মির্জা গালিব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
খালিদ সাইফ (আলোচনা | অবদান)
বানান
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৬ নং লাইন:
| accessdate =2008-01-27
}}
</ref> — [[ফেব্রুয়ারি ১৫]] [[১৮৬৯]]) বৃটিশ ঔপনেবিশক আমলের ভারত উপমহাদেশের চিরায়ত [[উর্দু]] এবং [[ফার্সি]] কবি। তার সময়কালে মঘলমোঘল সাম্রাজ্য তার উজ্জ্বল্যঔজ্জ্বল্য হারায় এবং শেষে ১৮৫৭ সালের [[সিপাহী বিদ্রোহ ১৮৫৭|সিপাহী বিদ্রোহ]] এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়, তিনি তার লেখায় এ ঘটনা বর্ণনা করেছেন। তিনি তার জীবনকালে বেশ কয়েকটি [[গজল]] রচনা করেছিলেন যা পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবেবিভিন্নভাবে গেয়েছেন। [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ এশিয়ায়]] তাকে [[উর্দু|উর্দু ভাষার]] সবচেয়ে প্রভাবশালী কবি বলে মনে করা হয়। আজও শুধু ভারত বা পাকিস্তানে নয় সাড়া বিশ্বেই গালিবের জনপ্রিয়তা রয়েছে।
 
গালিব কখনো তার জীবিকার জন্য কাজ করেননি।করেন নি। সাড়া জীবনই তিনি হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা ধার কর্য করে নতুবা কোনো বন্ধু উদারতায় জীবন যাপন করেন। তার খ্যাতি আসে তার মৃত্যুর পর। তিনি তার নিজের সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, তিনি বেঁচে থাকতে তার গুণকে কেউ স্বীকৃতি না দিলেও, পরবর্তী প্রজন্ম তাকে স্বীকৃতি দিবে। ইতিহাস এর সত্যতা প্রমানপ্রমাণ করেছে। উর্দু কবিদের মধ্যে তাকে নিয়েই সবচেয়ে বেশি লেখা হয়েছে।
 
== কবি জীবন ==