আলিয়া বিশ্ববিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
খালিদ সাইফ (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
খালিদ সাইফ (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬১ নং লাইন:
২০০৬ সালে [[পশ্চিমবঙ্গ সরকার]] কলকাতা মাদরাসাকে একটি কলেজের স্বীকৃতি দান করেন। কিন্তু এই স্বীকৃতি ছিল আংশিক। কারণ কলকাতা মাদরাসা সেই সময় [[বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত)|বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন]] স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ছিল না। ২০০৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাস করে কলকাতা মাদরাসা কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হয়। এই বছর [[৫ এপ্রিল]] [[পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী|মুখ্যমন্ত্রী]] [[বুদ্ধদেব ভট্টাচার্য]] আলিয়া বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব, শিক্ষাবিজ্ঞান, নার্সিং, ফার্মেসি, গণস্বাস্থ্য পরিষেবা ও একাধিক বৃত্তিমূলক শিক্ষাক্রম শুরু করার কথা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় কলকাতার রাজারহাটে এই বিশ্ববিদ্যালয়ের একাধিক সুবৃহৎ শিক্ষাপ্রাঙ্গণ ও পরিকাঠামো গঠনের কাজ শেষ হয়েছে ।
 
== শিক্ষাপ্রাঙ্গণ ==
== শিক্ষাপ্রাঙ্গন ==
<gallery>Proposed_Rajarhat_Campus.jpg
</gallery>
কলকাতা শহর ও তার আশেপাশের এলাকায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি শিক্ষাপ্রাঙ্গনশিক্ষাপ্রাঙ্গণ বা ক্যাম্পাস আছে। আলিয়া বিশ্বাবিদ্যালয়ের প্রথম কাম্পাসটি তালতলায় হাজি মহাম্মাদমুহাম্মাদ মহসিনমহসীন স্কোয়ারে অবস্থিত হলেও ,
আলিয়া বিশ্ববিদ্যালয়ের মুখ্য শিক্ষাপ্রাঙ্গনশিক্ষাপ্রাঙ্গণ বা ক্যাম্পাস কলকাতার রাজারহাটে অবস্থিত ৷ যেটির জন্য রাজ্য সরকার থেকে ২০ একর জমি অনুমদিত হয়েছে যার উধবোধনউদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাপ্রাঙ্গনটিশিক্ষাপ্রাঙ্গণটি তৈরীরতৈরির জন্য এর জন্য $50 Million USD (প্রায়) বরাদ্দ করা হয়েছে। <ref>{{cite web|title=CM lays foundation of Aliah varsity campus at Rajarhat|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-12-16/kolkata/30524364_1_haj-house-foundation-stone-haj-pilgrims|publisher=Times of India|accessdate=14 January 2013}}</ref>
উক্ত ক্যাম্পাসে শ্রেনী কক্ষেরশ্রেণিকক্ষের সংখ্যা ১১৬০,প্রায় ১২০০০ ছাত্র ছাত্রীর পঠনপাঠনের ব্যবস্থা আছে ।
এছাড়া আরেকটি ক্যাম্পাস কলকাতার পার্কসার্কাসে অবস্থিত ৷
[[File:Proposed Rajarhat Campus.jpg|thumb|রাজারহাটের প্রস্তাবিত ক্যাম্পাস]]