বৃন্দাবন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮৬ নং লাইন:
|isbn=0-7914-7081-4|quote = The center of Krishna-worship has been for a long time Brajbhumi, the district of Mathura that embraces also Vrindavana, Govardhana, and Gokula, associated with Krishna from the time immemorial. Many millions of Krishna ''bhaktas'' visit these places every year and participate in the numerous festivals that re-enact divine scenes from Krishna's life on Earth, of which were spent in those very places|page=204}} Vrinda means Tulsi (A sacred specie of flora) and van as forest, therefore Vrindavan is a holy forest of Tulsi. Vijaypal Baghel, known as GreenMan is promoting, planting and farming Tulsi in mass around the Vrindavan.</ref> ''[[ভাগবত পুরাণ]]'' অনুসারে, কৃষ্ণ গোপীদের গ্রাম [[গোকুল|গোকুলে]] তাঁর পালক পিতামাতা [[নন্দ (পুরাণ)|নন্দ]] ও [[যশোদা|যশোদার]] গৃহে পালিত হয়েছিলেন। উক্ত পুরাণ অনুসারে, কৃষ্ণ বৃন্দাবনের বনেই [[রাসলীলা]] ও অন্যান্য বাল্যলীলা করেন। তাঁর দাদা [[বলরাম]] ও অন্যান্য রাখাল বালকদের সঙ্গে তিনি এখানে দুষ্টুমি করে বেড়াতেন।
 
=== মন্দির ===
== বৃন্দাবনের মন্দিরসমূহ ==
* মদনমোহন মন্দির - [[মুলতান|মুলতানের]] রাজা কাপুর রাম দাস কালীয়দমন ঘাটের কাছে মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন। এটি বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির। চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে এই মন্দিরটি ঘনিষ্ঠভাবে যুক্ত। আওরঙ্গজেবের রাজত্বকালে এই মন্দিরের আদি মদনগোপাল বিগ্রহটি নিরাপত্তাজনিত কারণে রাজস্থানের [[কারাউলি|কারাউলিতে]] স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই মন্দিরে মূল বিগ্রহের একটি প্রতিমূর্তি পূজিত হয়।
[[চিত্র:Swiatyniamadanmohan.jpg|thumb|মদনমোহন মন্দির]]
পুরাতন মন্দির তিনটি ব্যবহার উপযোগী না দেখে চব্বিশ পরগণা জেলায় অবস্থিত বহড়ু গ্রামের জমিদার দেওয়ান নন্দকুমার বসু ৮১২১ খ্রীঃ বহু ব্যয় করে তিনটি মন্দির প্রস্তুত করেন। পরবর্তীকালে অন্যান্য যে সকল বিগ্রহগুলোর জন্য মন্দিরগুলো প্রতিষ্ঠা হয়েছে তা নিম্নরূপঃ-
শেঠের মন্দির; সাহাজীর মন্দির; ব্রহ্মচারীর মন্দির; লালাবাবুর মন্দির অন্যতম।
এছাড়াও, অনেক মন্দির ভক্ত বৈষ্ণবদের দ্বারা নির্মিত হয়েছে।
 
== দর্শনীয় স্থানসমূহ ==