রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩ নং লাইন:
[[তমদ্দুন মজলিস]] প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল। ১৯৪৭ সালে ডিসেম্বর মাসের শেষের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়। প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন [[নূরুল হক ভূঁইয়া]]। অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন [[সামসুল আলম]], [[আবুল খয়ের]], [[আব্দুল ওয়াহেদ চৌধুরী]] এবং [[অলি আহাদ]]। পরবর্তীতে এই কমিটি সম্প্রসারণ করা হয় এবং [[মোহাম্মদ তোয়াহা]] এবং [[সৈয়দ নজরুল ইসলাম]] কমিটিতে যোগ দেন। প্রথম আহ্বায়ক ভূঁইয়ার সময়কালে কমিটির সকল ধরনের কর্মকান্ড গোপনে পরিচালনা করা হতো। <ref>{{Harvnb|Al Helal|2003|pp=222}}</ref>
 
১৯৪৮ সালের জানুয়ারীজানুয়ারি মাসে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] [[ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ|বিজ্ঞান ও কলা অনুষদের]] সাথে এক বৈঠকে দেশব্যাপী বাংলাকে আরও গুরুত্ব দেয়ার কথা আলোচনা করা হয়। বৈঠকে বাংলাকে শিক্ষার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রস্তাব করা হয়।<ref>{{cite book |title=একুশের সংকলন '৮০|year=১৯৮০ |publisher=[[বাংলা একাডেমি]] |location=ঢাকা |pages=১০২-১০৩}}</ref> পরবর্তীতে ১৯৪৮ সালে ২ মার্চ [[ফজলুল হক হল|ফজলুল হক হলে]] [[কামরুদ্দীন আহমদ|কামরুদ্দীন আহমদের]] সভাপতিত্বে [[তমুদ্দিন মজলিস]] ও [[মুসলিম ছাত্রলীগের]] এক যৌথসভা অনুষ্ঠিত হয়। ঐদিনই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্প্রসারণ করে প্রথম [[সর্বদলীয় সংগ্রাম পরিষদ]] গঠিত হয়।<ref name="প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে যারা ছিলেন">{{cite news | title=প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে যারা ছিলেন | url=http://www.risingbd.com/detailsnews.php?nssl=91981 | accessdate=৭ ফেব্রুয়ারি, ২০১৫ | newspaper=রাইজিং বিডি.কম}}</ref>
 
== আরও দেখুন ==