সালোকসংশ্লেষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনিন্দ্য (আলোচনা | অবদান)
ব্যাকরণ ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
অনিন্দ্য (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
৩ নং লাইন:
[[চিত্র:সালোকসংশ্লেষণ.svg|thumbnail|সালোকসংশ্লেষের বৈজ্ঞানিক প্রক্রিয়া।]]
'''সালোকসংশ্লেষ''' (photosynthesis) কথাটি দুটি গ্রিক শব্দ '''''photos''''' (অর্থ: আলোক; এখানে সূর্যালোক) ও '''''synthesis''''' (অর্থ: সংশ্লেষণ, বা তৈরি করা) এর সমন্বয়ে গঠিত। আবার '''সালোকসংশ্লেষ''' কথাটি বিশ্লেষণ করলে দেখা যায় '''সালোক''' কথাটির অর্থ হলো আলোকের উপস্থিতি এবং '''সংশ্লেষ''' কথাটির অর্থ কোনো কিছু উৎপাদিত হওয়া। এর অর্থ সালোক অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ। এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ [[উদ্ভিদ]] কোশে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত [[কার্বন ডাইঅক্সাইড]] (CO2) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত [[কার্বন ডাইঅক্সাইড|কার্বন ডাইঅক্সাইডের]] সমপরিমাণ [[অক্সিজেন]] উদ্ভুত হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদকোশে উপস্থিত [[ক্লোরোফিল]] নামক রঞ্জক '''আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে''' রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যের মধ্যে '''স্থিতিশক্তি রূপে''' সঞ্চিত রাখে। এই শক্তি পরবর্তীকালে স্বভোজী উদ্ভিদ দ্বারা অথবা শাকাষী প্রাণীদের গৌণ পুষ্টিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ছাড়া কিছু [[জীবাণু]] এবং কিছু [[প্রোটিস্ট|আদ্যপ্রাণীর]] মধ্যেও এই প্রক্রিয়া পরিদৃষ্ট হয়।
 
===সালোকসংশ্লেষকারী জীব===
====সালোকসংশ্লেষকারী উদ্ভিদ====
কয়েক প্রকার ব্যাকটেরিয়া, শৈবাল ও উচ্চশ্রেণীর উদ্ভিদ, যাদের সালোকসংশ্লেষকারী রঞ্জক পদার্থ থাকে, তারাই সালোকসংশ্লেষ করতে সক্ষম। মূলত পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হলেও কিছু উদ্ভিদের মূল বা কান্ডেও এটি হতে পারে।
*'''সালোকসংশ্লেষকারী মূল''': গুলঞ্চের আত্তীকরণ মূল, পটলের মূল, অর্কিডের বায়বীয় মূল (ভেলামেন)।
*'''সালোকসংশ্লেষকারী কান্ড''': ফনীমনসা, বাজবরণ ও অন্যান্য উদ্ভিদের সবুজ কান্ড।
====সালোকসংশ্লেষকারী প্রাণী====
যদিও সালোকসংশ্লেষ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে, তবুও কয়েকটি এককোশী প্রাণী, যেমন-- ''ইউগ্লিনা'', ''ক্রাইস‍্যামিবা'' প্রভৃতিতে ক্লোরোফিল থাকায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।
 
*যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তারা সালোকসংশ্লেষে অক্ষম। ছত্রাকজাতীয় উদ্ভিদে ক্লোরোফিল বা সালোকসংশ্লেষীয় রঞ্জকপদার্থ না থাকার জন্য সালোকসংশ্লেষ ঘটে না। <br>উদাহরণ: ''মিউকর'', ''ইস্ট'' প্রভৃতি
 
== সালোকসংশ্লেষ সম্বন্ধীয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ==