মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, ২০০৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উইকিফাই
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৫ নং লাইন:
এই নির্বাচনে [[রিপাবলিকান পার্টি (যুক্তরাষ্ট্র)|রিপাবলিকান পার্টির]] পক্ষ থেকে মনোনয়ন পান [[অ্যারিজোনা]] অঙ্গরাজ্যের সিনেটর [[জন ম্যাকেইন]]। আর [[ডেমোক্রেটিক পার্টি (যুক্তরাষ্ট্র)|ডেমোক্র্যাটিক পার্টি]] থেকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন [[ইলিনয়]] থেকে নির্বাচিত সিনেটর [[বারাক ওবামা]]। ''লিবারেশন পার্টি'' প্রাক্তন কংগ্রেসম্যান ''বব বার''-কে মনোনয়ন দেয়, ''কনস্টিটিউশন পার্টি'' থেকে মনোনয়ন পায় রেডিও টক শো'র উপস্থাপক ''চাক বল্ডউইন'' এবং ''গ্রিন পার্ট'' থেকে প্রসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস সদস্য ''সিনথিয়া ম্যাকিনি''। ''রাল্‌ফ ন্যাডার'' গ্রিন পার্টির মনোনয়ন লাভের চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়ে স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
এই নির্বাচনে [[বারাক ওবামা]] ২৭০ এর বেশীবেশি ইলেক্টোরাল ভোট অর্জনের মাধ্যমে জয়লাভ করেন। তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-অ্যামেরিকান প্রেসিডেন্ট।
 
এই নির্বাচনে অনেক কিছু প্রথম ঘটেছে। এই প্রথম দুজন বর্তমান সিনেটর একে অন্যের বিরুদ্ধে লড়েছেন। এবারই প্রথম কোন আফ্রিকান-মার্কিন প্রার্থী প্রধান রাজনৈতিক দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি এর আগে কোন নারী প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবার [[সারাহ প্যালিন]] রিপাবলিকান পার্টির পক্ষে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জন ম্যাকেইন নির্বাচিত হলে তিনিই হতেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণতম ফার্স্ট-টার্ম প্রেসিডেন্ট। সিনেটর [[জোসেফ বাইডেন]] প্রথম রোমান ক্যাথলিক যিনি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।