকারী কর্মকর্তা। প্রাচীন রোমে ম্যাজিস্ট্রেট ছিলেন একজন অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা যার নির্বাহী ও বিচারিক উভয় ধরণের ক্ষমতাই ছিল। বর্তমানে ম্যাজিস্ট্রেটগণ সাধারণত নিম্ন আদালতে ছোট অপরাধের বিচার করেন বা অপরাধ বিচারের জন্য আমলে গ্রহণ করেন।

যুক্তরাজ্য

ইংল্যান্ড ও ওয়েলস-এ ম্যাজিস্ট্রেটগণ জাস্টিস অফ পিস নামে পরিচিত যারা গৌণ অপরাধের বিচার করেন। ম্যাজিস্ট্রেটদের দন্ড দেয়ার ক্ষমতা ছয় মাস বা বার মাসের কারাদন্ডের মধ্যে সীমাবদ্ধ।[১] ব্রিটেনে ম্যাজিস্ট্রেট হতে হলে কোন আইনগত শিক্ষাগ্রহণ দরকার নেই। বর্তমানে ব্রিটেনে প্রায় ২১,৫০০ জন ম্যাজিস্ট্রেট আছে।[২]

বাংলাদেশ

ম্যাজিস্ট্রেটগণ বাংলাদেশে হাকিম নামেও অভিহিত। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকিকরণের পর বাংলাদেশে ম্যাজিস্ট্রেটদেরকে দুই ভাগে ভাগ করা হয়ঃ নির্বাহী ম্যাজিস্ট্রেট[৩] ও বিচারিক ম্যাজিস্ট্রেট।[৪] বিভিন্ন ধাপের বিচারিক ম্যাজিস্ট্রেটগণ হচ্ছেনঃ

  1. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মুখ্য মহানগর হাকিম
  2. অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম
  3. ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট/মহানগর ম্যাজিস্ট্রেট
  4. ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট

তথ্যসূত্র

  1. Magistrates, Courts and Tribunals Judiciary.
  2. Magistrates, Courts and Tribunals Judiciary.
  3. Executive Magistrates, ধারা ১০, ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮।
  4. Judicial Magistrates, ধারা ১১, ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮।