মাইকেল জ্যাকসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kh Wasifatehi Islam (আলোচনা | অবদান)
তথ্য
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
SyfulAakash (আলোচনা | অবদান)
সংখ্যাগত ভুল সংশোধন
১৮ নং লাইন:
}}
 
'''মাইকেল জোসেফ জ্যাকসন''' ({{lang-en|Michael Joseph Jackson}}; [[জন্ম]]: [[আগস্ট ২৯]], [[১৯৫৮]]– [[মৃত্যু]]: [[জুন ২৫]], [[২০০৯]])<ref name="reutersdeath">Tourtellotte, Bob. [http://www.reuters.com/article/newsOne/idUSTRE55O6AK20090625 King of Pop Michael Jackson is dead], [[Reuters]], June 25, 2009, accessed June 25, 2009.</ref> একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক,অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী । পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত এলবামের সঙ্গীত শিল্পীদের তিনি অন্যতম।জ্যাকসন পরিবারের ৭ম৮ম সন্তান মাইকেল মাত্র ৫ বছর বয়সে [[১৯৬৩]] সালে পেশাদার সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি তখন [[জ্যাকসন ফাইভ]] নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসাবে গান গাইতেন। ১৯৭১ সাল থেকে মাইকেল একক শিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন। মাইকেলের গাওয়া ৫টি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে - [[অফ দ্য ওয়াল]] (১৯৭৯),[[থ্রিলার]] (১৯৮২),[[ব্যাড]] (১৯৮৭), [[ডেঞ্জারাস]] (১৯৯১) এবং [[হিস্টরি]] (১৯৯৫)। তাকে ''পপ সঙ্গীতের রাজা'' (King of Pop) হিসেবে আখ্যায়িত করা হয় অথবা, সংক্ষেপে তাঁকে ''এমজে''(Mj) নামে অভিহিত করা হয়।<ref>{{cite web |url=http://www.imdb.com/name/nm0001391/bio |title=Biography for Michael Jackson | publisher=Internet Movie Database | accessdate=October 15, 2011}}</ref> সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন জগতসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
 
১৯৮০র দশকে মাইকেল সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌছান। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীতশিল্পী যিনি এমটিভিতে এতো জনপ্রিয়তা পান। বলা হয়, তাঁর গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই [[এমটিভি|এমটিভির]] প্রসার ঘটেছিলো। গানের তালে তালে মাইকেলের নাচের কৌশলগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মাইকেলের জনপ্রিয় নাচের মধ্যে রোবোট, ও মুনওয়াক (চাঁদে হাঁটা) রয়েছে। মুনওয়াক আসলে হলো সামনের দিকে হাঁটার দৃষ্টিভ্রম সৃষ্টি করে পিছনে যাবার ভঙ্গিমা। তিনি পপ সংগীত এবং মিউজিক ভিডিওর ধারণা পাল্টে দেন।এখন সারাবিশ্বের সকল নৃত্যশিল্পীরা মাইকেল জ্যাকসনকে প্রায়ই শ্রদ্ধা জানিয়ে থাকেন।