হৈসল সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৬৪ নং লাইন:
{{Hoysala Kings Infobox}}
{{Karnataka History}}
'''হোয়সল সাম্রাজ্য''' ছিল একটি বিখ্যাত [[দক্ষিণ ভারত|দক্ষিণ ভারতীয়]] [[কন্নড়িগাকন্নড় জাতি|কন্নড়]] [[সাম্রাজ্য]]। খ্রিস্টীয় ১০ম থেকে ১৪শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই সাম্রাজ্যের শাসকবর্গ অধুনা [[ভারত|ভারতের]] [[কর্ণাটক]] রাজ্যের অধিকাংশ অঞ্চল শাসন করতেন। হোয়সল সাম্রাজ্যের রাজধানী প্রথমে ছিল [[বেলুর|বেলুরে]]। পরে তা [[হেলেবিডু|হেলেবিডুতে]] স্থানান্তরিত হয়।
 
হোয়সল শাসকরা প্রকৃত পক্ষে [[পশ্চিমঘাট পর্বতমালা|পশ্চিমঘাট পর্বতমালার]] [[মালনাদ]] কর্ণাটক নামে একটি উচ্চভূমি অঞ্চলের অধিবাসী ছিলেন। ১২শ শতাব্দীতে [[পশ্চিম চালুক্য সাম্রাজ্য|পশ্চিম চালুক্য]] ও [[কালচুরি]] রাজ্যদ্বয়ের পরস্পর বিধ্বংসী যুদ্ধের সুযোগ নিয়ে তাঁরা অধুনা কর্ণাটক রাজ্যের ভূখণ্ড এবং অধুনা [[তামিলনাড়ু]] রাজ্যের [[কাবেরী নদী|কাবেরী নদীর]] উত্তর দিকের উর্বর অঞ্চলগুলি জয় করেন। ১৩শ খ্রিস্টাব্দের মধ্যে তাঁরা অধুনা কর্ণাটকের প্রাস্য সমগ্র অঞ্চল, তামিলনাড়ুর অল্প কিছু অঞ্চল এবং [[দাক্ষিণাত্য|দাক্ষিণাত্যের]] পশ্চিম [[অন্ধ্রপ্রদেশ]] ও [[তেলঙ্গানাতেলঙ্গানার]] কিয়দংশ শাসন করতেন।