ওমর খৈয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৯ নং লাইন:
দর্শন ও শিক্ষকতায় ওমরের কাজ তার কবিতা ও বৈজ্ঞানিক কাজের আড়ালে অনেকখানি চাপা পড়েছে বলে মনে করা হয়।মধ্যযুগের মুসলিম মনীষা [[জামাকসারি]] ওমর খৈয়ামকে “বিশ্ব দার্শনিক” হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে জানা গেছে তিনি নিশাপুরে তিনি দশক ধরে শিক্ষকতা করেছেন।<br />
ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসাবে। এর কারণ তার কবিতা বা [[রুবাই]] এর অনুবাদ এবং তার প্রচারের কারণে।ইংরেজীভাষী দেশগুলোতে এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায়। ইংরেজ মনিষী [[টমাস হাইড]] প্রথম অপারস্য ব্যক্তিত্ব যিনি প্রথম ওমর কাজ সম্পর্কে গবেষণা করেন। তবে, বহির্বিশ্বে খৈয়ামকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেন [[এডওয়ার্ড ফিটজেরাল্ড]]। তিনি খৈয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা [[রুবাইয়্যাতে ওমর খৈয়াম]] নামে প্রকাশ করেন।
তার কবিতার মধ্যে রহস্য ,সংশয় তিনি এভাবেই প্রকাশ করে গেছেন __
" আমরা সবাই, স্বপ্নমগ্ন, প্রিয়ে বেহেশতের চিন্তায়
কিন্তু, ভাবি নাই, এইরকম বেহেশত তো, এইখানেই গড়া যায়।
সন্দেহ কি নাই, বহু বহু দূরে একখানা বেহেশত আছে,
কিন্তু সে তো বহু বহু দূর, তুমি তো আমার খুব কাছে।
 
লোকে বলে বেহেশতের কথা আসলে তো কোন বেহেশত নাই, ঐখানে।
লোকে বলে দোযখের কথা, আসলে তো কোন দোযখ নাই, ঐখানে।
লোকে তারপরও বহু কথা বলে যায়, ভবিষ্যত জীবিত থাকে,
ও আমার ভালোবাসা, নাই কোন পরকাল, আরেক জীবন, সব কিছু আছে এইখানে।
 
ওপরে তাকিয়ে লাভ নেই, কোন উত্তর ওখানে পাবে না,
ইবাদতে কোন লাভ নেই, ইবাদত কেউ শুনবেনা।
নৈকট্য আল্লাহর যতটা নিকট ঠিক অতটাই দুরে, সমানে সমান।
আর শোন, প্রতারণা, এইখানে, ঐখানে সমান সমান।
 
কিন্তু এইখানে আছে মদ, সুন্দরী প্রিয়া আছে দুনিয়ার মাঝে,
বুদ্ধিমানের মতো, দুঃখ লুকাও তার বাবড়ি চুলের ভাজে।
চাইলে দিতে পারো ডুব, জীবনের রহস্য সাগরে,
এর চাইতে মূল্যবান, মুক্তা তবু তুমি পাবে নাকো খুঁজে।
 
আল্লাহ তাহার, গোপন বাণী, সম্ভবত যদি প্রকাশ করেন,
আল্লাহ যিনি, নিজের গোপন বাণী, ভালো মতো, গোপন রাখতে জানেন।
লুকিয়েছেন তিনি যা, খোঁজার সাহস কার আছে?
অপার রহস্য খোদার, প্রকাশ করবেন কি তিনি,
সামান্য কীটে’র কাছে? "
 
== জন্ম ও প্রথম জীবন ==