ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হুবাইব (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''ঢাকা ওয়াসা''' (WASA=Water and Sewerage Authority) [[ঢাকা|ঢাকার]] পানি সরবারহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি আধা স্বায়ত্তশাসিত সংস্থা। ১৯৬৩ সালেসেবামূলক ঢাকা ওয়াসাবাণিজ্যিক প্রতিষ্ঠিতপ্রতিষ্ঠান হয়।হিসেবে এর১৯৬৩ আগেসালে ঢাকা মিউনিসিপ্যালটিশহরের এবংপানি জনস্বাস্থ্যসরবরাহ প্রকৌশল অধিদফতরপয়:নিষ্কাশনের ঢাকায়জন্য পানিএকটি সরবারহেরআলাদা দায়িত্বসংস্থা পালন করতো।হিসেবে ঢাকা ওয়াসা [[স্থানীয়প্রতিষ্ঠিত সরকারহয়। পল্লী১৯৯০ উন্নয়নসালের মন্ত্রণালয়, বাংলাদেশ|স্থানীয়জুলাই সরকারথেকে নারায়ণগঞ্জ শহর এলাকায় পানি সরবরাহপল্লীপয়:নিষ্কাশনের উন্নয়নদায়িত্বও মন্ত্রণালয়ের]]ঢাকা অধীনেওয়াসার কার্যক্রমনিকট পরিচালনান্যাস্ত করেকরা থাকে।হয়।
 
ঠিকানা
{{অসম্পূর্ণ}}
 
ঢাকা পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের সেবা প্রদানকারী সংস্থা]]
 
ওয়াসা ভবন,৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা – ১২১৫।
 
ফোন নম্বর: ০২-৯১২০৫৫৭, ০২-৮১৮৯২০২
 
ওয়েব: www.dwasa.org.bd
 
 
অবস্থান
 
সার্ক ফোয়ারা মোড় থেকে ফার্মগেট যাওয়ার পথে প্রায় ২০০ গজ পার হয়ে হাতের ডান পাশে ওয়াসা ভবন অবস্থিত।
 
 
লক্ষ্য ও উদ্দেশ্য
 
ঢাকা মহানগরী ও নারায়নগঞ্জ শহর এলাকাবাসীর নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ,পয়:নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করাই ঢাকা ওয়াসার উদ্দেশ্য। বর্তমানে ঢাকা ওয়াসার মূল দায়িত্ব নিম্নরূপ –
 
১. জনসাধারণ, শিল্প-কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে পানিশোধন, উত্তোলন, সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো (গভীর নলকূপ,পানি শোধনাগার) নির্মাণ, পরিচালন, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ।
২. বর্জ্য পানি পরিশোধন এবং নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ,উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ।
৩. মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে ষ্টর্ম সূয়ার নির্মাণ,উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ।
 
 
সেবা এলাকা
 
ঢাকা ওয়াসার পরিচালন,রক্ষণাবেক্ষণ এবং গ্রাহক সেবার সুবিধার্থে ঢাকা ওয়াসার সমগ্র সেবা এলাকা ১১টি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। এর মধ্যে ১০টি অঞ্চল ঢাকা মহানগরীতে এবং ১টি অঞ্চল নারায়ণগঞ্জে অবস্থিত। প্রতিটি জোনাল অফিসের মাধ্যমে কারিগরী পরিচালন ও রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব বিলিং আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালিত হয়।