ওয়াসিম বারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
মূল্যায়ণ - অনুচ্ছেদ সৃষ্টি
৭ নং লাইন:
| deliveries = balls
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 81
| runs1 = 1366
২০ নং লাইন:
| best bowling1 = –
| catches/stumpings1 = 201/27
| column2 = [[Oneএকদিনের Day Internationalআন্তর্জাতিক|ওডিআই]]
| matches2 = 51
| runs2 = 971
৩৮ নং লাইন:
}}
 
'''ওয়াসিম বারি''' ([[উর্দু ভাষা|উর্দু]]: '''وسیم باری'''; জন্ম: ২৩ মার্চ, ১৯৪৮) সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানী ক্রিকেটার।<ref name="Cricinfoprofile">{{cite news|first= |last=|title = Wasim Bari's Cricinfo Profile| url=http://www.espncricinfo.com/ci/content/player/43549.html|date =|accessdate = 2016-9-11|publisher= [[Cricinfo]]}}</ref> [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৮৪ সময়কালে পাকিস্তানের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ উইকেট-কিপারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়েও পারদর্শীতাসহ ডানহাতে বোলিংয়ে করতে পারতেন। সুদীর্ঘ ১৭ বছরের খেলোয়াড়ী জীবনে পাকিস্তানের পক্ষে সর্বাধিক টেস্টে অংশ নিয়েছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে করাচী, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ও সিন্ধুর পক্ষে খেলেন তিনি।
 
== খেলোয়াড়ী জীবন ==
২৭ আগস্ট, ১৯৬৭ তারিখে ইংল্যান্ড সফরে লর্ডসে তাঁর টেস্ট অভিষেক ঘটে। [[কলিন মিলবার্ন]] তাঁর প্রথম ডিসমিসালে পরিণত হয়েছিলেন। ব্যাট হাতে ইনিংস প্রতি ১৫.৮৮ রান সংগ্রহ করেন। তন্মধ্যে ১১ নম্বরে ব্যাটিং করে অপরাজিত ৬০ রান তোলেন ও [[ওয়াসিম রাজা|ওয়াসিম রাজা’র]] সাথে শেষ উইকেটে ১৩৩ সংগ্রহ করেন। ১১ ফেব্রুয়ারি, ১৯৭৩ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই অভিষেক হয়।
 
১৯৭১ সালে লিডসে এক টেস্টে ৮ ক্যাচ নিয়ে তৎকালীন বিশ্বরেকর্ড গড়েন। ১৯৭৬-৭৭ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৪ ব্যাটসম্যানকে স্ট্যাম্পিং করে পুণরায় নতুন রেকর্ড সৃষ্টি করেন। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের প্রথম ৮ ব্যাটসম্যানের ৭ জনই তাঁর ক্যাচে পরিণত হয়। ২৭টি স্ট্যাম্পিংসহ ২২৮টি ডিসমিসাল নিয়ে তাঁর বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। ঐ সময়ে তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশী ডিসমিসালের অধিকারী ছিলেন। তাঁর চেয়ে কেবলমাত্র [[মহেন্দ্র সিং ধোনি|এম এস ধোনি]] সবচেয়ে বেশী টেস্ট ক্যাচ ও স্ট্যাম্পিংয়ের অধিকারী।
 
== মূল্যায়ণ ==
উচ্চমানের গ্লাভসম্যান হওয়া স্বত্ত্বেও সেরাদের কাতারে দাঁড়াতে পারেননি তিনি। [[রডনি মার্শ]] কিংবা [[জেফ্রি ডুজন|জেফ্রি ডুজনের]] ন্যায় দর্শনীয় ভঙ্গীমার অধিকারী না হওয়া স্বত্ত্বেও তাঁরা স্বীকার করেছেন যে, বারি তাঁর সময়কালের অন্যতম সেরা উইকেট-কিপারের ভূমিকায় ছিলেন।