মালা সিনহা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
কর্মজীবন - অনুচ্ছেদ সৃষ্টি
১৫ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
প্রকৃতপক্ষে তাঁর পরিবার নেপালী বংশোদ্ভূত। তাঁরা কলকাতায় আসার পরপরই তাঁর জন্ম হয়। পিতা-মাতা তাঁর নাম রাখেন আলদা। বিদ্যালয়ের বন্ধুরা ব্যঙ্গ করে তাঁকে 'ডালডা' নামে ডাকতো। ফলশ্রুতিতে তাঁর নাম পরিবর্তিত করে 'মালা' রাখা হয়।<ref>{{cite web|url=http://movies.indiatimes.com/Features-Events/Features/10-less-known-facts-about-Mala-Sinha/articleshow/msid-3696038,curpg-3.cms |title=Entertainment News, Latest Entertainment News, Hollywood Bollywood News &#124; Entertainment&nbsp;— Times of India |publisher=Movies.indiatimes.com |date=1 January 1970 |accessdate=24 February 2014}}</ref> শৈশবেই তিনি নৃত্যকলা ও সঙ্গীতে প্রশিক্ষণ নেন।
 
[[আকাশবাণী|অল ইন্ডিয়া রেডিওররেডিও'র]] তালিকাভুক্ত গায়িকা ছিলেন তিনি। কিন্তু তিনি কখনো [[চলচ্চিত্র|চলচ্চিত্রে]] নেপথ্য শিল্পী হননি। তবে, গায়িকা হিসেবে১৯৪৭ থেকে ১৯৭৫ সালের মধ্যে বিভিন্ন ভাষায় মঞ্চে গান পরিবেশন করেছেন।
 
== কর্মজীবন ==
শিশু শিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্র জয় বৈষ্ণ দেবীতে অভিনয় জীবনের সূত্রপাত ঘটে তাঁর। পরবর্তীতে শ্রীকৃষ্ণ লীলা, যোগ বিয়োগ ও ঢুলিতে অংশ নেন তিনি। প্রথিতযশা বাঙালী পরিচালক অর্ধেন্দু বসু বিদ্যালয়ের একটি নাটকে তাঁর অভিনয় দেখেছিলেন ও নায়িকা হিসেবে রোশনারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁর পিতার কাছ থেকে অনুমতি নেন। এভাবেই সিনেমাসুলভ অভিষেক ঘটে তাঁর।
 
কলকাতায় কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর বাংলা চলচ্চিত্রের জন্য বোম্বে গমন করেন ও সেখানে তিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী [[Geeta Bali|গীতা বালিরবালি'র]] সাথে স্বাক্ষাৎ করেন। তিনি তাঁর প্রতি আকৃষ্ট হন ও পরিচালক [[Kidar Sharma|কিদার শর্মারশর্মা'র]] সাথে পরিচয় ঘটান। শর্মা রঙিন রাতে ছবিতে তাঁকে নায়িকা করেন। প্রদীপ কুমারের বিপরীতে প্রথম হিন্দি চলচ্চিত্রেচলচ্চিত্র বাদশাহ ও পরবর্তীতে একাদশীতে অভিনয় করেন। কিন্তু উভয় ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দেন।<ref name="suraurtaal">{{cite web|url=http://www.suraurtaal.com/forums/mala-sinhatrip-down-the-memory-lane-vt354.html|title=HugeDomains.com - SurAurTaal.com is for sale (Sur Aur Taal)|publisher=suraurtaal.com|accessdate=17 March 2016}}</ref> কিশোর সাহুর হ্যামলেটে পুণরায় শীর্ষ চরিত্রে অভিনয় করেন। বক্স অফিসে তেমন সাড়া না জাগালেও পর্যালোচনার কাতারে আসেন।
 
মালা তাঁর কন্যার চলচ্চিত্র জীবনে আগ্রহ দেখালেও স্বামী যেভাবে তাঁকে সহায়তা করেছেন, সে তুলনায় নিজ কন্যাকে একই সহায়তা করতে পারেননি তিনি।
 
মাদেশী বংশোদ্ভূত অভিবাসিত নেপালী দম্পতির সন্তানরূপে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে পাহাড়ী জাতিগোষ্ঠী নেপালী অভিনেতা চিদাম্বর প্রসাদ লোহানির সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ১৯৬৬ সালে নেপালী চলচ্চিত্র মৈতিগড়ে অভিনয়কালে তাঁরা পরিচিত হন। লোহানির আবাসন খাতের ব্যবসা রয়েছে। বিয়ের পর তিনি মুম্বইয়ে চলে আসেন; অন্যদিকে তাঁর স্বামী আবাসন ব্যবসা চালাতে নেপালে অবস্থান করেন। তাঁদের সংসারে প্রতিভা সিনহা নাম্নী এক কন্যা রয়েছে। প্রতিভাও বলিউডের সাবেক অভিনেত্রী ছিলেন। ১৯৯০-এর দশকের শেষার্ধ্বে এ দম্পতি ও তাঁদের কন্যা মুম্বইয়ের বান্দ্রায় একটি বাংলোয় বসবাস করছেন।
 
== তথ্যসূত্র ==